কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিম শরণার্থীদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে ভারতের গুজরাট রাজ্যে। সেখানকার আনন্দ ও মেহসানা জেলায় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে।
তবে ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-২০১৯ দিয়ে নয় তাদের নাগরিকত্ব দেওয়া হবে ১৯৫৫ সালের নাগরিক আইন দিয়ে। কারণ সিএএ আইন পাশ হলেও এখনো সাংবিধানিক আইন মেনে বিধি তৈরি হয়নি। সুপ্রিম কোর্টে আইনটির বৈধতা নিয়ে মামলাও বিবেচনাধীন রয়েছে। তাই পুরোনো আইন দিয়েই গুজরাট রাজ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দিতে চাইছে বিজেপি সরকার।
সামনেই গুজরাটের বিধানসভা নির্বাচন। তার আগে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করায় শুরু হয়েছে কড়া সমালোচনা। এরই মধ্যে মরবিতে ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্যুতে বিজেপি সরকার অনেকটাই বেকায়দায় রয়েছে বলে অনেকেই মনে করেন। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনাস্থল থেকেই সেখানে প্রচার শুরু করে দিয়েছেন। কারণ গুজরাট তাঁদের নিজেদের রাজ্য।
এই অবস্থায় গুজরাটে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় বিজেপির কড়া সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, ‘গুজরাটে হারবে বলেই এখন নাগরিকত্ব দিতে চাইছে।’ তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের মতে, ‘গুজরাটেও বিজেপি ভয় পাচ্ছে।’
উল্লেখ্য, ২০১৯ সালে তড়িঘড়ি বিজেপি সরকার সিএএ আইন পাশ করায়। কিন্তু এর বিরোধিতা করে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ। তাই আইন পাশ করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন নিয়েও সিএএ কার্যকর করেনি বিজেপি। অমিত শাহের যুক্তি, করোনার জন্যই সময় নিচ্ছে সরকার। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও সিএএ এখনো বাস্তব রূপ নেই। এই অবস্থায় গুজরাটে পুরোনো আইনের বলেই নাগরিকত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত তাই নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।
এদিকে, সিএএ আইনের বিরোধিতা করে একাধিক মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। আইনটির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে ৬ ডিসেম্বর।

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিম শরণার্থীদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে ভারতের গুজরাট রাজ্যে। সেখানকার আনন্দ ও মেহসানা জেলায় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ জারি করা হয়েছে।
তবে ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-২০১৯ দিয়ে নয় তাদের নাগরিকত্ব দেওয়া হবে ১৯৫৫ সালের নাগরিক আইন দিয়ে। কারণ সিএএ আইন পাশ হলেও এখনো সাংবিধানিক আইন মেনে বিধি তৈরি হয়নি। সুপ্রিম কোর্টে আইনটির বৈধতা নিয়ে মামলাও বিবেচনাধীন রয়েছে। তাই পুরোনো আইন দিয়েই গুজরাট রাজ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন, শিখ ও পার্সিদের শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দিতে চাইছে বিজেপি সরকার।
সামনেই গুজরাটের বিধানসভা নির্বাচন। তার আগে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু করায় শুরু হয়েছে কড়া সমালোচনা। এরই মধ্যে মরবিতে ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষের মৃত্যুতে বিজেপি সরকার অনেকটাই বেকায়দায় রয়েছে বলে অনেকেই মনে করেন। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনাস্থল থেকেই সেখানে প্রচার শুরু করে দিয়েছেন। কারণ গুজরাট তাঁদের নিজেদের রাজ্য।
এই অবস্থায় গুজরাটে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় বিজেপির কড়া সমালোচনা শুরু হয়েছে। কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর মতে, ‘গুজরাটে হারবে বলেই এখন নাগরিকত্ব দিতে চাইছে।’ তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষের মতে, ‘গুজরাটেও বিজেপি ভয় পাচ্ছে।’
উল্লেখ্য, ২০১৯ সালে তড়িঘড়ি বিজেপি সরকার সিএএ আইন পাশ করায়। কিন্তু এর বিরোধিতা করে দেশজুড়ে শুরু হয় তীব্র প্রতিবাদ। তাই আইন পাশ করিয়ে রাষ্ট্রপতির অনুমোদন নিয়েও সিএএ কার্যকর করেনি বিজেপি। অমিত শাহের যুক্তি, করোনার জন্যই সময় নিচ্ছে সরকার। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও সিএএ এখনো বাস্তব রূপ নেই। এই অবস্থায় গুজরাটে পুরোনো আইনের বলেই নাগরিকত্ব দেওয়ার সরকারি সিদ্ধান্ত তাই নতুন করে বিতর্কের জন্ম দিচ্ছে।
এদিকে, সিএএ আইনের বিরোধিতা করে একাধিক মামলা ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। আইনটির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে ৬ ডিসেম্বর।

ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৩ মিনিট আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৩২ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
৩ ঘণ্টা আগে