কলকাতা প্রতিনিধি

২০২১ সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাব কমতে শুরু করে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়সহ তৃণমূল ত্যাগকারী অনেক নেতাই তৃণমূলেই ফিরে আসেন। ভারতীয় পার্লামেন্টের একাধিক সদস্য, দলীয় একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় শক্তি আবারও বাড়তে শুরু দলটির।
এই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। তবে, সম্প্রতি হায়দরাবাদে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর আবারও পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিতে চাইছে বিজেপি। আর এ লক্ষ্যে, বিজেপি মাঠে নামাতে চাইছে জনপ্রিয় চলচ্চিত্র তারকা মিঠুন চক্রবর্তীকে। সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপিকে শক্তিশালী করার কথা ঘোষণা করেন। তারপরই সোমবার পশ্চিমবঙ্গে আসেন হিন্দি সিনেমার জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী।
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে স্বীকার করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তবে শাসক দল তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে গুরুত্ব দিতেই নারাজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা প্রচারে নেমেও ২০২১ সালে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জয়ী হতে পারেনি। বরং নির্বাচনের পর দলের শক্তি অনেকটাই কমেছে। বিজেপির জনপ্রতিনিধিদের মধ্যে রীতিমতো তৃণমূল যোগ দেওয়ার হিড়িক লেগে যায়। কর্মীরাও তাই অনেক বেশি হতাশ হয়ে পড়েন।
২০১৯ সালের জাতীয় সংসদের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের মধ্যে বিজেপি ১৮ টিতে জয়লাভ করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার সেই আসনও তাদের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। তাই এখন থেকেই দলকে শক্তিশালী করতে চাইছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব।
মিঠুন জানিয়েছেন, দিল্লির নেতাদের নির্দেশে মানুষের উন্নতির জন্য তিনি কাজ করবেন পশ্চিমবঙ্গে। তবে প্রদেশ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই। বিজেপি নিজেই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে।

২০২১ সালে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জয়ী হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাব কমতে শুরু করে। বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়সহ তৃণমূল ত্যাগকারী অনেক নেতাই তৃণমূলেই ফিরে আসেন। ভারতীয় পার্লামেন্টের একাধিক সদস্য, দলীয় একাধিক বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় শক্তি আবারও বাড়তে শুরু দলটির।
এই অবস্থায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। তবে, সম্প্রতি হায়দরাবাদে দলের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর আবারও পশ্চিমবঙ্গে মাথাচাড়া দিতে চাইছে বিজেপি। আর এ লক্ষ্যে, বিজেপি মাঠে নামাতে চাইছে জনপ্রিয় চলচ্চিত্র তারকা মিঠুন চক্রবর্তীকে। সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতাকে চ্যালেঞ্জ জানানোর পাশাপাশি পশ্চিমবঙ্গে বিজেপিকে শক্তিশালী করার কথা ঘোষণা করেন। তারপরই সোমবার পশ্চিমবঙ্গে আসেন হিন্দি সিনেমার জনপ্রিয় বাঙালি অভিনেতা মিঠুন চক্রবর্তী।
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে বলে স্বীকার করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তবে শাসক দল তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে গুরুত্ব দিতেই নারাজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির প্রথম সারির নেতারা প্রচারে নেমেও ২০২১ সালে বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জয়ী হতে পারেনি। বরং নির্বাচনের পর দলের শক্তি অনেকটাই কমেছে। বিজেপির জনপ্রতিনিধিদের মধ্যে রীতিমতো তৃণমূল যোগ দেওয়ার হিড়িক লেগে যায়। কর্মীরাও তাই অনেক বেশি হতাশ হয়ে পড়েন।
২০১৯ সালের জাতীয় সংসদের নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের মধ্যে বিজেপি ১৮ টিতে জয়লাভ করলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এবার সেই আসনও তাদের পক্ষে ধরে রাখা সম্ভব নয়। তাই এখন থেকেই দলকে শক্তিশালী করতে চাইছেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব।
মিঠুন জানিয়েছেন, দিল্লির নেতাদের নির্দেশে মানুষের উন্নতির জন্য তিনি কাজ করবেন পশ্চিমবঙ্গে। তবে প্রদেশ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার দাবি করেছেন, পশ্চিমবঙ্গের মাটিতে সাম্প্রদায়িক শক্তির কোনো স্থান নেই। বিজেপি নিজেই পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
২ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৪ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে