মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মোদির একটি পডকাস্ট শেয়ার করেছিলেন। মূলত এরপরই নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট খোলেন নরেন্দ্র মোদি। আজ সোমবার অ্যাকাউন্ট খুলেই দুটি ট্রুথ শেয়ার করেন তিনি। যার মধ্যে একটি তাঁর বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তোলা ছবি এবং অন্যটি তাঁর ৩ ঘণ্টার পডকাস্টের লিংক।
এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের পোস্টকে ‘ট্রুথ’ বলা হয়। প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রথম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং এর ক্যাপশনে লিখেছেন, ‘ট্রুথ সোশ্যালে যোগ দিয়ে আমি আনন্দিত! আমি এখানকার উদ্যমী মানুষদের সঙ্গে মিথস্ক্রিয়া ও ভবিষ্যতে অর্থপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি।’
দ্বিতীয় ট্রুথে তিনি বিখ্যাত পডকাস্টার ও কম্পিউটারবিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তাঁর সাম্প্রতিক ৩ ঘণ্টার পডকাস্টের একটি লিংক শেয়ার করেন। এই পডকাস্টে বৈশ্বিক রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন বৈশ্বিক বিষয়সহ অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে।
তাঁর ভিডিও শেয়ার করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘ধন্যবাদ, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। এই ভিডিওতে আমি আমার জীবনযাত্রা, ভারতের সভ্যতা ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, বৈশ্বিক সমস্যা এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।’
লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি ও ট্রাম্প উভয়ে নিজ নিজ দেশকে প্রাধান্য দেন। এটি তাঁদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, জো বাইডেনের সময় ট্রাম্প ক্ষমতায় না থাকলেও তাঁদের মধ্যে অটুট বন্ধুত্ব ছিল।
মোদি আরও বলেন, ‘ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে হিউস্টনের অনুষ্ঠানে আমাকে সময় দিয়েছিলেন। ওই সময় আমি তাঁর সাহস ও আমার প্রতি তাঁর আস্থা দেখে মুগ্ধ হয়েছি।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে অ্যাকাউন্ট খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট থেকে মোদির একটি পডকাস্ট শেয়ার করেছিলেন। মূলত এরপরই নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট খোলেন নরেন্দ্র মোদি। আজ সোমবার অ্যাকাউন্ট খুলেই দুটি ট্রুথ শেয়ার করেন তিনি। যার মধ্যে একটি তাঁর বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তোলা ছবি এবং অন্যটি তাঁর ৩ ঘণ্টার পডকাস্টের লিংক।
এই প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের পোস্টকে ‘ট্রুথ’ বলা হয়। প্রধানমন্ত্রী মোদি তাঁর প্রথম ট্রুথে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে একটি ছবি শেয়ার করেন এবং এর ক্যাপশনে লিখেছেন, ‘ট্রুথ সোশ্যালে যোগ দিয়ে আমি আনন্দিত! আমি এখানকার উদ্যমী মানুষদের সঙ্গে মিথস্ক্রিয়া ও ভবিষ্যতে অর্থপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি।’
দ্বিতীয় ট্রুথে তিনি বিখ্যাত পডকাস্টার ও কম্পিউটারবিজ্ঞানী লেক্স ফ্রিডম্যানের সঙ্গে তাঁর সাম্প্রতিক ৩ ঘণ্টার পডকাস্টের একটি লিংক শেয়ার করেন। এই পডকাস্টে বৈশ্বিক রাজনৈতিক নেতৃত্ব, বিভিন্ন বৈশ্বিক বিষয়সহ অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে।
তাঁর ভিডিও শেয়ার করার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদি লেখেন, ‘ধন্যবাদ, আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্প। এই ভিডিওতে আমি আমার জীবনযাত্রা, ভারতের সভ্যতা ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, বৈশ্বিক সমস্যা এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি।’
লেক্স ফ্রিডম্যানের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি ও ট্রাম্প উভয়ে নিজ নিজ দেশকে প্রাধান্য দেন। এটি তাঁদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, জো বাইডেনের সময় ট্রাম্প ক্ষমতায় না থাকলেও তাঁদের মধ্যে অটুট বন্ধুত্ব ছিল।
মোদি আরও বলেন, ‘ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে নিরাপত্তা প্রোটোকল উপেক্ষা করে হিউস্টনের অনুষ্ঠানে আমাকে সময় দিয়েছিলেন। ওই সময় আমি তাঁর সাহস ও আমার প্রতি তাঁর আস্থা দেখে মুগ্ধ হয়েছি।’
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৯ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৭ ঘণ্টা আগে