প্রতিনিধি, কলকাতা (ভারত)

বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসকে শক্তিশালী হতে হবে। এমনটাই মনে করেন প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল। তাই কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধীকে দল চাঙা করার অনুরোধ করেছেন তিনি। এর আগে দলকে শক্তিশালী করার জন্য ২৩ জন হেভিওয়েট কংগ্রেস নেতা সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, একজন স্থায়ী সভাপতি নির্বাচনের মাধ্যমে দলকে শক্তিশালী করে তোলা।
গ্রুপ ২৩ নামে পরিচিত ওই হেভিওয়েট কংগ্রেস নেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল। সম্প্রতি তাঁর জন্মদিনে ভারতের বিরোধী দলগুলোর বহু নেতা নৈশভোজ করতে তাঁর সরকারি বাসভবনে সমবেত হয়েছিলেন। পরে সেখানেও আলোচিত হয় কংগ্রেসের নেতৃত্ব নিয়ে। অন্য দলের নেতারাও মনে করেন, কংগ্রেসকে শক্তিশালী করতে না পারলে বিজেপিকে হটানো অসম্ভব। রাহুল গান্ধী সভাপতির দায়িত্ব না নেওয়ায় অনেকেই ক্ষুব্ধ।
বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের একটা বড় অংশ গান্ধী পরিবারের ওপর আস্থা রাখতে পারছেন না। তাঁদের মতে, দলে নতুন এবং গ্রহণযোগ্য মুখ জরুরি। বিরোধীরাও অনেকেই একমত।
ইতিমধ্যেই বিজেপি বিরোধিতায় ১৪টি দলকে সংঘবদ্ধ করতে সক্ষম হয়েছে কংগ্রেস। কিন্তু কপিল সিব্বাল মনে করেন, নিজেরা শক্তিশালী না হলে জোট দিয়ে কিছু হবে না। দলকে শক্তিশালী করতে সাংগঠনিক নির্বাচন জরুরি বলে মনে করেন তিনি।
এদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপত্র `জাগো বাংলায়' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই ২০২৪ সালে বিজেপি সরকারকে হটানোর লড়াইয়ের অন্যতম কারিগর বলে মন্তব্য করা হয়েছে। তবে বিজেপি বিরোধী দলগুলো দিল্লিতে মোদী সরকারকে হটাতে এক জোট হওয়ার প্রশ্নে এখনো আন্তরিক। যা সংসদের বাদল অধিবেশনেই তার আভাস পাওয়া গিয়েছে।
এ দিকে আগামী শুক্রবার ২০ আগস্ট কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধী বিরোধী দলের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। সেখানেই ঠিক হবে বিরোধীদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা। তবে বিরোধীদের এই জোট প্রক্রিয়াকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্রের মতে, বিরোধীদের এই নীতিহীন জোটকে ভারতের মানুষ ফের প্রত্যাখ্যান করবে। কংগ্রেসের কোনো জনভিত্তি নেই বলেও তিনি মনে করেন।

বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসকে শক্তিশালী হতে হবে। এমনটাই মনে করেন প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল। তাই কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধীকে দল চাঙা করার অনুরোধ করেছেন তিনি। এর আগে দলকে শক্তিশালী করার জন্য ২৩ জন হেভিওয়েট কংগ্রেস নেতা সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, একজন স্থায়ী সভাপতি নির্বাচনের মাধ্যমে দলকে শক্তিশালী করে তোলা।
গ্রুপ ২৩ নামে পরিচিত ওই হেভিওয়েট কংগ্রেস নেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল। সম্প্রতি তাঁর জন্মদিনে ভারতের বিরোধী দলগুলোর বহু নেতা নৈশভোজ করতে তাঁর সরকারি বাসভবনে সমবেত হয়েছিলেন। পরে সেখানেও আলোচিত হয় কংগ্রেসের নেতৃত্ব নিয়ে। অন্য দলের নেতারাও মনে করেন, কংগ্রেসকে শক্তিশালী করতে না পারলে বিজেপিকে হটানো অসম্ভব। রাহুল গান্ধী সভাপতির দায়িত্ব না নেওয়ায় অনেকেই ক্ষুব্ধ।
বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের একটা বড় অংশ গান্ধী পরিবারের ওপর আস্থা রাখতে পারছেন না। তাঁদের মতে, দলে নতুন এবং গ্রহণযোগ্য মুখ জরুরি। বিরোধীরাও অনেকেই একমত।
ইতিমধ্যেই বিজেপি বিরোধিতায় ১৪টি দলকে সংঘবদ্ধ করতে সক্ষম হয়েছে কংগ্রেস। কিন্তু কপিল সিব্বাল মনে করেন, নিজেরা শক্তিশালী না হলে জোট দিয়ে কিছু হবে না। দলকে শক্তিশালী করতে সাংগঠনিক নির্বাচন জরুরি বলে মনে করেন তিনি।
এদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপত্র `জাগো বাংলায়' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই ২০২৪ সালে বিজেপি সরকারকে হটানোর লড়াইয়ের অন্যতম কারিগর বলে মন্তব্য করা হয়েছে। তবে বিজেপি বিরোধী দলগুলো দিল্লিতে মোদী সরকারকে হটাতে এক জোট হওয়ার প্রশ্নে এখনো আন্তরিক। যা সংসদের বাদল অধিবেশনেই তার আভাস পাওয়া গিয়েছে।
এ দিকে আগামী শুক্রবার ২০ আগস্ট কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধী বিরোধী দলের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। সেখানেই ঠিক হবে বিরোধীদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা। তবে বিরোধীদের এই জোট প্রক্রিয়াকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্রের মতে, বিরোধীদের এই নীতিহীন জোটকে ভারতের মানুষ ফের প্রত্যাখ্যান করবে। কংগ্রেসের কোনো জনভিত্তি নেই বলেও তিনি মনে করেন।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
২ ঘণ্টা আগে
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
৩ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
৪ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে