Ajker Patrika

ভারতে দৈনিক সংক্রমণে ফের বিশ্বরেকর্ড, শনাক্ত ৩ লাখ ১৪ হাজার

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৫: ৪৬
ভারতে দৈনিক সংক্রমণে ফের বিশ্বরেকর্ড, শনাক্ত ৩ লাখ ১৪ হাজার

ঢাকা: ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু। দৈনিক করোনা রোগী শনাক্তের দিক দিয়ে আজ বৃহস্পতিবার নতুন রের্কড গড়েছে ভারত। গত একদিনে দেশটিতে রেকর্ড ৩ লাখ ১৪ হাজার জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ১০৪ জন। আজ বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

এর আগে গতকাল বুধবার ভারতে একদিনে ২ লাখ ৯৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। কোনও একটি দেশে একদিনে রোগী শনাক্তের হিসাবে এই সংখ্যাই সর্বোচ্চ ছিল।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৭২ জন।

ভারতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। দেশটির পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত