কলকাতা প্রতিনিধি

ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। এরই মধ্যে গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী বলে দিয়েছেন তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হতে রাজি নন। তবে বারবার এই কথা বলার পরও রাহুল গান্ধীকেই পরবর্তী কংগ্রেস সভাপতি করতে চাপ বাড়াচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
রাহুল গান্ধীর বিরুদ্ধে ছেলেমানুষির অভিযোগ তুলে প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ দল ছাড়লেও এখনো দলটির শীর্ষ নেতারা তাঁকেই দলের শীর্ষে বসাতে সচেষ্ট। শনিবার প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘রাহুল গান্ধীর কোনো বিকল্প নেই। তাই তাঁকেই আবারও অনুরোধ করা হবে। চাপ দেওয়া হবে সভাপতির পদ গ্রহণের জন্য।’
রোববার কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারকেরা মিলে বসছেন দলটির ওয়ার্কিং কমিটির বৈঠক। দলের অস্থায়ী সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। সোনিয়া ভার্চুয়ালি বিদেশ থেকে সভাপতিত্ব করবেন এই বৈঠকে। এই বৈঠকেই পরবর্তী সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক হবে।
বৈঠকের আগের মাত্র এক দিন আগে রাহুলের হয়ে মুখ খুললেন খাড়গে। তাঁর দাবি, রাহুল ছাড়া সর্বভারতীয় স্তরে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার মতো আর কারও গ্রহণযোগ্যতা নেই। তিনি স্মরণ করিয়ে দেন, কংগ্রেস কর্মীদের অনুরোধেই সোনিয়া একদিন অনিচ্ছা সত্ত্বেও দলকে নেতৃত্ব দিতে রাজি হয়েছিলেন। রাহুলকেও একই রকমভাবে বাধ্য করা ছাড়া কংগ্রেসের সামনে বিকল্প কোনো পথ নেই বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, সাবেক কংগ্রেস নেতা এবং বর্তমানে আসামে বিজেপির নেতা ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের কাছে কংগ্রেসের বিষয়ে কটাক্ষ করে বলেছেন, ‘কংগ্রেসে গান্ধীরা ছাড়া আর কেউ থাকবে না। তাই কংগ্রেসকে নিয়ে ভাববারও প্রয়োজন নেই।’

ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। এরই মধ্যে গান্ধী পরিবারের সদস্য রাহুল গান্ধী বলে দিয়েছেন তিনি কংগ্রেসের প্রেসিডেন্ট হতে রাজি নন। তবে বারবার এই কথা বলার পরও রাহুল গান্ধীকেই পরবর্তী কংগ্রেস সভাপতি করতে চাপ বাড়াচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
রাহুল গান্ধীর বিরুদ্ধে ছেলেমানুষির অভিযোগ তুলে প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ দল ছাড়লেও এখনো দলটির শীর্ষ নেতারা তাঁকেই দলের শীর্ষে বসাতে সচেষ্ট। শনিবার প্রবীণ কংগ্রেস নেতা ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘রাহুল গান্ধীর কোনো বিকল্প নেই। তাই তাঁকেই আবারও অনুরোধ করা হবে। চাপ দেওয়া হবে সভাপতির পদ গ্রহণের জন্য।’
রোববার কংগ্রেসের সর্বোচ্চ নীতি নির্ধারকেরা মিলে বসছেন দলটির ওয়ার্কিং কমিটির বৈঠক। দলের অস্থায়ী সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ভার্চুয়ালি বৈঠকে যোগ দেবেন। সোনিয়া ভার্চুয়ালি বিদেশ থেকে সভাপতিত্ব করবেন এই বৈঠকে। এই বৈঠকেই পরবর্তী সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঠিক হবে।
বৈঠকের আগের মাত্র এক দিন আগে রাহুলের হয়ে মুখ খুললেন খাড়গে। তাঁর দাবি, রাহুল ছাড়া সর্বভারতীয় স্তরে কংগ্রেসকে নেতৃত্ব দেওয়ার মতো আর কারও গ্রহণযোগ্যতা নেই। তিনি স্মরণ করিয়ে দেন, কংগ্রেস কর্মীদের অনুরোধেই সোনিয়া একদিন অনিচ্ছা সত্ত্বেও দলকে নেতৃত্ব দিতে রাজি হয়েছিলেন। রাহুলকেও একই রকমভাবে বাধ্য করা ছাড়া কংগ্রেসের সামনে বিকল্প কোনো পথ নেই বলেও তিনি মন্তব্য করেন।
এদিকে, সাবেক কংগ্রেস নেতা এবং বর্তমানে আসামে বিজেপির নেতা ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা সাংবাদিকদের কাছে কংগ্রেসের বিষয়ে কটাক্ষ করে বলেছেন, ‘কংগ্রেসে গান্ধীরা ছাড়া আর কেউ থাকবে না। তাই কংগ্রেসকে নিয়ে ভাববারও প্রয়োজন নেই।’

ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে