
জমিজমার দলিল বিতরণের অনুষ্ঠানে গিয়ে এক নারীকে চড় মেরেছেন ভারতের কর্ণাটকের আবাসনমন্ত্রী ও বিজেপি নেতা ভি সোমান্না। গতকাল শনিবার চামরাজনগর জেলার হাঙ্গালা গ্রামে ঘটনাটি ঘটে। এরই মধ্যে চড়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল ভিডিওতে ভি সোমান্নাকে ওই নারীকে চড় মারতে দেখা যায়। তবে লাঞ্ছনার শিকার হলেও সঙ্গে সঙ্গে ভি সোমান্নার পায়ে স্পর্শ করে প্রণাম করেন ওই নারী।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জমির দলিল না পেয়ে মন্ত্রীর সামনে ক্ষুব্ধ হয়ে ওঠেন নারী। আর এতেই গায়ে হাত তোলেন মন্ত্রী। পরে অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি।
এদিকে বিজেপি নেতার এমন কর্মকাণ্ডের জন্য তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অহংকার বিজেপির মন্ত্রীদের মাথায় উঠে গেছে।’
প্রধানমন্ত্রী ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিজেপির ওই মন্ত্রী নিরীহ নারীকে চড় মেরে মাটিতে ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে নারীদের সম্মানের কথা বলছেন। এইভাবেই কি আপনি ভারতের নারীদের সুরক্ষা দিচ্ছেন?’
ওই নারী বলেন, কর্ণাটক ভূমি রাজস্ব আইনের ৯৪ গ ধারা অনুযায়ী গ্রামীণ এলাকায় ১৭৫ জনকে জমির দলিল দেওয়ার কথা ছিল। কিন্তু রাজস্ব বিভাগের অধীনে একটি প্লট না পাওয়ার বিষয়ে মন্ত্রীকে বলতে গেলেই তিনি রেগে ওঠেন এবং চড় মারেন।
উল্লেখ্য, বিজেপি নেতাদের এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয় এর আগেও বিজেপি মন্ত্রীদের বিরুদ্ধে নারীদেরকে এমন লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

জমিজমার দলিল বিতরণের অনুষ্ঠানে গিয়ে এক নারীকে চড় মেরেছেন ভারতের কর্ণাটকের আবাসনমন্ত্রী ও বিজেপি নেতা ভি সোমান্না। গতকাল শনিবার চামরাজনগর জেলার হাঙ্গালা গ্রামে ঘটনাটি ঘটে। এরই মধ্যে চড়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
ভাইরাল ভিডিওতে ভি সোমান্নাকে ওই নারীকে চড় মারতে দেখা যায়। তবে লাঞ্ছনার শিকার হলেও সঙ্গে সঙ্গে ভি সোমান্নার পায়ে স্পর্শ করে প্রণাম করেন ওই নারী।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জমির দলিল না পেয়ে মন্ত্রীর সামনে ক্ষুব্ধ হয়ে ওঠেন নারী। আর এতেই গায়ে হাত তোলেন মন্ত্রী। পরে অবশ্য এ ঘটনার জন্য ক্ষমা চান তিনি।
এদিকে বিজেপি নেতার এমন কর্মকাণ্ডের জন্য তাকে বরখাস্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘অহংকার বিজেপির মন্ত্রীদের মাথায় উঠে গেছে।’
প্রধানমন্ত্রী ও বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বিজেপির ওই মন্ত্রী নিরীহ নারীকে চড় মেরে মাটিতে ফেলে দিয়েছেন। প্রধানমন্ত্রী লাল কেল্লা থেকে নারীদের সম্মানের কথা বলছেন। এইভাবেই কি আপনি ভারতের নারীদের সুরক্ষা দিচ্ছেন?’
ওই নারী বলেন, কর্ণাটক ভূমি রাজস্ব আইনের ৯৪ গ ধারা অনুযায়ী গ্রামীণ এলাকায় ১৭৫ জনকে জমির দলিল দেওয়ার কথা ছিল। কিন্তু রাজস্ব বিভাগের অধীনে একটি প্লট না পাওয়ার বিষয়ে মন্ত্রীকে বলতে গেলেই তিনি রেগে ওঠেন এবং চড় মারেন।
উল্লেখ্য, বিজেপি নেতাদের এমন কর্মকাণ্ড এবারই প্রথম নয় এর আগেও বিজেপি মন্ত্রীদের বিরুদ্ধে নারীদেরকে এমন লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে