
ভারতের ওডিশা রাজ্যের বয়োজ্যেষ্ঠ নেতা ধর্মেন্দ্র প্রধান এবং জুয়াল ওরামকে কেন্দ্রীয় সরকারে স্থান দিয়েছে বিজেপি। এ অবস্থায় রাজ্যটির তুলনামূলক কম আলোচিত এবং চারবারের বিধায়ক ও উপজাতীয় নেতা মোহন চরণ মাঝিকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছে দলটি। মোহন মাঝিকে মুখ্যমন্ত্রী করার পাশাপাশি ওডিশার উপমুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে কেভি সিং দেও এবং প্রবতী পারিদাকে।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারই ওডিশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহন মাঝি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ধারণা করা হচ্ছে, রাজ্যটির ভুবনেশ্বরে একটি রোড শোতেও অংশ নেবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
৫২ বছর বয়সী মোহন মাঝি ওডিশার কেওনঝার বিধানসভা থেকে ৪ বার বিধায়ক হয়েছেন। স্থানীয় একটি সূত্রমতে—রাজনৈতিক অভিজ্ঞতা, জনসেবা এবং সাংগঠনিক দক্ষতা রাজ্যের শীর্ষ পদের দৌড়ে তাঁর পক্ষে কাজ করেছে।
দুই উপ-মুখ্যমন্ত্রীর মধ্যে কেভি সিং দেও ছয় বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি বোলাঙ্গিরের রাজপরিবারের সন্তান। ২০০৯ সাল পর্যন্ত তিনি টানা ৯ বছর নবীন পট্টনায়েক সরকারের মন্ত্রী ছিলেন। সেই সময় ক্ষমতাসীন নবীন পট্টনায়েকের বিজু দল বিজেপির সঙ্গে জোটবদ্ধ ছিল।
অন্যদিকে প্রবতী পারিদা এবারই প্রথমবার বিধায়ক হয়েছেন। তবে গত ২৮ বছর ধরেই তিনি দলের সঙ্গে সম্পৃক্ত আছেন। তিনি রাজ্য বিজেপি মহিলা শাখার প্রধান হিসেবে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এবং ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্য বিজেপির সহসভাপতি হিসেবে দায়িত্ব সামলিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওডিশার পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করা বিজেপির জন্য একটি চতুর পদক্ষেপ ছিল। অনেকেই ধারণা করেছিলেন, উপমুখ্যমন্ত্রী হওয়া কেভি সিং দেও হবেন মুখ্যমন্ত্রী। তবে কোনো হিসেবই শেষ পর্যন্ত মেলেনি।
এর আগে রাজ্যটিতে বিজু দল ক্ষমতায় ছিল এবং সেই দলের নেতা নবীন পট্টনায়েক ২৪ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবারই প্রথমবারের মতো রাজ্যটির বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ আসন জিতে সরকার গঠন করছে বিজেপি। রাজ্যের ১৪৭টি বিধানসভা আসনের মধ্যে ৭৮টি আসনই বিজেপির দখলে ছিল। অন্যদিকে ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা বিজু দল পায় ৫১টি আসন। রাজ্যটিতে সম্প্রতি লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

ভারতের ওডিশা রাজ্যের বয়োজ্যেষ্ঠ নেতা ধর্মেন্দ্র প্রধান এবং জুয়াল ওরামকে কেন্দ্রীয় সরকারে স্থান দিয়েছে বিজেপি। এ অবস্থায় রাজ্যটির তুলনামূলক কম আলোচিত এবং চারবারের বিধায়ক ও উপজাতীয় নেতা মোহন চরণ মাঝিকে নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছে দলটি। মোহন মাঝিকে মুখ্যমন্ত্রী করার পাশাপাশি ওডিশার উপমুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে কেভি সিং দেও এবং প্রবতী পারিদাকে।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবারই ওডিশার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোহন মাঝি। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ধারণা করা হচ্ছে, রাজ্যটির ভুবনেশ্বরে একটি রোড শোতেও অংশ নেবেন ভারতীয় প্রধানমন্ত্রী।
৫২ বছর বয়সী মোহন মাঝি ওডিশার কেওনঝার বিধানসভা থেকে ৪ বার বিধায়ক হয়েছেন। স্থানীয় একটি সূত্রমতে—রাজনৈতিক অভিজ্ঞতা, জনসেবা এবং সাংগঠনিক দক্ষতা রাজ্যের শীর্ষ পদের দৌড়ে তাঁর পক্ষে কাজ করেছে।
দুই উপ-মুখ্যমন্ত্রীর মধ্যে কেভি সিং দেও ছয় বার বিধায়ক নির্বাচিত হয়েছেন। তিনি বোলাঙ্গিরের রাজপরিবারের সন্তান। ২০০৯ সাল পর্যন্ত তিনি টানা ৯ বছর নবীন পট্টনায়েক সরকারের মন্ত্রী ছিলেন। সেই সময় ক্ষমতাসীন নবীন পট্টনায়েকের বিজু দল বিজেপির সঙ্গে জোটবদ্ধ ছিল।
অন্যদিকে প্রবতী পারিদা এবারই প্রথমবার বিধায়ক হয়েছেন। তবে গত ২৮ বছর ধরেই তিনি দলের সঙ্গে সম্পৃক্ত আছেন। তিনি রাজ্য বিজেপি মহিলা শাখার প্রধান হিসেবে ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন এবং ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত রাজ্য বিজেপির সহসভাপতি হিসেবে দায়িত্ব সামলিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওডিশার পরবর্তী মুখ্যমন্ত্রী বাছাই করা বিজেপির জন্য একটি চতুর পদক্ষেপ ছিল। অনেকেই ধারণা করেছিলেন, উপমুখ্যমন্ত্রী হওয়া কেভি সিং দেও হবেন মুখ্যমন্ত্রী। তবে কোনো হিসেবই শেষ পর্যন্ত মেলেনি।
এর আগে রাজ্যটিতে বিজু দল ক্ষমতায় ছিল এবং সেই দলের নেতা নবীন পট্টনায়েক ২৪ বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবারই প্রথমবারের মতো রাজ্যটির বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ আসন জিতে সরকার গঠন করছে বিজেপি। রাজ্যের ১৪৭টি বিধানসভা আসনের মধ্যে ৭৮টি আসনই বিজেপির দখলে ছিল। অন্যদিকে ২৪ বছর ধরে ক্ষমতায় থাকা বিজু দল পায় ৫১টি আসন। রাজ্যটিতে সম্প্রতি লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

চীনের ওপর খনিজ সম্পদের নির্ভরতা কমিয়ে আনতে এবং স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সমুদ্র অভিযান শুরু করেছে জাপান। আজ সোমবার জাপানের একটি জাহাজ টোকিও থেকে প্রায় ১ হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত মিনামিতোরি দ্বীপের উদ্দেশে রওনা দিয়েছে। সমুদ্রের তলদেশ থেকে দুর্লভ খনিজ সমৃদ্ধ কাদা বা স্লাজ সংগ্রহ
৩ মিনিট আগে
নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
১ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৫ ঘণ্টা আগে