Ajker Patrika

এবার ভারতে ধর্ষণের শিকার ব্রিটিশ নারী

অনলাইন ডেস্ক
আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৪: ২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতে এবার এক ব্রিটিশ নারী ধর্ষণের শিকার হয়েছেন। যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচিত এক ব্যক্তির হাতেই ধর্ষণের শিকার হন ওই নারী। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার, ভারতের রাজধানী দিল্লির মহিপালপুরে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির মহিপালপুরে এক ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ওই ব্যক্তির সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। মহিপালপুরের একটি হোটেলে এ ঘটনা ঘটে। ওই নারী আরও অভিযোগ করেছেন, ধর্ষণের পর সাহায্যের জন্য হোটেলের লিফটে যাওয়ার সময় অপর এক ব্যক্তি তাঁকে যৌন হয়রানি করেন।

পুলিশ জানিয়েছে, ওই নারী ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হন এবং নিয়মিত কথা বলার পর ভারতে এসে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন। এ ছাড়া, অভিযুক্ত দুই ব্যক্তিকেই হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশের মতে, পূর্ব দিল্লির ময়ূর বিহার এলাকার বাসিন্দা কৈলাস কয়েক মাস আগে লন্ডনপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। ভারতে এসে মহারাষ্ট্র ও গোয়ায় ভ্রমণকালে ওই নারী কৈলাসের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁকে দেখা করার আমন্ত্রণ জানান। তবে কৈলাস ভ্রমণে অক্ষমতা প্রকাশ করে তাঁকে দিল্লিতে আসতে বলেন।

ওই নারী ভারতে পৌঁছানোর পর দক্ষিণ-পশ্চিম দিল্লির মহিপালপুর এলাকার একটি হোটেলে রুম বুক করেন। মঙ্গলবার কৈলাস তাঁর সঙ্গে দেখা করতে হোটেলে যান। এরপর তিনি বুঝতে পারেন, কৈলাস তাঁর সঙ্গে অশোভন আচরণের চেষ্টা করছেন। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এরপর ওই নারী অভিযোগ করেন যে, কৈলাস তাঁকে ধর্ষণ করেছেন।

ভুক্তভোগী নারী জানান, চিৎকার ও আতঙ্কের মধ্যে তিনি হোটেলের রিসেপশনে পৌঁছাতে সক্ষম হন। তবে সাহায্যের নামে আরেক ব্যক্তি ওয়াসিম লিফটে তাঁকে যৌন হয়রানি করেন। গতকাল বুধবার তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ব্রিটিশ হাইকমিশনকেও ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘দিল্লির মহিপালপুর এলাকার একটি হোটেলে এক ব্রিটিশ নারীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর সহযোগীকেও যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত হওয়া ব্যক্তির সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য থেকে দিল্লি আসেন।’

এর আগে, কেরালায় দলবদ্ধ ধর্ষণের শিকার হন এক ইসরায়েলি নারী। ভারতের কর্ণাটক রাজ্যের কোপ্পালে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই ইসরায়েলি নারী। তাঁর সঙ্গে ধর্ষণের শিকার হয়েছেন তাঁকে আশ্রয় দেওয়া বাড়ির মালিক আরেক নারী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

একই মাঠে সকালে শ্রীলঙ্কাকে, বিকেলে পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

স্বাধীনতা দিবসে এবার কুচকাওয়াজ হচ্ছে না

থমথমে খামারবাড়ি: সড়ক অবরোধ করে চলছে অবস্থান কর্মসূচি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত