
ত্রিপুরার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মানিক সাহা। বিপ্লব কুমার দেবের পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টা পর তাঁকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপির ত্রিপুরা ইউনিট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ত্রিপুরার রাজ্যের বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব। তাঁর স্থলাভিষিক্ত হওয়া মানিক সাহা পেশায় দন্ত চিকিৎসক। তিনি গত মাসেই ত্রিপুরার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি।
এর আগে, বিপ্লব কুমার দেব জানান, তিনি রাজ্যের গভর্নর এসএন আর্য্যর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেসময় তিনি বলেছিলেন, দল চায় যে—তিনি সংগঠনকে শক্তিশালী করার কাজে আরও বেশি মনোনিবেশ করি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি এ ঘোষণা দেন।
বিপ্লব দেব সাংবাদিকদের বলেছিলেন, ‘দলীয় স্বার্থই সবার আগে। আমি বিজেপির একজন অনুগত কর্মী। আমি আশা করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি আমি সুবিচার করতে পেরেছি—সেটা বিজেপির রাজ্য সভাপতি হোক বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে হোক। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছি। ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে আমি কাজ করেছি।’
বিপ্লব দেব তাঁর উত্তরসূরি মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও নেতৃত্বে ত্রিপুরা সমৃদ্ধ হবে। ডা. মানিক সাহাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন এবং শুভেচ্ছা।’

ত্রিপুরার সদ্য সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন মানিক সাহা। বিপ্লব কুমার দেবের পদত্যাগের মাত্র কয়েক ঘণ্টা পর তাঁকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে ভারতীয় জনতা পার্টি-বিজেপির ত্রিপুরা ইউনিট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ত্রিপুরার রাজ্যের বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর আগে পদত্যাগ করেন বিপ্লব কুমার দেব। তাঁর স্থলাভিষিক্ত হওয়া মানিক সাহা পেশায় দন্ত চিকিৎসক। তিনি গত মাসেই ত্রিপুরার বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি বিজেপির ত্রিপুরা রাজ্য সভাপতি।
এর আগে, বিপ্লব কুমার দেব জানান, তিনি রাজ্যের গভর্নর এসএন আর্য্যর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেসময় তিনি বলেছিলেন, দল চায় যে—তিনি সংগঠনকে শক্তিশালী করার কাজে আরও বেশি মনোনিবেশ করি। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর তিনি এ ঘোষণা দেন।
বিপ্লব দেব সাংবাদিকদের বলেছিলেন, ‘দলীয় স্বার্থই সবার আগে। আমি বিজেপির একজন অনুগত কর্মী। আমি আশা করি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার প্রতি আমি সুবিচার করতে পেরেছি—সেটা বিজেপির রাজ্য সভাপতি হোক বা ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে হোক। আমি দেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছি। ত্রিপুরা রাজ্যের জনগণের জন্য শান্তি নিশ্চিত করতে আমি কাজ করেছি।’
বিপ্লব দেব তাঁর উত্তরসূরি মানিক সাহাকে অভিনন্দন জানিয়ে টুইটারে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী মোদীর দূরদৃষ্টি ও নেতৃত্বে ত্রিপুরা সমৃদ্ধ হবে। ডা. মানিক সাহাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন এবং শুভেচ্ছা।’

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
১ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
১ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৪ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৫ ঘণ্টা আগে