
দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কেউই তোয়াক্কা করে না।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারণাকালে তিনি কংগ্রেস আনীত এক অভিযোগের জবাবে এই ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারণা চালাতে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যটিতে অবস্থান করছেন। রাজ্যের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলাপকালে তাঁকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, অভিযোগ উঠেছে, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কোষাগারে চাকুরেদের বেতন দেওয়ার জন্য যথেষ্ট অর্থ মজুত না থাকলেও এএপি সরকারি তহবিল গুজরাটে নির্বাচনী প্রচারণার কাজ করছে। এটি সত্য কি না? জবাবে কেজরিওয়াল বলেন, ‘কে এই অভিযোগ তুলেছে?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক জানান, এই অভিযোগ কংগ্রেসের নেতারা করেছেন। জবাবে তাৎক্ষণিকভাবে কেজরিওয়াল জবাব দেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণ এ বিষয়ে সচেতন এবং কেউই তাদের তোয়াক্কা করে না।’
সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাগুলোতে কেজরিওয়াল দাবি করছেন, কংগ্রেস নয়, আম আদমি পার্টিই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যান্য সময়ের মতো আজও তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। এ সময় তিনি আরও বলেন, এখন কোথাও দলটির অস্তিত্ব নেই।
কেজরিওয়াল গুজরাটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী এএপি বিষয়টি উল্লেখ করে দলীয় এক আলোচনায় বলেছিলেন, ‘এই রাজ্যে এমনও ভোটার রয়েছেন, যাঁরা বিজেপির শাসন দেখতে চান না এবং তাঁরা কংগ্রেসকেও ভোট দিতে চান না। আমাদের তাঁদের ভোটই পেতে হবে এবং আমরাই রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী।’
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কেউই তোয়াক্কা করে না।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারণাকালে তিনি কংগ্রেস আনীত এক অভিযোগের জবাবে এই ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারণা চালাতে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যটিতে অবস্থান করছেন। রাজ্যের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলাপকালে তাঁকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, অভিযোগ উঠেছে, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কোষাগারে চাকুরেদের বেতন দেওয়ার জন্য যথেষ্ট অর্থ মজুত না থাকলেও এএপি সরকারি তহবিল গুজরাটে নির্বাচনী প্রচারণার কাজ করছে। এটি সত্য কি না? জবাবে কেজরিওয়াল বলেন, ‘কে এই অভিযোগ তুলেছে?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক জানান, এই অভিযোগ কংগ্রেসের নেতারা করেছেন। জবাবে তাৎক্ষণিকভাবে কেজরিওয়াল জবাব দেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণ এ বিষয়ে সচেতন এবং কেউই তাদের তোয়াক্কা করে না।’
সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাগুলোতে কেজরিওয়াল দাবি করছেন, কংগ্রেস নয়, আম আদমি পার্টিই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যান্য সময়ের মতো আজও তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। এ সময় তিনি আরও বলেন, এখন কোথাও দলটির অস্তিত্ব নেই।
কেজরিওয়াল গুজরাটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী এএপি বিষয়টি উল্লেখ করে দলীয় এক আলোচনায় বলেছিলেন, ‘এই রাজ্যে এমনও ভোটার রয়েছেন, যাঁরা বিজেপির শাসন দেখতে চান না এবং তাঁরা কংগ্রেসকেও ভোট দিতে চান না। আমাদের তাঁদের ভোটই পেতে হবে এবং আমরাই রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী।’
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
৩৬ মিনিট আগে
ভারতের কর্ণাটক রাজ্যের পুলিশ ডিরেক্টর জেনারেল (সিভিল রাইটস এনফোর্সমেন্ট–ডিজিপি) রামচন্দ্র রাওকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের সঙ্গে তাঁর আপত্তিকর অবস্থার একাধিক ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
যুদ্ধ-পরবর্তী গাজার শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির পাশাপাশি বৈশ্বিক সংঘাত নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস বা শান্তি পরিষদে’ যোগ দেওয়ার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন রেস্তোরাঁয় বিস্ফোরণে এক চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে