
ভারতের মধ্যপ্রদেশে ঈদের দিনকে কেন্দ্র করে কারফিউ জারি করা হয়েছে। রাজ্যটির খারগোন জেলায় এই কারফিউ ঘোষণা করা হয়েছে। সোমবার বা মঙ্গলবার ঈদ উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই দিনই জেলাটিতে কারফিউ বজায় থাকবে বলে জানিয়েছে খারগোন জেলা প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
খারগোনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামার সিং বলেছেন, ‘২ এবং ৩ মে খারগোনে সম্পূর্ণ কারফিউ জারি করা হবে। ঈদের নামাজ পড়তে হবে নিজ নিজ বাড়িতে। এই দুই দিন কেবল দোকানপাট খোলা থাকবে এবং পরীক্ষা দিতে যাবেন এমন শিক্ষার্থীদের পাস দেওয়া হবে।’
জেল ম্যাজিস্ট্রেট সামার সিং আরও বলেন, ‘অক্ষয় তৃতীয়া এবং পরশুরাম জয়ন্তীতেও কোনো অনুষ্ঠান উদ্যাপনের অনুমতি দেওয়া হবে না।’
এর আগে, গত ১০ এপ্রিল খারগোনে রাম নবমীর সময় সাম্প্রদায়িক সংঘর্ষে ২৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। এ সময় এক ব্যক্তি নিহত হন এবং খারগোনের পুলিশ সুপার সিদ্ধার্থ চৌধুরীর ওপরও গুলিবর্ষণ করা হয়।
আনন্দ নগর কাপাস মান্ডি এলাকায় ইবরিস খান হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া, সিনিয়র পুলিশ অফিসারকে গুলি করার অভিযোগেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে দায়ের করা ৬৪টি মামলায় দেড় শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ১০ এপ্রিলের ঘটনার পর রাজ্য সরকার স্থানীয় প্রশাসনকে আসন্ন উৎসবগুলোর আগে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। ঈদ ছাড়াও আসন্ন উৎসবগুলোর তালিকায় রয়েছে ড. ভীম রাও আম্বেদকরের জন্মবার্ষিকী, মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে এবং হনুমান জয়ন্তীর মতো উৎসব।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র বলেছেন, ‘আগামী দিনগুলোতে বেশ কয়েকটি উৎসব পালিত। এর পরিপ্রেক্ষিতে, মধ্যপ্রদেশের জেলাগুলো সতর্ক রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন।’

ভারতের মধ্যপ্রদেশে ঈদের দিনকে কেন্দ্র করে কারফিউ জারি করা হয়েছে। রাজ্যটির খারগোন জেলায় এই কারফিউ ঘোষণা করা হয়েছে। সোমবার বা মঙ্গলবার ঈদ উদ্যাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দুই দিনই জেলাটিতে কারফিউ বজায় থাকবে বলে জানিয়েছে খারগোন জেলা প্রশাসন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
খারগোনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামার সিং বলেছেন, ‘২ এবং ৩ মে খারগোনে সম্পূর্ণ কারফিউ জারি করা হবে। ঈদের নামাজ পড়তে হবে নিজ নিজ বাড়িতে। এই দুই দিন কেবল দোকানপাট খোলা থাকবে এবং পরীক্ষা দিতে যাবেন এমন শিক্ষার্থীদের পাস দেওয়া হবে।’
জেল ম্যাজিস্ট্রেট সামার সিং আরও বলেন, ‘অক্ষয় তৃতীয়া এবং পরশুরাম জয়ন্তীতেও কোনো অনুষ্ঠান উদ্যাপনের অনুমতি দেওয়া হবে না।’
এর আগে, গত ১০ এপ্রিল খারগোনে রাম নবমীর সময় সাম্প্রদায়িক সংঘর্ষে ২৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছিল। এ সময় এক ব্যক্তি নিহত হন এবং খারগোনের পুলিশ সুপার সিদ্ধার্থ চৌধুরীর ওপরও গুলিবর্ষণ করা হয়।
আনন্দ নগর কাপাস মান্ডি এলাকায় ইবরিস খান হত্যার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া, সিনিয়র পুলিশ অফিসারকে গুলি করার অভিযোগেও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, সাম্প্রদায়িক সহিংসতার অভিযোগে দায়ের করা ৬৪টি মামলায় দেড় শতাধিক লোককে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ১০ এপ্রিলের ঘটনার পর রাজ্য সরকার স্থানীয় প্রশাসনকে আসন্ন উৎসবগুলোর আগে নিরাপত্তা জোরদারসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। ঈদ ছাড়াও আসন্ন উৎসবগুলোর তালিকায় রয়েছে ড. ভীম রাও আম্বেদকরের জন্মবার্ষিকী, মহাবীর জয়ন্তী, গুড ফ্রাইডে এবং হনুমান জয়ন্তীর মতো উৎসব।
মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ড. নরোত্তম মিশ্র বলেছেন, ‘আগামী দিনগুলোতে বেশ কয়েকটি উৎসব পালিত। এর পরিপ্রেক্ষিতে, মধ্যপ্রদেশের জেলাগুলো সতর্ক রয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সমস্ত জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের তাদের নিজ নিজ এলাকার পরিস্থিতির ওপর নজর রাখতে নির্দেশ দিয়েছেন।’

লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
১ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
২ ঘণ্টা আগে
লাতিন আমেরিকায় দেশ ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক হস্তক্ষেপের পর নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার প্রেসিডেন্ট করার একটি প্রস্তাবের জবাবে ট্রাম্প বলেছেন, বিষয়টি তাঁর কাছে বেশ পছন্দ হয়েছে। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল
২ ঘণ্টা আগে