
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। সর্বশেষ একটি সেবাসদনে হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসকের সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ রোববার সচিবালয় নবান্নে জরুরি বৈঠক শেষে আরও বেশ কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে, তবে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী নেওয়া হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত বিধিনিষেধের মধ্যে রয়েছে:
সন্ধ্যা ৭টার পর বন্ধ লোকাল ট্রেন। লোকাল ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী তবে স্বাভাবিক নিয়মেই চলবে দূরপাল্লার ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ থাকবে। কারফিউয়ের সময় শুধু জরুরি পরিষেবা চলবে। যে কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না। সব সরকারি, বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ হাজিরা। ধারণক্ষমতার ৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ করা যাবে। সুইমিং পুল, সেলুন, বিউটি পারলার, জিম বন্ধ থাকবে। সব পার্ক, চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কলকাতায় ব্রিটেন থেকে কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারবে না। বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে। বিধিনিষেধ আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত চার দিনে চার গুণ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। সর্বশেষ একটি সেবাসদনে হাসপাতালের স্বাস্থ্যকর্মী, সহকারী সুপার এবং চিকিৎসক মিলিয়ে মোট ৩৬ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েক জন চিকিৎসকের সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।
এই পরিস্থিতিতে বেশ কয়েকটি সরকারি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আজ রোববার সচিবালয় নবান্নে জরুরি বৈঠক শেষে আরও বেশ কঠোর বিধিনিষেধের ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
বৈঠক শেষে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সাংবাদিকদের জানান, আগামীকাল সোমবার থেকে রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সন্ধে ৭টা পর্যন্ত লোকাল ট্রেন চলবে, তবে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী নেওয়া হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত বিধিনিষেধের মধ্যে রয়েছে:
সন্ধ্যা ৭টার পর বন্ধ লোকাল ট্রেন। লোকাল ট্রেনে মোট আসনের ৫০ শতাংশ যাত্রী তবে স্বাভাবিক নিয়মেই চলবে দূরপাল্লার ট্রেন। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে বাজার, সিনেমা হল, শপিং মল। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত নৈশ কারফিউ থাকবে। কারফিউয়ের সময় শুধু জরুরি পরিষেবা চলবে। যে কোনো সামাজিক অনুষ্ঠানে ৫০ জনের বেশি উপস্থিত থাকা যাবে না। সব সরকারি, বেসরকারি অফিসে সর্বোচ্চ ৫০ শতাংশ হাজিরা। ধারণক্ষমতার ৫০ শতাংশ লোক নিয়ে সভা-বৈঠক-সমাবেশ করা যাবে। সুইমিং পুল, সেলুন, বিউটি পারলার, জিম বন্ধ থাকবে। সব পার্ক, চিড়িয়াখানা ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। কলকাতায় ব্রিটেন থেকে কোনো উড়োজাহাজ অবতরণ করতে পারবে না। বিদেশ থেকে আসা যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পরিমাণ বাড়ানো হবে। বিধিনিষেধ আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
১ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
২ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৫ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৫ ঘণ্টা আগে