
‘দুই সন্তান নীতি’ বাস্তবায়ন করতে এবার নতুন আইন করতে যাচ্ছে ভারতের বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ। নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের খসড়ায় বলা হয়েছে, যারা ‘দুই সন্তান নীতি’ মানবেন না তাঁরা সরকারি চাকরি পাবেন না। সরকারি চাকরিতে বর্তমানে যারা আছেন তাঁরা এই নীতি মেনে না চললে পদোন্নতি আটকে যাবে। এমনকি সরকারি কোনো সুযোগ-সুবিধাও তাঁরা ভোগ করতে পারবেন না। স্থানীয় কোনো নির্বাচনেও তাঁরা অংশ নিতে পারবেন না।
আজ শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
উত্তর প্রদেশ রাজ্য আইন কমিশনের (ইউপিএসএলসি) ওয়েবসাইটে বলা হয়েছে, রাজ্যের আইন কমিশন জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা এবং কল্যাণে কাজ করছে। রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে।
আগামী ১০ দিন এই আইন সম্পর্কে জনমত নেওয়া হবে। এরপর আগামী ১৯ জুলাই রাজ্য সরকারের হাতে আইনের খসড়া তুলে দেওয়া হবে। সংবাদ সংস্থা ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
খসড়া আইনে বলা হয়েছে, সরকারি চাকরিতে যারা আছেন তাঁরা যদি ‘দুই সন্তান নীতি’ মেনে চলেন তাহলে চাকরি জীবনে অতিরিক্ত দুটি ইনক্রিমেন্ট পাবেন। এ ছাড়া মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন পূর্ণ ১২ মাসের ছুটি পাওয়া যাবে। ছুটিকালীন তাঁরা পূর্ণ বেতন এবং ভাতা পাবেন। জাতীয় পেনশন প্রকল্পের আওতায় সেই চাকরিজীবীর পেনশন তিন শতাংশ বৃদ্ধি পাবে।
আইনটি বাস্তবায়নের লক্ষ্যে একটি রাজ্য জনসংখ্যা তহবিল গঠন করা হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি কেন্দ্র স্থাপন করা হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে। খসড়া আইনে আরও বলা হয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রণে মাধ্যমিক বিদ্যালয়ে এ সংক্রান্ত পাঠ্য বাধ্যতামূলক করা হবে।
রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলকরণের লক্ষ্য অর্জনের জন্য গুণগতমানের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রজনন স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ীকরণের মাধ্যমে লক্ষ্য অর্জন করা যাবে বলে বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

‘দুই সন্তান নীতি’ বাস্তবায়ন করতে এবার নতুন আইন করতে যাচ্ছে ভারতের বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ। নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনের খসড়ায় বলা হয়েছে, যারা ‘দুই সন্তান নীতি’ মানবেন না তাঁরা সরকারি চাকরি পাবেন না। সরকারি চাকরিতে বর্তমানে যারা আছেন তাঁরা এই নীতি মেনে না চললে পদোন্নতি আটকে যাবে। এমনকি সরকারি কোনো সুযোগ-সুবিধাও তাঁরা ভোগ করতে পারবেন না। স্থানীয় কোনো নির্বাচনেও তাঁরা অংশ নিতে পারবেন না।
আজ শনিবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
উত্তর প্রদেশ রাজ্য আইন কমিশনের (ইউপিএসএলসি) ওয়েবসাইটে বলা হয়েছে, রাজ্যের আইন কমিশন জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা এবং কল্যাণে কাজ করছে। রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে নতুন আইনের খসড়া তৈরি করা হয়েছে।
আগামী ১০ দিন এই আইন সম্পর্কে জনমত নেওয়া হবে। এরপর আগামী ১৯ জুলাই রাজ্য সরকারের হাতে আইনের খসড়া তুলে দেওয়া হবে। সংবাদ সংস্থা ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
খসড়া আইনে বলা হয়েছে, সরকারি চাকরিতে যারা আছেন তাঁরা যদি ‘দুই সন্তান নীতি’ মেনে চলেন তাহলে চাকরি জীবনে অতিরিক্ত দুটি ইনক্রিমেন্ট পাবেন। এ ছাড়া মাতৃত্বকালীন এবং পিতৃত্বকালীন পূর্ণ ১২ মাসের ছুটি পাওয়া যাবে। ছুটিকালীন তাঁরা পূর্ণ বেতন এবং ভাতা পাবেন। জাতীয় পেনশন প্রকল্পের আওতায় সেই চাকরিজীবীর পেনশন তিন শতাংশ বৃদ্ধি পাবে।
আইনটি বাস্তবায়নের লক্ষ্যে একটি রাজ্য জনসংখ্যা তহবিল গঠন করা হবে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি কেন্দ্র স্থাপন করা হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে। খসড়া আইনে আরও বলা হয়েছে, জনসংখ্যা নিয়ন্ত্রণে মাধ্যমিক বিদ্যালয়ে এ সংক্রান্ত পাঠ্য বাধ্যতামূলক করা হবে।
রাজ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলকরণের লক্ষ্য অর্জনের জন্য গুণগতমানের প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। প্রজনন স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ীকরণের মাধ্যমে লক্ষ্য অর্জন করা যাবে বলে বলে খসড়া আইনে উল্লেখ করা হয়েছে।

গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
২ ঘণ্টা আগে
মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১১ ঘণ্টা আগে