
থিরুভানান্তপুরম: ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ, ১৫০ টন ক্ষমতার তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট, কোভিড টিকার জন্য ১ হাজার কোটি রুপি এবং নতুন কোনো কর আরোপ না করার ঘোষণা দিয়েছে ভারতের কেরালা রাজ্য। আজ শুক্রবার কেরালার অর্থমন্ত্রী কেএন বালাগোপালের সংশোধিত বাজেটে এসব ঘোষণা দেন।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ-এর ঐতিহাসিক বিজয়ের জন্য কেরালার জনগণকে অভিবাদন জানিয়ে মন্ত্রী বিধানসভায় তাঁর বক্তব্য শুরু করেন। গত নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চার দশক ধরে ক্ষমতায় পাকাপোক্তভাবে টিকে থাকার রেকর্ড গড়েছে কেরালার বামপন্থী দলটি।
বক্তব্যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে খোঁচা দিতেও ছাড়েননি অর্থমন্ত্রী। তবে ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ভিডি সাথিসন। কিন্তু বাজেট বক্তৃতায় রাজনৈতিক মন্তব্য জুড়ে দেওয়ায় এটি একটি রাজনৈতিক স্টান্টে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজেট তো আগামী বছরের জন্য একটি প্রাক্কলিত ব্যয়ের হিসাব। একটি বাজেট এরই মধ্যে রয়েছে এবং এটি একটি সংশোধিত বাজেট রয়েছে। এখানে অতিরিক্ত ব্যয়ের একটি কলাম আছে। সেখানে অতিরিক্ত ব্যয় উল্লেখ আছে মাত্র ১ হাজার ৭১৫ কোটি রুপি। তাহলে ২০ হাজার কোটি রুপি কোথায়?
কেরালার সংশোধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ কোভিড মহামারির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দ রাখা হয়েছে। কোভিড, ইবোলা জাতীয় বায়ুবাহিত রোগের চিকিৎসার জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি জেলায় একাধিক হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ স্থাপনের কথাও বলা হয়েছে। গুরুতর অসুস্থদের জন্য অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে ১৫০ টন তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও জরুরি পরিবহনের জন্য প্রাথমিকভাবে ২৫ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে।
বিনা মূল্যে টিকা ও অর্থনৈতিক প্রণোদনাতে আলাদা বরাদ্দ রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এ ছাড়া পর্যটনের জন্য ৫০ কোটি রুপির তহবিল বরাদ্দ করা হয়েছে।

থিরুভানান্তপুরম: ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ, ১৫০ টন ক্ষমতার তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট, কোভিড টিকার জন্য ১ হাজার কোটি রুপি এবং নতুন কোনো কর আরোপ না করার ঘোষণা দিয়েছে ভারতের কেরালা রাজ্য। আজ শুক্রবার কেরালার অর্থমন্ত্রী কেএন বালাগোপালের সংশোধিত বাজেটে এসব ঘোষণা দেন।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ-এর ঐতিহাসিক বিজয়ের জন্য কেরালার জনগণকে অভিবাদন জানিয়ে মন্ত্রী বিধানসভায় তাঁর বক্তব্য শুরু করেন। গত নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চার দশক ধরে ক্ষমতায় পাকাপোক্তভাবে টিকে থাকার রেকর্ড গড়েছে কেরালার বামপন্থী দলটি।
বক্তব্যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে খোঁচা দিতেও ছাড়েননি অর্থমন্ত্রী। তবে ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ভিডি সাথিসন। কিন্তু বাজেট বক্তৃতায় রাজনৈতিক মন্তব্য জুড়ে দেওয়ায় এটি একটি রাজনৈতিক স্টান্টে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাজেট তো আগামী বছরের জন্য একটি প্রাক্কলিত ব্যয়ের হিসাব। একটি বাজেট এরই মধ্যে রয়েছে এবং এটি একটি সংশোধিত বাজেট রয়েছে। এখানে অতিরিক্ত ব্যয়ের একটি কলাম আছে। সেখানে অতিরিক্ত ব্যয় উল্লেখ আছে মাত্র ১ হাজার ৭১৫ কোটি রুপি। তাহলে ২০ হাজার কোটি রুপি কোথায়?
কেরালার সংশোধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ কোভিড মহামারির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দ রাখা হয়েছে। কোভিড, ইবোলা জাতীয় বায়ুবাহিত রোগের চিকিৎসার জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি জেলায় একাধিক হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ স্থাপনের কথাও বলা হয়েছে। গুরুতর অসুস্থদের জন্য অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে ১৫০ টন তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও জরুরি পরিবহনের জন্য প্রাথমিকভাবে ২৫ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে।
বিনা মূল্যে টিকা ও অর্থনৈতিক প্রণোদনাতে আলাদা বরাদ্দ রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এ ছাড়া পর্যটনের জন্য ৫০ কোটি রুপির তহবিল বরাদ্দ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মোটেলে মাদক ও যৌনব্যবসার অভিযোগে এক ভারতীয় দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ফেডারেল ও স্থানীয় গোয়েন্দাদের যৌথ অভিযানে ওই অপরাধ চক্রের মূল আস্তানা হিসেবে পরিচিত মোটেলটিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
২ ঘণ্টা আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
২ ঘণ্টা আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৪ ঘণ্টা আগে