Ajker Patrika

আজ মোদির জন্মদিন, ২ কোটি টিকা দেবে ভারত

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৫৩
আজ মোদির জন্মদিন, ২ কোটি টিকা দেবে ভারত

আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২তম জন্মদিন। ১৯৫০ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। সরকারি দল বিজেপি আজ থেকে ২১ দিন পালন করবে 'সেবা ও সমর্পণ' অভিযান। কংগ্রেস পালন করছে 'জাতীয় বেকারত্ব দিবস'। নরেন্দ্র মোদি নিজে এদিন ভাষণ দেন সাংহাই সহযোগিতা সংস্থার ভার্চুয়াল সম্মেলনে।    

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের পাশাপাশি ৭ অক্টোবর প্রশাসক হিসাবে তাঁর ২০ বছর পূর্ণ হবে। মোদির মাহাত্ম প্রচারে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এদিনই করোনার ২ কোটি টিকা দেওয়া হবে। এর আগে ভারতে ২৭ আগস্ট এক দিনে সর্বোচ্চ ১ কোটি ৩ লাখ টিকা দেওয়া হয়েছে। 

 
দেশজুড়ে মোদির জন্মদিন পালন চলছে। বিজেপি সূত্রের খবর, জন্মদিন উপলক্ষে প্রাপ্ত সমস্ত উপহার নিলামে বিক্রি করে সেই অর্থ মানুষের কল্যাণে খরচ করা হবে। মোদিকে 'বিকাশ পুরুষ' হিসেবে তুলে ধরেছে বিজেপি।  

মোদীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু থেকে শুরু করে বিশিষ্টজনেরা। সবাই তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন। 

মোদির জন্মদিন উপলক্ষে রাজনৈতিক বিভেদ ভুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে বহু বিরোধী দলের নেতাও তাঁকে শুভেচ্ছা জানান। টুইটারে তিনি লেখেন, 'হ্যাপি বার্থ ডে, মোদিজি।' 

তবে যুব কংগ্রেসের তরফে মোদির জন্মদিনে জাতীয় 'বেকারত্ব দিবস' পালন করা হচ্ছে। যুব কংগ্রেসের অভিযোগ, মোদির সাত বছরে দেশে বেকারত্ব ২.৪ শতাংশ থেকে বেড়ে ১০.৩ শতাংশ হয়েছে।  
 
দেশবাসীর শুভেচ্ছায় আপ্লুত প্রধানমন্ত্রী। নিজের জন্মদিনে মোদি বলেছেন, কঠোর পরিশ্রম কখনো ক্লান্তি নিয়ে আসে না। কঠোর পরিশ্রম বরং শান্তি নিয়ে আসে। সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসতে বলেন তিনি।

বিজেপি দেশজুড়ে আজ থেকে শুরু করেছে সেবা ও সমর্পণ অভিযান। সেবার অঙ্গ হিসেবেই করোনা টিকাকরণে বিশেষ ভূমিকা নিতে দেখা যায় বিজেপি নেতাদের। সেই সঙ্গে জনসংযোগ পায় বাড়তি গুরুত্ব।

মোদি এদিন সাংহাই সহযোগিতা সংস্থার ভার্চুয়াল অধিবেশনে যোগ দিয়েছিলেন। সেখানে তিনি মন্তব্য করেন, 'সন্ত্রাসবাদই গোটা দুনিয়ার কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ।'

বিজেপি সভাপতি জেপি নাড্ডার নির্দেশে গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও পালিত হচ্ছে মোদির জন্মদিন। এমনিতে আজ বিশ্বকর্মা পুজো। পুজোর দিনেও মোদির জন্মদিন পালনে উৎসাহে ভাটা নেই বিজেপির।

স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি পালন করেন রাজ্য বিজেপির নেতারা। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানান, ৭ অক্টোবর পর্যন্ত তাঁরা পালন করবেন মোদি-উৎসব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন

ঋণখেলাপিতে আটকে যেতে পারেন কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

বিএনপি নেতা আলমগীরকে গুলি করে হত্যায় অস্ত্রটি তাঁর জামাতাই দিয়েছিলেন, ত্রিদিবের জবানবন্দি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত