
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের নির্বাচনী বন্ডকে অবৈধ ঘোষণা করেছে। ঠিক এক দিন পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে যুক্ত চারটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১৫ কোটি রুপি জব্দ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ও যুব কংগ্রেস সংশ্লিষ্ট চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১১৫ কোটি রুপি জব্দ করেছিল ভারতের আয়কর বিভাগ। আপিল ট্রাইব্যুনালে আবেদন করার পর সাময়িকভাবে সেই অ্যাকাউন্টগুলো আবারও সচল করা হয়েছে। তবে এই অ্যাকাউন্টগুলোর বিষয়ে আগামী সপ্তাহে শুনানি অনুষ্ঠিত হবে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমন সময় ভারতের পার্লামেন্টে বিরোধী কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো যখন আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
আয়কর বিভাগ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পর কংগ্রেস এক বিবৃতিতে এই চার ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেছে। দলটি জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা প্রায় ১১৫ কোটি রুপি লেনদেন করেছে। তবে আয়কর বিভাগ জানিয়েছে, এই অর্থে আগামী কয়েক দিন হাত দিতে পারবে না কংগ্রেস। আয়কর বিভাগের অভিযোগ, কংগ্রেসের কাছে অন্তত ২১০ কোটি রুপি কর পাওনা আছে তাদের।
এক বিবৃতিতে কংগ্রেস বলেছে, ‘দলের ১১৫ কোটি রুপি তহবিল জব্দ করা হয়েছে। আমাদের অ্যাকাউন্টে সব মিলিয়ে ১১৫ কোটি টাকাই আছে, এর বেশি নেই।’ এ বিষয়ে দলের অর্থ সম্পাদক অজয় মাকেন বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর এটি আকটি আঘাত।
অজয় মাকেন বলেছেন, ‘দেশে এখন আর গণতন্ত্র নেই। যা চলছে, তা একদলীয় শাসনের মতোই এবং এখানে প্রধান বিরোধী দলকে দমনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিচার বিভাগ, গণমাধ্যম ও দেশের জনগণের কাছে এই অন্যায় আচরণের বিচারের দাবি রাখছি।’

ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি সরকারের নির্বাচনী বন্ডকে অবৈধ ঘোষণা করেছে। ঠিক এক দিন পর প্রধান বিরোধী দল কংগ্রেসের সঙ্গে যুক্ত চারটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১১৫ কোটি রুপি জব্দ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস ও যুব কংগ্রেস সংশ্লিষ্ট চারটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১১৫ কোটি রুপি জব্দ করেছিল ভারতের আয়কর বিভাগ। আপিল ট্রাইব্যুনালে আবেদন করার পর সাময়িকভাবে সেই অ্যাকাউন্টগুলো আবারও সচল করা হয়েছে। তবে এই অ্যাকাউন্টগুলোর বিষয়ে আগামী সপ্তাহে শুনানি অনুষ্ঠিত হবে। তার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এমন সময় ভারতের পার্লামেন্টে বিরোধী কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো যখন আগামী এপ্রিল ও মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
আয়কর বিভাগ ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার পর কংগ্রেস এক বিবৃতিতে এই চার ব্যাংক অ্যাকাউন্টের বিষয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেছে। দলটি জানিয়েছে, এই অ্যাকাউন্টগুলোর মাধ্যমে তারা প্রায় ১১৫ কোটি রুপি লেনদেন করেছে। তবে আয়কর বিভাগ জানিয়েছে, এই অর্থে আগামী কয়েক দিন হাত দিতে পারবে না কংগ্রেস। আয়কর বিভাগের অভিযোগ, কংগ্রেসের কাছে অন্তত ২১০ কোটি রুপি কর পাওনা আছে তাদের।
এক বিবৃতিতে কংগ্রেস বলেছে, ‘দলের ১১৫ কোটি রুপি তহবিল জব্দ করা হয়েছে। আমাদের অ্যাকাউন্টে সব মিলিয়ে ১১৫ কোটি টাকাই আছে, এর বেশি নেই।’ এ বিষয়ে দলের অর্থ সম্পাদক অজয় মাকেন বলেছেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর এটি আকটি আঘাত।
অজয় মাকেন বলেছেন, ‘দেশে এখন আর গণতন্ত্র নেই। যা চলছে, তা একদলীয় শাসনের মতোই এবং এখানে প্রধান বিরোধী দলকে দমনের চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিচার বিভাগ, গণমাধ্যম ও দেশের জনগণের কাছে এই অন্যায় আচরণের বিচারের দাবি রাখছি।’

ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে, তাহলে ‘অত্যন্ত কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকির পর মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলো থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে ইরান।
৫ ঘণ্টা আগে
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। আজ বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
৬ ঘণ্টা আগে
তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) এ বিষয়ে সতর্ক করেছে। ইতিমধ্যে সীমান্ত এলাকায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে ইরানি বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের খবরও পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে