Ajker Patrika

করোনা: একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত

করোনা: একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল ভারত

ঢাকা: মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত।  দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে  ৩ হাজার ৭৮০ জনের মৃত্যু হয়েছে। একদিনের হিসেবে এটি ভারতে করোনা রোগী মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। গত একদিনে দেশটিতে ৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত  দুই কোটি ছয় লাখ ৫৮ হাজার ২৩৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৯ জনের।

ভারতে করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিও ধীর গতিতে চলছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০ কোটি  জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন । এছাড়া মোট জনসংখ্যার  মাত্র ২ শতাংশ মানুষ ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন। 

সম্প্রতি ভারতের ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা সতর্ক করে বলেছেন, ভ্যাকসিন সঙ্কট আরও কয়েক মাস থাকবে।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।

এদিন করোনায় বিপর্যস্ত ভারতের বিপদে পাশে দাঁড়াতে হাত বাড়িয়ে দিচ্ছে  যুক্তরাষ্ট্র, ব্রিটেন,  নিউজিল্যান্ড, ফ্রান্সসহ বিশ্বের বিভিন্ন দেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

প্রযুক্তি ও অর্থনীতিতে দুর্বল পাকিস্তান কীভাবে আধুনিক যুদ্ধবিমান বানাল

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত