কলকাতা প্রতিনিধি

১০০ কোটি ভারতবাসীর টিকাকরণের সাফল্য প্রচারে পুরোদমে মাঠে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নতুন ভারতের কথা বলেন। দাবি করেন, কোনো রকম ভিআইপি কালচার ছাড়াই সাধারণ মানুষের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। ১০০ কোটি টিকাদানের সাফল্য নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে ভারত সরকার। তার অঙ্গ হিসেবে আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ।
মোদির মতে, 'এই টিকাদানের কর্মসূচি গোটা দুনিয়ার সামনে নতুন ভারতকে তুলে ধরেছে। আমদানিনির্ভর নয়, নিজেরাই টিকা উৎপাদন করে দুনিয়ার ওষুধ কোম্পানির নজর কেড়েছে দেশীয় সংস্থা। ভবিষ্যতে বৈশ্বিক ওষুধশিল্পের হাব হয়ে উঠবে ভারত।'
বিজ্ঞানকে ভিত্তি করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিজ্ঞানের সাহায্যেই করোনা অতিমারি প্রতিরোধে ভারত সচেষ্ট বলেও দাবি করেন তিনি। এর জন্য প্রত্যেক ভারতবাসীকে ধন্যবাদ জানান মোদি।
করোনার শুরুতে দেশবাসীকে তালি ও থালি বাজাতে বলে কটাক্ষের শিকার হন তিনি। এদিন সেই কটাক্ষের জবাবে মোদি সমবেত প্রয়াসের কথা বলেন। তিনি বলেন, 'সবকা বিকাশ, সবকা প্রয়াস।'
তবে টিকা নিয়ে মোদির এই প্রচারের পাল্টা সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, করোনা মোকাবিলায় ব্যর্থ বিজেপি। এখন মিথ্যা সাফল্যের প্রচার করছে। সরকারের আরও আগে সক্রিয়তা জরুরি ছিল।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টিকাদানে দেরি করার অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। সেই সঙ্গে টিকা বিলি নিয়ে অ-বিজেপি রাজ্যের সঙ্গে বৈষম্যের অভিযোগ করেন তিনি।

১০০ কোটি ভারতবাসীর টিকাকরণের সাফল্য প্রচারে পুরোদমে মাঠে নেমে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি নতুন ভারতের কথা বলেন। দাবি করেন, কোনো রকম ভিআইপি কালচার ছাড়াই সাধারণ মানুষের মধ্যে টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সামনেই ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশসহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট। ১০০ কোটি টিকাদানের সাফল্য নিয়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে ভারত সরকার। তার অঙ্গ হিসেবে আজ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ।
মোদির মতে, 'এই টিকাদানের কর্মসূচি গোটা দুনিয়ার সামনে নতুন ভারতকে তুলে ধরেছে। আমদানিনির্ভর নয়, নিজেরাই টিকা উৎপাদন করে দুনিয়ার ওষুধ কোম্পানির নজর কেড়েছে দেশীয় সংস্থা। ভবিষ্যতে বৈশ্বিক ওষুধশিল্পের হাব হয়ে উঠবে ভারত।'
বিজ্ঞানকে ভিত্তি করে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বিজ্ঞানের সাহায্যেই করোনা অতিমারি প্রতিরোধে ভারত সচেষ্ট বলেও দাবি করেন তিনি। এর জন্য প্রত্যেক ভারতবাসীকে ধন্যবাদ জানান মোদি।
করোনার শুরুতে দেশবাসীকে তালি ও থালি বাজাতে বলে কটাক্ষের শিকার হন তিনি। এদিন সেই কটাক্ষের জবাবে মোদি সমবেত প্রয়াসের কথা বলেন। তিনি বলেন, 'সবকা বিকাশ, সবকা প্রয়াস।'
তবে টিকা নিয়ে মোদির এই প্রচারের পাল্টা সমালোচনা শুরু করেছেন বিরোধীরা। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, করোনা মোকাবিলায় ব্যর্থ বিজেপি। এখন মিথ্যা সাফল্যের প্রচার করছে। সরকারের আরও আগে সক্রিয়তা জরুরি ছিল।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ টিকাদানে দেরি করার অভিযোগ করেন বিজেপির বিরুদ্ধে। সেই সঙ্গে টিকা বিলি নিয়ে অ-বিজেপি রাজ্যের সঙ্গে বৈষম্যের অভিযোগ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
২৬ মিনিট আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৮ ঘণ্টা আগে