
মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিজের পছন্দে বিয়ে করতে চাওয়ায় ২০ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক পিতা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গোয়ালিয়রের গোলা কা মন্দির নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, তনু গুর্জর নামের নিহত তরুণী তাঁর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে করতে রাজি না হয়ে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলেন। এ নিয়ে পরিবারের সঙ্গে তীব্র বিরোধ সৃষ্টি হয়। ঘটনার কয়েক ঘণ্টা আগে তনু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান, পরিবারের চাপে তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণা ভোগ করছেন এবং তাঁর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
ভিডিওতে তনু বলেন, ‘আমি ভিকিকে বিয়ে করতে চাই। আমার পরিবার প্রথমে রাজি ছিল, কিন্তু পরে তারা মানা করে। এরপর থেকে তারা প্রতিদিন আমাকে মারধর করছে এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার কিছু হলে এর জন্য আমার পরিবারই দায়ী।’
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ছয় বছর ধরে উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা ভিকি মাওয়াইয়ের সঙ্গে তনুর প্রেমের সম্পর্ক ছিল।
তনুর সোশ্যাল মিডিয়া পোস্টটি ভাইরাল হওয়ার পর স্থানীয় পুলিশের নজরে আসে। এরপর পুলিশ সুপার ধর্মবীর সিংয়ের নেতৃত্বে একটি দল তনুর বাড়িতে যায়। তখন তনুর বাড়িতে একটি পঞ্চায়েত (মিটিং) বসেছিল এবং তারা আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল।
পুলিশ এবং পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে তনু জানান, তিনি বাড়িতে নিরাপদ নন এবং পুলিশের কাছে অনুরোধ করেন, তাঁকে যেন একটি ওয়ান-স্টপ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তখন তাঁর বাবা মহেশ গুর্জর জানান, তিনি মেয়ের সঙ্গে একান্তে কথা বলে তাঁকে বোঝাবেন।
কিন্তু এরপর হঠাৎ করে যা ঘটে, তা ছিল খুবই ভয়ংকর! পুলিশ ও পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতেই তনুর বাবা মহেশ গুর্জর একটি দেশীয় বন্দুক দিয়ে তাঁর মেয়ের বুকে গুলি করেন। একই সময়ে তনুর চাচাতো ভাই রাহুলও গুলি চালান, যা তনুর কপাল, গলা এবং চোখের কাছাকাছি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তনুর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মহেশ গুর্জরকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। কিন্তু রাহুল তাঁর ব্যবহৃত বন্দুক নিয়ে পালিয়ে গেছেন। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ তনুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও খতিয়ে দেখছে।
তনুর পরিবারের পছন্দ অনুযায়ী ১৮ জানুয়ারি তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চাওয়ায় তাঁর মর্মান্তিক মৃত্যু হলো।

মধ্যপ্রদেশের গোয়ালিয়রে নিজের পছন্দে বিয়ে করতে চাওয়ায় ২০ বছর বয়সী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক পিতা। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে গোয়ালিয়রের গোলা কা মন্দির নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, তনু গুর্জর নামের নিহত তরুণী তাঁর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী বিয়ে করতে রাজি না হয়ে নিজের পছন্দের ছেলেকে বিয়ে করতে চেয়েছিলেন। এ নিয়ে পরিবারের সঙ্গে তীব্র বিরোধ সৃষ্টি হয়। ঘটনার কয়েক ঘণ্টা আগে তনু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। যেখানে তিনি জানান, পরিবারের চাপে তিনি প্রচণ্ড মানসিক যন্ত্রণা ভোগ করছেন এবং তাঁর জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।
ভিডিওতে তনু বলেন, ‘আমি ভিকিকে বিয়ে করতে চাই। আমার পরিবার প্রথমে রাজি ছিল, কিন্তু পরে তারা মানা করে। এরপর থেকে তারা প্রতিদিন আমাকে মারধর করছে এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমার কিছু হলে এর জন্য আমার পরিবারই দায়ী।’
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ছয় বছর ধরে উত্তর প্রদেশের আগ্রার বাসিন্দা ভিকি মাওয়াইয়ের সঙ্গে তনুর প্রেমের সম্পর্ক ছিল।
তনুর সোশ্যাল মিডিয়া পোস্টটি ভাইরাল হওয়ার পর স্থানীয় পুলিশের নজরে আসে। এরপর পুলিশ সুপার ধর্মবীর সিংয়ের নেতৃত্বে একটি দল তনুর বাড়িতে যায়। তখন তনুর বাড়িতে একটি পঞ্চায়েত (মিটিং) বসেছিল এবং তারা আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল।
পুলিশ এবং পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে তনু জানান, তিনি বাড়িতে নিরাপদ নন এবং পুলিশের কাছে অনুরোধ করেন, তাঁকে যেন একটি ওয়ান-স্টপ সেন্টারে নিয়ে যাওয়া হয়। তখন তাঁর বাবা মহেশ গুর্জর জানান, তিনি মেয়ের সঙ্গে একান্তে কথা বলে তাঁকে বোঝাবেন।
কিন্তু এরপর হঠাৎ করে যা ঘটে, তা ছিল খুবই ভয়ংকর! পুলিশ ও পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতেই তনুর বাবা মহেশ গুর্জর একটি দেশীয় বন্দুক দিয়ে তাঁর মেয়ের বুকে গুলি করেন। একই সময়ে তনুর চাচাতো ভাই রাহুলও গুলি চালান, যা তনুর কপাল, গলা এবং চোখের কাছাকাছি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তনুর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মহেশ গুর্জরকে গ্রেপ্তার করা হয়েছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি জব্দ করা হয়েছে। কিন্তু রাহুল তাঁর ব্যবহৃত বন্দুক নিয়ে পালিয়ে গেছেন। তাঁকে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ তনুর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও খতিয়ে দেখছে।
তনুর পরিবারের পছন্দ অনুযায়ী ১৮ জানুয়ারি তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু নিজের পছন্দের মানুষকে বিয়ে করতে চাওয়ায় তাঁর মর্মান্তিক মৃত্যু হলো।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৩৯ মিনিট আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৩ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
৪ ঘণ্টা আগে