
রাজস্থান (ভারত): ভারতে করোনা আক্রান্ত এক ব্যক্তির সৎকার অনুষ্ঠানে অংশ নেওয়া ১৫০ জনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে ২১ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান রাজ্যের সিকার জেলায় খেরেভা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওই সৎকার অনুষ্ঠানে কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সরকারি কর্মকর্তাদের মতে, ২১ এপ্রিল খেরেভা গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নেওয়া হয়। শেষকৃত্যের এই অনুষ্ঠানে প্রায় ১৫০ ব্যক্তি অংশ নেন। এতে কোভিডে মৃতদের সৎকারের জন্য অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করা হয়নি।
কর্মকর্তারা জানান, প্লাস্টিকের ব্যাগে করে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। কিন্তু দাহ করার আগে অনেকে মৃতদেহটি স্পর্শ করেন।
তবে আজ শনিবার লক্ষ্মণগড় উপ-বিভাগীয় কর্মকর্তা কুলরাজ নিনা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ওই সৎকারে অংশ নেওয়াদের মধ্যে যে ২১ ব্যক্তি মারা গেছেন তাদের মধ্যে ১৫ এপ্রিল থেকে ৫ মে–এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। অধিকাংশ মৃত্যু বয়সজনিত কারণে। বাকিরাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা যাচাই করতে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসন গ্রামে স্যানিটেশন অভিযান পরিচালনা করছে। গ্রামের মানুষকে এর ভয়াবহতা সম্পর্কে বোঝানো সম্ভব হয়েছে। তারা যথাসম্ভব প্রশাসনকে সহযোগিতা করছেন।
সিকার জেলার স্বাস্থ্য কর্মকর্তা অজয় চৌধুরী বলেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে এ বিষয়ে মন্তব্য করা যাবে।

রাজস্থান (ভারত): ভারতে করোনা আক্রান্ত এক ব্যক্তির সৎকার অনুষ্ঠানে অংশ নেওয়া ১৫০ জনের মধ্যে অল্প সময়ের ব্যবধানে ২১ জনের মৃত্যু হয়েছে। রাজস্থান রাজ্যের সিকার জেলায় খেরেভা গ্রামে এই ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, ওই সৎকার অনুষ্ঠানে কোনো স্বাস্থ্যবিধি মানা হয়নি।
সরকারি কর্মকর্তাদের মতে, ২১ এপ্রিল খেরেভা গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির মৃতদেহ দাহ করার জন্য শ্মশানে নেওয়া হয়। শেষকৃত্যের এই অনুষ্ঠানে প্রায় ১৫০ ব্যক্তি অংশ নেন। এতে কোভিডে মৃতদের সৎকারের জন্য অবশ্যপালনীয় স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা করা হয়নি।
কর্মকর্তারা জানান, প্লাস্টিকের ব্যাগে করে মৃতদেহটি নিয়ে যাওয়া হয়। কিন্তু দাহ করার আগে অনেকে মৃতদেহটি স্পর্শ করেন।
তবে আজ শনিবার লক্ষ্মণগড় উপ-বিভাগীয় কর্মকর্তা কুলরাজ নিনা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ওই সৎকারে অংশ নেওয়াদের মধ্যে যে ২১ ব্যক্তি মারা গেছেন তাদের মধ্যে ১৫ এপ্রিল থেকে ৫ মে–এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। অধিকাংশ মৃত্যু বয়সজনিত কারণে। বাকিরাও করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা যাচাই করতে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, প্রশাসন গ্রামে স্যানিটেশন অভিযান পরিচালনা করছে। গ্রামের মানুষকে এর ভয়াবহতা সম্পর্কে বোঝানো সম্ভব হয়েছে। তারা যথাসম্ভব প্রশাসনকে সহযোগিতা করছেন।
সিকার জেলার স্বাস্থ্য কর্মকর্তা অজয় চৌধুরী বলেন, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরে এ বিষয়ে মন্তব্য করা যাবে।

সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি অভিযোগ করেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে। এই কথিত পরিকল্পনাকে তিনি আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।
২ মিনিট আগে
চার বছর ধরে চলা যুদ্ধ ইউক্রেনীয়দের জীবনের প্রায় সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছে। সম্পর্ক, বিয়ে কিংবা সন্তান নেওয়ার মতো ব্যক্তিগত সিদ্ধান্তও এখন যুদ্ধের বাস্তবতায় আটকে যাচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের ভবিষ্যতের ওপর—ইউক্রেনে কমছে বিয়ে ও জন্মহার।
৫ মিনিট আগে
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আজ রোববার জানিয়েছে, শুধু ইসফাহান প্রদেশেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, ল এনফোর্সমেন্ট কমান্ড স্পেশাল ইউনিটের কমান্ডার জানান, ৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন শহরে দাঙ্গা দমনের অভিযানে আটজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
১৯ মিনিট আগে
ইরানজুড়ে চলা বিক্ষোভ আজ রোববার তৃতীয় সপ্তাহে পা রেখেছে। রাজধানী তেহরান এবং দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদসহ বিভিন্ন প্রান্তের রাজপথ এখন বিক্ষোভকারীদের দখলে। মানবাধিকার কর্মীদের দাবি, এই দুই সপ্তাহের সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১১৬ জন প্রাণ হারিয়েছেন।
৩ ঘণ্টা আগে