Ajker Patrika

‘ফ্যাসিবাদ’ বিরোধীদের এক জোট হওয়ার আহ্বান রাহুলের

কলকাতা প্রতিনিধি
‘ফ্যাসিবাদ’ বিরোধীদের এক জোট হওয়ার আহ্বান রাহুলের

ফ্যাসিবাদের বিপক্ষে কিছু বিরোধীরা যদি এক জোট হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গদিচ্যুত করা সম্ভব বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। ইতালির এক সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমে আজ বুধবার এ খবর প্রকাশিত হয়েছে। ইতালির গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বিরোধীদের গণতন্ত্র পুনরুদ্ধারে এক জোট হওয়ার বার্তা দেন রাহুল।

ফ্যাসিজম নিয়ে রাহুল গান্ধী বলেন, ‘ফ্যাসিজম ইতিমধ্যেই এখানে রয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ছে। সংসদও কাজ করছে না। আমি দু’বছর ধরে কথা বলতে পারি না। আমি কথা বলা শুরু করলেই ওরা মাইক অফ করে দেন। বিচারব্যবস্থাও আর স্বাধীন নেই।’

তিনি বলেন, ‘অন্য়ান্য দল যদি এক ছাতার তলায় আসে তবে নিশ্চিতভাবে হারবেন মোদি।’ তবে সাক্ষাৎকারে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে তিনি চান শান্তিপূর্ণ সমাধান।

এদিকে আগামী শুক্রবার ছত্তিশগড়ের রায়পুরে শুরু হচ্ছে কংগ্রেসের পূর্ণাঙ্গ অধিবেশন। সেই অধিবেশনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারকেরা নির্বাচিত হবেন। রাহুল গান্ধী বা তাঁর মা সোনিয়া গান্ধীকে ভোটে জেতার প্রয়োজন না থাকলেও প্রিয়াঙ্কা গান্ধী ভদরাকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে। 

কংগ্রেসের অধিবেশন শুরুর আগেই দলের চাঁদা বৃদ্ধি হচ্ছে। রাজ্য নেতাদের সদস্য চাঁদা বার্ষিক ১০০ রুপি থেকে বাড়িয়ে ১ হাজার রুপি করা হচ্ছে। নিখিল ভারত কংগ্রেস কমিটির সদস্যদের জন্য এই চাঁদা বছরে ৩ হাজার রুপি করা হচ্ছে। সেই সঙ্গে উন্নয়ন তহবিলেও বছরে হাজার টাকা করে দিতে হবে সদস্যদের। 

জানা গেছে, রাহুল গান্ধীর ইচ্ছাতেই দলের সভাপতি পদের মতোই অন্যান্য পদাধিকারীদের নির্বাচিত হতে হবে। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাবেক সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী, লোকসভা, রাজ্যসভা ও সংসদীয় দলের চেয়ারম্যানেরা পদাধিকার বলেই ২৩ সদস্যের এই দলের সর্বোচ্চ কমিটির সদস্য। তাই রাহুল, সোনিয়া বা ড: মনমোহন সিং, মল্লিকার্জুন খাড়্গেকে সাংগঠনিক নির্বাচনে লড়তে হবে না। প্রিয়াঙ্কাকে রেকর্ড ভোটে জেতানোর প্রস্তুতি শুরু হয়েছে। দলের অধিবেশনের আগেই রাহুলের সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ্যে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ