
পাকিস্তানের মাটিতে দেশটির দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ করেছিল ইসলামাবাদ। এ দুটি হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে দাবি করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত বিষয়টিকে ‘ভারতবিরোধী প্রোপাগান্ডা’ বলে অভিযোগ নাকচ করে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রসচিব মুহাম্মদ সাইরাস কাজী সাংবাদিকদের কাছে তাঁর দেশের দুই নাগরিককে হত্যার জন্য ভারতকে দায়ী করেন। তিনি কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজ নামে নিহত দুই পাকিস্তানির কথা উল্লেখ করেন, যারা গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাইরাস জানান, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানশাসিত কাশ্মীরের রাওয়ালাকোটের একটি মসজিদে ফজরের নামাজের সময় রিয়াজকে হত্যা করা হয়েছিল। এর এক মাস পরে গত অক্টোবরে পাঞ্জাবের শিয়ালকোটের একটি মসজিদের বাইরে খুন হন লতিফ। পররাষ্ট্রসচিব বলেন, ‘হত্যাকাণ্ডের পদ্ধতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।’
গত বছর কানাডায় হরদীপ সিং নিজ্জার নামে এক শিখ নেতার হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগের মতোই পাকিস্তানের অভিযোগও নাকচ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিষয়টিকে ভারতবিরোধী প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সিং জাইসওয়াল বলেছেন, ‘আমরা পাকিস্তানের পররাষ্ট্রসচিবের কিছু মন্তব্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। এটি মিথ্যা ও ভারতের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচার চালানোর পাকিস্তানের সর্বশেষ প্রচেষ্টা।’
রণধীর সিং বলেন, ‘বিশ্ব জানে, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাস, সংগঠিত অপরাধ ও অবৈধ আন্তর্জাতিক কার্যকলাপের কেন্দ্রস্থল। ভারত ও অন্যান্য অনেক দেশ প্রকাশ্যে পাকিস্তানকে সতর্ক করেছে যে, দেশটি সন্ত্রাস ও সহিংসতার নিজস্ব সংস্কৃতি দ্বারা একদিন আচ্ছন্ন হয়ে পড়বে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘নিজের অপকর্মের জন্য অন্যকে দোষারোপ করা কোনো যুক্তি বা সমাধান হতে পারে না।’ এ সময় তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান তার কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করবে।

পাকিস্তানের মাটিতে দেশটির দুই নাগরিককে হত্যার সঙ্গে ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ করেছিল ইসলামাবাদ। এ দুটি হত্যাকাণ্ডের ‘বিশ্বাসযোগ্য প্রমাণ’ রয়েছে বলে দাবি করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত বিষয়টিকে ‘ভারতবিরোধী প্রোপাগান্ডা’ বলে অভিযোগ নাকচ করে দিয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রসচিব মুহাম্মদ সাইরাস কাজী সাংবাদিকদের কাছে তাঁর দেশের দুই নাগরিককে হত্যার জন্য ভারতকে দায়ী করেন। তিনি কাজী শহিদ লতিফ ও মুহাম্মদ রিয়াজ নামে নিহত দুই পাকিস্তানির কথা উল্লেখ করেন, যারা গত বছর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
সাইরাস জানান, গত বছরের সেপ্টেম্বরে পাকিস্তানশাসিত কাশ্মীরের রাওয়ালাকোটের একটি মসজিদে ফজরের নামাজের সময় রিয়াজকে হত্যা করা হয়েছিল। এর এক মাস পরে গত অক্টোবরে পাঞ্জাবের শিয়ালকোটের একটি মসজিদের বাইরে খুন হন লতিফ। পররাষ্ট্রসচিব বলেন, ‘হত্যাকাণ্ডের পদ্ধতি কানাডা ও যুক্তরাষ্ট্রের ঘটনার মতোই।’
গত বছর কানাডায় হরদীপ সিং নিজ্জার নামে এক শিখ নেতার হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনের হত্যাচেষ্টার সঙ্গে ভারতীয় এজেন্টরা জড়িত ছিল বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
কানাডা ও যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগের মতোই পাকিস্তানের অভিযোগও নাকচ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বিষয়টিকে ভারতবিরোধী প্রোপাগান্ডা বলে উল্লেখ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সিং জাইসওয়াল বলেছেন, ‘আমরা পাকিস্তানের পররাষ্ট্রসচিবের কিছু মন্তব্যের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। এটি মিথ্যা ও ভারতের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ প্রচার চালানোর পাকিস্তানের সর্বশেষ প্রচেষ্টা।’
রণধীর সিং বলেন, ‘বিশ্ব জানে, পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাস, সংগঠিত অপরাধ ও অবৈধ আন্তর্জাতিক কার্যকলাপের কেন্দ্রস্থল। ভারত ও অন্যান্য অনেক দেশ প্রকাশ্যে পাকিস্তানকে সতর্ক করেছে যে, দেশটি সন্ত্রাস ও সহিংসতার নিজস্ব সংস্কৃতি দ্বারা একদিন আচ্ছন্ন হয়ে পড়বে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, ‘নিজের অপকর্মের জন্য অন্যকে দোষারোপ করা কোনো যুক্তি বা সমাধান হতে পারে না।’ এ সময় তিনি সতর্ক করে বলেন, পাকিস্তান তার কৃতকর্মের ফল অবশ্যই ভোগ করবে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২৫ মিনিট আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে