অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত তাঁর দেশের ওপর শুল্ক না বসাতে রাজি হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় এক ব্যবসায়ী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারতই এ বিষয়ে চুক্তি প্রস্তাব করেছে। তবে ভারত সরকার দ্রুতই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘তারা (ভারত) আমাদের একটি চুক্তি প্রস্তাব করেছে। যেখানে তারা কার্যত আমাদের ওপর কোনো শুল্ক না বসাতে রাজি হয়েছে।’ তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত তাঁর দেশ থেকে আমদানি করা পণ্যের উপর সমস্ত শুল্ক প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু দ্রুত এই দাবিকে নাকচ করে দিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্থানীয় সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন, শুল্ক নিয়ে আলোচনা এখনও চলছে। তাঁর কথায়, ‘সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই নির্ধারিত নয়।’
ভারতের এই বিবৃতি ট্রাম্পের আগের মন্তব্যের সম্পূর্ণ বিপরীত। বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। জয়শঙ্কর বলেছেন, ‘যেকোনো বাণিজ্য চুক্তি অবশ্যই পারস্পরিকভাবে উপকারী হতে হবে এবং উভয় দেশের জন্য লাভজনক হওয়া উচিত।’ তিনি বলেন, ‘বাণিজ্য চুক্তি থেকে এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যতক্ষণ না তা হচ্ছে, এ নিয়ে কোনো মন্তব্য করা সময়োচিত হবে না।’
প্রতিবেদনে বলা হয়েছে, দোহার ওই ব্যবসায়িক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের সিইও টিম কুককে বলেছেন, তিনি চান না কুক ‘ভারতে কারখানা স্থাপন করেন।’ ট্রাম্পের মতে, ‘ভারত নিজেদের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, টিম কুকের সঙ্গে তাঁর ‘একটু সমস্যা’ হয়েছে। তিনি কুককে বলেছেন, ‘বন্ধু, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার (বিনিয়োগ) নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি, তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।’
ট্রাম্প আরও বলেন, ‘তুমি ভারতে কারখানা গড়তে পারো, যদি তুমি ভারতের দেখভাল করতে চাও। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন।’ মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দিল্লি ওয়াশিংটন ডিসিকে একটি প্রস্তাব দিয়েছে। সেই অনুসারে, মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক বসানো হবে না। ভারত অবশ্য এখনো এমন কোনো ঘোষণা দেয়নি।
তিনি বলেন, ‘আমি টিমকে বললাম, আমরা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ, তা আমরা সহ্য করেছি। কিন্তু আমরা চাই না, তুমি ভারতে কারখানা গড়ো। ভারত নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াতে চলেছে। অ্যাপলের আইফোন ও ম্যাকবুক বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। ভারতে উৎপাদন বাড়ানোর ও ট্রাম্প প্রশাসনের শুল্ক মোকাবিলায় চীন থেকে তাদের উৎপাদন সরিয়ে নেওয়ার পরিকল্পনার গুরুত্বপূর্ণ সময়ে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এল।
এর আগে এ মাসের শুরুতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, টিম কুক বলেছেন, তিনি আশা করেন যে ‘যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশির ভাগ আইফোনের উৎস দেশ হবে ভারত।’ বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা রয়েছে। এর মধ্যে দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। একটি কারখানা ফক্সকন পরিচালনা করে। বাকি দুটি টাটা গ্রুপ পরিচালনা করছে। অ্যাপলের আরও দুটি কারখানা পাইপলাইনে আছে বলে জানা গেছে।
গত অর্থবছরে (মার্চ পর্যন্ত), অ্যাপল ভারত থেকে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারের আইফোন সংযোজন করেছে। সেই হিসেবে আগের অর্থবছরের তুলনায় উৎপাদন ৬০ শতাংশ বেড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত তাঁর দেশের ওপর শুল্ক না বসাতে রাজি হয়েছে। আজ বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় এক ব্যবসায়ী সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, ভারতই এ বিষয়ে চুক্তি প্রস্তাব করেছে। তবে ভারত সরকার দ্রুতই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘তারা (ভারত) আমাদের একটি চুক্তি প্রস্তাব করেছে। যেখানে তারা কার্যত আমাদের ওপর কোনো শুল্ক না বসাতে রাজি হয়েছে।’ তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত তাঁর দেশ থেকে আমদানি করা পণ্যের উপর সমস্ত শুল্ক প্রত্যাহার করে নেওয়ার প্রস্তাব দিয়েছে। কিন্তু দ্রুত এই দাবিকে নাকচ করে দিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্থানীয় সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন, শুল্ক নিয়ে আলোচনা এখনও চলছে। তাঁর কথায়, ‘সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই নির্ধারিত নয়।’
ভারতের এই বিবৃতি ট্রাম্পের আগের মন্তব্যের সম্পূর্ণ বিপরীত। বর্তমানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। জয়শঙ্কর বলেছেন, ‘যেকোনো বাণিজ্য চুক্তি অবশ্যই পারস্পরিকভাবে উপকারী হতে হবে এবং উভয় দেশের জন্য লাভজনক হওয়া উচিত।’ তিনি বলেন, ‘বাণিজ্য চুক্তি থেকে এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যতক্ষণ না তা হচ্ছে, এ নিয়ে কোনো মন্তব্য করা সময়োচিত হবে না।’
প্রতিবেদনে বলা হয়েছে, দোহার ওই ব্যবসায়িক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাপলের সিইও টিম কুককে বলেছেন, তিনি চান না কুক ‘ভারতে কারখানা স্থাপন করেন।’ ট্রাম্পের মতে, ‘ভারত নিজেদের স্বার্থ নিজেরাই দেখে নিতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, টিম কুকের সঙ্গে তাঁর ‘একটু সমস্যা’ হয়েছে। তিনি কুককে বলেছেন, ‘বন্ধু, আমি তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি ৫০০ বিলিয়ন ডলার (বিনিয়োগ) নিয়ে আসছ, কিন্তু এখন শুনছি, তুমি সারা ভারতে কারখানা গড়ছ। আমি চাই না, তুমি ভারতে কারখানা গড়ো।’
ট্রাম্প আরও বলেন, ‘তুমি ভারতে কারখানা গড়তে পারো, যদি তুমি ভারতের দেখভাল করতে চাও। কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্ক ধার্যকারী দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন।’ মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, দিল্লি ওয়াশিংটন ডিসিকে একটি প্রস্তাব দিয়েছে। সেই অনুসারে, মার্কিন পণ্যের ওপর কোনো শুল্ক বসানো হবে না। ভারত অবশ্য এখনো এমন কোনো ঘোষণা দেয়নি।
তিনি বলেন, ‘আমি টিমকে বললাম, আমরা তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি। তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ, তা আমরা সহ্য করেছি। কিন্তু আমরা চাই না, তুমি ভারতে কারখানা গড়ো। ভারত নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট জানান, অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াতে চলেছে। অ্যাপলের আইফোন ও ম্যাকবুক বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয়। ভারতে উৎপাদন বাড়ানোর ও ট্রাম্প প্রশাসনের শুল্ক মোকাবিলায় চীন থেকে তাদের উৎপাদন সরিয়ে নেওয়ার পরিকল্পনার গুরুত্বপূর্ণ সময়ে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এল।
এর আগে এ মাসের শুরুতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিল, টিম কুক বলেছেন, তিনি আশা করেন যে ‘যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া বেশির ভাগ আইফোনের উৎস দেশ হবে ভারত।’ বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা রয়েছে। এর মধ্যে দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে। একটি কারখানা ফক্সকন পরিচালনা করে। বাকি দুটি টাটা গ্রুপ পরিচালনা করছে। অ্যাপলের আরও দুটি কারখানা পাইপলাইনে আছে বলে জানা গেছে।
গত অর্থবছরে (মার্চ পর্যন্ত), অ্যাপল ভারত থেকে প্রায় ২ হাজার ২০০ কোটি ডলারের আইফোন সংযোজন করেছে। সেই হিসেবে আগের অর্থবছরের তুলনায় উৎপাদন ৬০ শতাংশ বেড়েছে।
ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরানি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে শক্ত ও
৩৬ মিনিট আগেতেহরানের পশ্চিমাঞ্চলের মার্জদারান পাড়ায় বসবাসকারী ৬২ বছর বয়সী রোয়া শুক্রবার ভোররাতে বিস্ফোরণের শব্দে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বলেন, ‘এটা ছিল ভয়াবহ। মনে হচ্ছিল, হৃৎপিণ্ডটা যেন বুকে লাফাচ্ছে।’
২ ঘণ্টা আগেপারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা এবং তেহরানে সিনিয়র সামরিক নেতাদের হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। তারা বলেছে, প্রতিক্রিয়া হবে তীব্র এবং এই গল্পের শেষ অধ্যায় লিখবে ইরান।
৩ ঘণ্টা আগেভারতের আহমেদাবাদে গতকাল বৃহস্পতিবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের যে হোস্টেলের ওপর বিমানটি আছড়ে পড়েছিল, সেই হোস্টেলের ছাদে পড়ে ছিল গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ডকারী এই যন্ত্র।
৪ ঘণ্টা আগে