কলকাতা প্রতিনিধি

শুধু দলীয় কর্মীদের জন্যই নয়, ভারতের সাধারণ জনগণের জন্যও কংগ্রেসের পুনরুজ্জীবন জরুরি। পাঁচ রাজ্যে ভোটে হারার পর কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে এমন মন্তব্য করেছেন দলের অস্থায়ী সভাপতি সোনিয়া গান্ধী।
তবে কাজটা যে বেশ কঠিন, সেটাও তিনি দলের জাতীয় সংসদের সদস্যদের মনে করিয়ে দেন। একই সঙ্গে সোনিয়া কংগ্রেস কর্মীদের ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘বিজেপির বিভেদের রাজনীতির বিপরীতে কংগ্রেসকেই শক্তিশালী হতে হবে। নইলে দেশের সংহতি ও সম্প্রীতি নষ্ট হবে। কিছুতেই সেটা বরদাশত করা যায় না।’
দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বিভিন্ন বিষয়ে তিনি মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের কড়া সমালোচনা করেন।
পাঁচ রাজ্যের ভোটের পর দলকে শক্তিশালী করতে সামনে থেকেই নেতৃত্ব দিতে শুরু করেছেন সোনিয়া গান্ধী। এদিন সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস কর্মীদের একতার বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দেন, গোষ্ঠী কোন্দল বরদাশত করা হবে না। সোনিয়া ছাড়াও বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, লোকসভায় দলনেতা অধীররঞ্জন চৌধুরী, রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সোনিয়া জানান, সাংগঠনিক নির্বাচনের পাশাপাশি শিগগিরই ‘চিন্তন শিবির’ আয়োজন করা হবে। সেখানে দলের নীতি ও আদর্শ তুলে ধরে কর্মীদের আরও বেশি করে অসাম্প্রদায়িক চেতনায় দীক্ষিত করে তোলা হবে। বৈঠকের পর জাতীয় সংসদের জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। দফায় দফায় মুলতবি হয় অধিবেশন।
সামনেই গুজরাট ও কর্ণাটক রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। এদিন গুজরাটের যুবনেতা তথা সোনিয়ার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফৈজল প্যাটেল কংগ্রেস ছাড়ার ইঙ্গিত দেন। ফলে ঘুরে দাঁড়ানো আরও কঠিন হচ্ছে কংগ্রেসের জন্য।

শুধু দলীয় কর্মীদের জন্যই নয়, ভারতের সাধারণ জনগণের জন্যও কংগ্রেসের পুনরুজ্জীবন জরুরি। পাঁচ রাজ্যে ভোটে হারার পর কংগ্রেস সংসদীয় দলের বৈঠকে এমন মন্তব্য করেছেন দলের অস্থায়ী সভাপতি সোনিয়া গান্ধী।
তবে কাজটা যে বেশ কঠিন, সেটাও তিনি দলের জাতীয় সংসদের সদস্যদের মনে করিয়ে দেন। একই সঙ্গে সোনিয়া কংগ্রেস কর্মীদের ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, ‘বিজেপির বিভেদের রাজনীতির বিপরীতে কংগ্রেসকেই শক্তিশালী হতে হবে। নইলে দেশের সংহতি ও সম্প্রীতি নষ্ট হবে। কিছুতেই সেটা বরদাশত করা যায় না।’
দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে বিভিন্ন বিষয়ে তিনি মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের কড়া সমালোচনা করেন।
পাঁচ রাজ্যের ভোটের পর দলকে শক্তিশালী করতে সামনে থেকেই নেতৃত্ব দিতে শুরু করেছেন সোনিয়া গান্ধী। এদিন সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস কর্মীদের একতার বার্তা দিয়ে তিনি বুঝিয়ে দেন, গোষ্ঠী কোন্দল বরদাশত করা হবে না। সোনিয়া ছাড়াও বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী, লোকসভায় দলনেতা অধীররঞ্জন চৌধুরী, রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সোনিয়া জানান, সাংগঠনিক নির্বাচনের পাশাপাশি শিগগিরই ‘চিন্তন শিবির’ আয়োজন করা হবে। সেখানে দলের নীতি ও আদর্শ তুলে ধরে কর্মীদের আরও বেশি করে অসাম্প্রদায়িক চেতনায় দীক্ষিত করে তোলা হবে। বৈঠকের পর জাতীয় সংসদের জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। দফায় দফায় মুলতবি হয় অধিবেশন।
সামনেই গুজরাট ও কর্ণাটক রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বড় ধাক্কা খেল কংগ্রেস। এদিন গুজরাটের যুবনেতা তথা সোনিয়ার ঘনিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেলের ছেলে ফৈজল প্যাটেল কংগ্রেস ছাড়ার ইঙ্গিত দেন। ফলে ঘুরে দাঁড়ানো আরও কঠিন হচ্ছে কংগ্রেসের জন্য।

সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
২৯ মিনিট আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে