
জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে পুঞ্চ জেলার ডেরা কি গালি এলাকা দিয়ে যাওয়ার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর দুটি গাড়িকে অ্যামবুশ করলে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী ডেরা কি গালি এলাকার আশপাশে বিশেষ অভিযান শুরু করে।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘নিরেট তথ্য-প্রমাণের ভিত্তিতে ডেরা কি গালি এলাকায় গত রাতে (বৃহস্পতিবার) যৌথ অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সামরিক বাহিনীর ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং অভিযান চলছে।
গত মাসে রাজৌরির কালাকোটে সেনাবাহিনীর বিশেষ ইউনিট সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর পর দুই ক্যাপ্টেনসহ পাঁচ সৈন্য নিহত হয়েছিল। বিগত কয়েক বছরে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আনাগোনা বেড়ে গেছে এবং এই অঞ্চল সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে এই অঞ্চলে সশস্ত্র কার্যক্রম খুব একটা ছিল না। কিন্তু বিগত কয়েক বছরে এলাকাটিতে সশস্ত্র কার্যক্রম ব্যাপক বেড়ে গেছে। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন।

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলিতে পাঁচ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এই সংঘর্ষ শুরু হয়। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে পুঞ্চ জেলার ডেরা কি গালি এলাকা দিয়ে যাওয়ার সময় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ভারতীয় সেনাবাহিনীর দুটি গাড়িকে অ্যামবুশ করলে এই সংঘর্ষ শুরু হয়। ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী ডেরা কি গালি এলাকার আশপাশে বিশেষ অভিযান শুরু করে।
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র বলেছেন, ‘নিরেট তথ্য-প্রমাণের ভিত্তিতে ডেরা কি গালি এলাকায় গত রাতে (বৃহস্পতিবার) যৌথ অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলের আশপাশে থাকা সামরিক বাহিনীর ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং অভিযান চলছে।
গত মাসে রাজৌরির কালাকোটে সেনাবাহিনীর বিশেষ ইউনিট সন্ত্রাসবিরোধী অভিযান শুরুর পর দুই ক্যাপ্টেনসহ পাঁচ সৈন্য নিহত হয়েছিল। বিগত কয়েক বছরে এই অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের আনাগোনা বেড়ে গেছে এবং এই অঞ্চল সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ১০ সেনাসদস্য নিহত হয়েছিলেন। ২০০৩ থেকে ২০২১ সাল পর্যন্ত সময়ে এই অঞ্চলে সশস্ত্র কার্যক্রম খুব একটা ছিল না। কিন্তু বিগত কয়েক বছরে এলাকাটিতে সশস্ত্র কার্যক্রম ব্যাপক বেড়ে গেছে। গত দুই বছরে ওই এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৫ ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছেন।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৮ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৯ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
১০ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
১০ ঘণ্টা আগে