
উচ্চ বেতনে চাকরির আশ্বাসে সম্প্রতি রাশিয়া গিয়েছিলেন ভারতের হায়দরাবাদের ৩০ বছর বয়সী যুবক মোহম্মদ আফসান। আজ বুধবার তাঁর মৃত্যুর খবর দিয়েছে, রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস। তবে ঠিক কীভাবে আফসানের মৃত্যু ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আফসানের পরিবারের সদস্যরা তাঁকে রাশিয়া থেকে ফিরিয়ে আনার জন্য এআইএমআইএম প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির কাছে সহায়তা চেয়েছিল। পরে এআইএমআইএম-এর পক্ষ থেকে মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে, কর্মকর্তারা আফসানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মস্কোর ভারতীয় দূতাবাস বুধবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে একটি বিবৃতি পোস্ট করেছে। এতে লেখা হয়েছে, ‘আমরা ভারতীয় নাগরিক শ্রী মোহম্মদ আফসানের মর্মান্তিক মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। আমরা তাঁর পরিবার এবং রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। মিশন তার মরদেহ ভারতে পাঠানোর চেষ্টা করবে।’
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, আরও কয়েকজনের সঙ্গে উচ্চ বেতনে কাজের আশ্বাসে রাশিয়ায় গিয়েছিলেন আফসান। পরে দালালেরা তাঁকে প্রতারিত করে ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ ক্ষেত্রে যেতে বাধ্য করে। নিহত আফসান স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
কয়েক সপ্তাহ আগেই একইভাবে প্রতারিত হয়ে ভারতের রাজস্থানের ২৩ বছর বয়সী এক যুবক মারা গেছেন বলে জানা গেছে। হামিল মাঙ্গুকিয়া নামে ওই যুবক একটি অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে রাশিয়ায় চাকরির জন্য আবেদন করেছিলেন। পরে তাঁকে চেন্নাই থেকে মস্কো পাঠানো হয় এবং রুশ সেনাবাহিনীর সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ২১ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন সীমান্তের দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের বিমান হামলায় মারা যান মাঙ্গুকিয়া।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ায় ঘুরতে গিয়ে দালালের ইন্ধনে বেলারুশের সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের পাঞ্জাবের সাত যুবক। পরে তাঁদেরকে রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চলতি সপ্তাহেই একটি ভিডিও বার্তায় ওই যুবকেরা জানিয়েছেন, রুশ কর্তৃপক্ষ তাঁদের ১০ বছর কারাদণ্ডের ভয় দেখিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করেছে।

উচ্চ বেতনে চাকরির আশ্বাসে সম্প্রতি রাশিয়া গিয়েছিলেন ভারতের হায়দরাবাদের ৩০ বছর বয়সী যুবক মোহম্মদ আফসান। আজ বুধবার তাঁর মৃত্যুর খবর দিয়েছে, রাশিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস। তবে ঠিক কীভাবে আফসানের মৃত্যু ঘটেছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
এ বিষয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আফসানের পরিবারের সদস্যরা তাঁকে রাশিয়া থেকে ফিরিয়ে আনার জন্য এআইএমআইএম প্রধান এবং হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির কাছে সহায়তা চেয়েছিল। পরে এআইএমআইএম-এর পক্ষ থেকে মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে, কর্মকর্তারা আফসানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মস্কোর ভারতীয় দূতাবাস বুধবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাক্সে একটি বিবৃতি পোস্ট করেছে। এতে লেখা হয়েছে, ‘আমরা ভারতীয় নাগরিক শ্রী মোহম্মদ আফসানের মর্মান্তিক মৃত্যুর বিষয়ে জানতে পেরেছি। আমরা তাঁর পরিবার এবং রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। মিশন তার মরদেহ ভারতে পাঠানোর চেষ্টা করবে।’
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, আরও কয়েকজনের সঙ্গে উচ্চ বেতনে কাজের আশ্বাসে রাশিয়ায় গিয়েছিলেন আফসান। পরে দালালেরা তাঁকে প্রতারিত করে ইউক্রেনের বিরুদ্ধে রুশ বাহিনীর হয়ে যুদ্ধ ক্ষেত্রে যেতে বাধ্য করে। নিহত আফসান স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
কয়েক সপ্তাহ আগেই একইভাবে প্রতারিত হয়ে ভারতের রাজস্থানের ২৩ বছর বয়সী এক যুবক মারা গেছেন বলে জানা গেছে। হামিল মাঙ্গুকিয়া নামে ওই যুবক একটি অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে রাশিয়ায় চাকরির জন্য আবেদন করেছিলেন। পরে তাঁকে চেন্নাই থেকে মস্কো পাঠানো হয় এবং রুশ সেনাবাহিনীর সহযোগী হিসেবে নিয়োগ দেওয়া হয়। গত ২১ ফেব্রুয়ারি রাশিয়া-ইউক্রেন সীমান্তের দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনের বিমান হামলায় মারা যান মাঙ্গুকিয়া।
উল্লেখ্য, সম্প্রতি রাশিয়ায় ঘুরতে গিয়ে দালালের ইন্ধনে বেলারুশের সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের পাঞ্জাবের সাত যুবক। পরে তাঁদেরকে রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। চলতি সপ্তাহেই একটি ভিডিও বার্তায় ওই যুবকেরা জানিয়েছেন, রুশ কর্তৃপক্ষ তাঁদের ১০ বছর কারাদণ্ডের ভয় দেখিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যেতে বাধ্য করেছে।

ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
৩৬ মিনিট আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
১ ঘণ্টা আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে