
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ধনী দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার দিক থেকে প্রথম স্থানে চলে এসেছে ভারত। এর সঙ্গে তাল মিলিয়ে একের পর এক ধনী দেশের নাগরিকত্ব নেওয়ায় এগিয়ে আছেন কানাডার নাগরিকেরাও।
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্যারিস ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক: ২০২৩-এ প্রকাশিত ওইসিডির এক প্রতিবেদন অনুসারে, ধনী দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয়রা। এ ছাড়া ২০২১ ও ২০২২ সালে ধনী দেশের নাগরিকত্ব নেওয়া ১৭৪ শতাংশ বৃদ্ধির রেকর্ড করেছে কানাডা।
গত বছরেও সদস্যবহির্ভূত দেশের নাগরিকদের ওইসিডি দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার সংখ্যা সর্বোচ্চ ছিল। এ সময় ২০২১ সালের তুলনায় ২৫ শতাংশ বেড়ে প্রায় ২৮ লাখ বিদেশি নাগরিক ওইসিডি দেশের নাগরিকত্ব নেন।
প্রতিবেদনটিতে ২০২২ সালের ডেটার উৎস দেশ সম্পর্কে কোনো তথ্য দেওয়া না থাকলেও, ২০১৯ সাল থেকে ওইসিডিভুক্ত দেশের নাগরিকত্ব নেওয়া বিদেশিদের মধ্যে ভারতীয়রা সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে প্রায় ১ দশমিক ৩ লাখ ভারতীয় ওইসিডিভুক্ত দেশের নাগরিকত্ব নেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ১ দশমিক ৫ লাখ। ২০২১ সালে এ প্রতিযোগিতায় চীন পঞ্চম স্থান দখল করে। ওই বছর ৫৭ হাজার চীনা ওইসিডি দেশের নাগরিকত্ব নেন।
৩৮ সদস্যবিশিষ্ট ওইসিডি দেশের মধ্যে যে তিনটি দেশ ভারতীয় অভিবাসীদের সর্বাধিক নাগরিকত্ব দিয়েছে, সেগুলো হলো যুক্তরাষ্ট্র (৫৬ হাজার), অস্ট্রেলিয়া (২৪ হাজার) ও কানাডা (২১ হাজার)।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার (ওইসিডি) ধনী দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার দিক থেকে প্রথম স্থানে চলে এসেছে ভারত। এর সঙ্গে তাল মিলিয়ে একের পর এক ধনী দেশের নাগরিকত্ব নেওয়ায় এগিয়ে আছেন কানাডার নাগরিকেরাও।
আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্যারিস ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আউটলুক: ২০২৩-এ প্রকাশিত ওইসিডির এক প্রতিবেদন অনুসারে, ধনী দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার দিক থেকে তালিকার শীর্ষে রয়েছেন ভারতীয়রা। এ ছাড়া ২০২১ ও ২০২২ সালে ধনী দেশের নাগরিকত্ব নেওয়া ১৭৪ শতাংশ বৃদ্ধির রেকর্ড করেছে কানাডা।
গত বছরেও সদস্যবহির্ভূত দেশের নাগরিকদের ওইসিডি দেশগুলোর নাগরিকত্ব নেওয়ার সংখ্যা সর্বোচ্চ ছিল। এ সময় ২০২১ সালের তুলনায় ২৫ শতাংশ বেড়ে প্রায় ২৮ লাখ বিদেশি নাগরিক ওইসিডি দেশের নাগরিকত্ব নেন।
প্রতিবেদনটিতে ২০২২ সালের ডেটার উৎস দেশ সম্পর্কে কোনো তথ্য দেওয়া না থাকলেও, ২০১৯ সাল থেকে ওইসিডিভুক্ত দেশের নাগরিকত্ব নেওয়া বিদেশিদের মধ্যে ভারতীয়রা সর্বোচ্চ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে প্রায় ১ দশমিক ৩ লাখ ভারতীয় ওইসিডিভুক্ত দেশের নাগরিকত্ব নেন। ২০১৯ সালে এ সংখ্যা ছিল ১ দশমিক ৫ লাখ। ২০২১ সালে এ প্রতিযোগিতায় চীন পঞ্চম স্থান দখল করে। ওই বছর ৫৭ হাজার চীনা ওইসিডি দেশের নাগরিকত্ব নেন।
৩৮ সদস্যবিশিষ্ট ওইসিডি দেশের মধ্যে যে তিনটি দেশ ভারতীয় অভিবাসীদের সর্বাধিক নাগরিকত্ব দিয়েছে, সেগুলো হলো যুক্তরাষ্ট্র (৫৬ হাজার), অস্ট্রেলিয়া (২৪ হাজার) ও কানাডা (২১ হাজার)।

মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
রয়টার্স নয়াদিল্লির একটি জ্যেষ্ঠ সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, ভারতকে এই বৈশ্বিক শান্তি উদ্যোগের অংশ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ভারত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে কি না, তা নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগে
গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
৭ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৯ ঘণ্টা আগে