Ajker Patrika

করোনায় ভারতে ফের মৃত্যুর রেকর্ড

আপডেট : ১২ মে ২০২১, ১২: ২৮
করোনায় ভারতে ফের মৃত্যুর রেকর্ড

ঢাকা: করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে  ৪ হাজার ২০৫ জনের মৃত্যু হয়েছে। একদিনের হিসেবে এটি ভারতে করোনা রোগী মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। এছাড়া গত একদিনে ভারতে ৩ লাখ ৪৮ হাজার ৪২১ জন করোনা করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত  দুই কোটি  ৩৩ লাখ ৪০ হাজার ৪২৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ভারতে করোনায় মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫২৫ জনের।

ভারতে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।

করোনার ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিও ভারতে ধীর গতিতে চলছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ১৪০ কোটি  জনসংখ্যার মধ্যে ১০ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন । এছাড়া মোট জনসংখ্যার  মাত্র ২ শতাংশ মানুষ ভ্যাকসিনের উভয় ডোজ পেয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

সস্ত্রীক ঢাকায় পৌঁছালেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

ইরানের বিক্ষোভে খুব কাছ থেকে মাথায় গুলি করে ছাত্রীকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত