কলকাতা প্রতিনিধি

ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। ১৮২ সদস্যের বিধানসভার ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ। নির্বাচনের দিনও মোদির কথার বাণ থেকে রেহাই পায়নি ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।
গুজরাট বিধানসভা নির্বাচনে ৭৮৮ জন প্রার্থী থাকলেও মূল লড়াই বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বিজেপি টানা সপ্তমবারের মতো গুজরাটে সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী। টানা ২৭ বছর ধরে বিজেপি শাসিত গুজরাটের ঘরের ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এই রাজ্যের ভোট বিজেপির কাছে মর্যাদার লড়াই। গুজরাটে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর। পরে ৮ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল ও গুজরাটের নির্বাচনের ফল প্রকাশ করা হবে।
গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোটের প্রচার করতে গিয়ে আজ কংগ্রেসের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।’
সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গুজরাটে ভোট প্রচারে গিয়ে রামায়ণে বর্ণিত রাবণের দশ মাথার সঙ্গে মোদীর ১০০ মাথা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। তারই জবাবে আজ মোদি পাল্টা মন্তব্য করেন, ‘ভগবান রামের ভক্তদের রাজ্যে এসে মল্লিকার্জুন তাঁদের ভাবাবেগে আঘাত করেছেন।’ একই সঙ্গে কংগ্রেস নেতাদের ভাষার ব্যবহার নিয়েও কটাক্ষ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর দাবি, উন্নয়নের নিরিখেই ভোট দেবে গুজরাটের মানুষ।
তবে কংগ্রেসের অভিযোগ, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষ এবার সংঘবদ্ধ জবাব দেবে। আম আদমি পার্টির দাবি, গুজরাটে তারাই সরকার গড়বে। কংগ্রেস অবশ্য আম আদমি পার্টিকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করছে। তবে বিরোধী ভোট দুভাগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় আবারও সরকার গঠনে আত্মবিশ্বাসী বিজেপি।

ভারতের গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। ১৮২ সদস্যের বিধানসভার ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে আজ। নির্বাচনের দিনও মোদির কথার বাণ থেকে রেহাই পায়নি ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেস। তাঁর অভিযোগ, কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।
গুজরাট বিধানসভা নির্বাচনে ৭৮৮ জন প্রার্থী থাকলেও মূল লড়াই বিজেপি, কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে। লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বিজেপি টানা সপ্তমবারের মতো গুজরাটে সরকার গড়ার বিষয়ে আত্মবিশ্বাসী। টানা ২৭ বছর ধরে বিজেপি শাসিত গুজরাটের ঘরের ছেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই এই রাজ্যের ভোট বিজেপির কাছে মর্যাদার লড়াই। গুজরাটে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে আগামী ৫ ডিসেম্বর। পরে ৮ ডিসেম্বর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রাজ্য হিমাচল ও গুজরাটের নির্বাচনের ফল প্রকাশ করা হবে।
গুজরাট বিধানসভার দ্বিতীয় দফার ভোটের প্রচার করতে গিয়ে আজ কংগ্রেসের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর অভিযোগ, ‘কংগ্রেস নেতাদের মধ্যে দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করার প্রতিযোগিতা চলছে।’
সম্প্রতি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গুজরাটে ভোট প্রচারে গিয়ে রামায়ণে বর্ণিত রাবণের দশ মাথার সঙ্গে মোদীর ১০০ মাথা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। তারই জবাবে আজ মোদি পাল্টা মন্তব্য করেন, ‘ভগবান রামের ভক্তদের রাজ্যে এসে মল্লিকার্জুন তাঁদের ভাবাবেগে আঘাত করেছেন।’ একই সঙ্গে কংগ্রেস নেতাদের ভাষার ব্যবহার নিয়েও কটাক্ষ করেন তিনি। ভারতের প্রধানমন্ত্রীর দাবি, উন্নয়নের নিরিখেই ভোট দেবে গুজরাটের মানুষ।
তবে কংগ্রেসের অভিযোগ, বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মানুষ এবার সংঘবদ্ধ জবাব দেবে। আম আদমি পার্টির দাবি, গুজরাটে তারাই সরকার গড়বে। কংগ্রেস অবশ্য আম আদমি পার্টিকে বিজেপির বি-টিম বলে কটাক্ষ করছে। তবে বিরোধী ভোট দুভাগ হওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়ায় আবারও সরকার গঠনে আত্মবিশ্বাসী বিজেপি।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৯ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১০ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১০ ঘণ্টা আগে