Ajker Patrika

ভারতে রাতে জরুরি অবতরণ করল ব্রিটেনের এফ-৩৫ যুদ্ধবিমান

আজকের পত্রিকা ডেস্ক­
প্রিন্স অব ওয়েলস রণতরী থেকে ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমানের উড্ডয়ন। ছবি: সংগৃহীত
প্রিন্স অব ওয়েলস রণতরী থেকে ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমানের উড্ডয়ন। ছবি: সংগৃহীত

ভারতের কেরালার থিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটেনের একটি এফ-৩৫ যুদ্ধবিমান জরুরি অবতরণ করেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

পিটিআইয়ের তথ্যমতে, রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে যুদ্ধবিমানটি থিরুবনন্তপুরম বিমানবন্দরে অবতরণ করে। একটি বিমানবাহী রণতরী থেকে সেটি উড্ডয়ন করেছিল। মূলত জ্বালানি স্বল্পতার কারণে উড়োজাহাজটি জরুরি অবতরণ করে বলে জানা গেছে। একটি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, জ্বালানি স্বল্পতার কথা জানিয়ে জরুরি অবতরণের অনুমতি চান উড়োজাহাজটির পাইলট।

যুদ্ধবিমানটি নিরাপদ ও সুষ্ঠু অবতরণ নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বিমানটি থিরুবনন্তপুরম বিমানবন্দরে পার্ক করে রাখা হয়েছে। কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন মিললেই জ্বালানি সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে সূত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

‘আমি ওর সঙ্গে এক মিনিট কথা বলতে চাই, শুধু এক মিনিট’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ