
দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কেউই তোয়াক্কা করে না।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারণাকালে তিনি কংগ্রেস আনীত এক অভিযোগের জবাবে এই ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারণা চালাতে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যটিতে অবস্থান করছেন। রাজ্যের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলাপকালে তাঁকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, অভিযোগ উঠেছে, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কোষাগারে চাকুরেদের বেতন দেওয়ার জন্য যথেষ্ট অর্থ মজুত না থাকলেও এএপি সরকারি তহবিল গুজরাটে নির্বাচনী প্রচারণার কাজ করছে। এটি সত্য কি না? জবাবে কেজরিওয়াল বলেন, ‘কে এই অভিযোগ তুলেছে?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক জানান, এই অভিযোগ কংগ্রেসের নেতারা করেছেন। জবাবে তাৎক্ষণিকভাবে কেজরিওয়াল জবাব দেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণ এ বিষয়ে সচেতন এবং কেউই তাদের তোয়াক্কা করে না।’
সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাগুলোতে কেজরিওয়াল দাবি করছেন, কংগ্রেস নয়, আম আদমি পার্টিই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যান্য সময়ের মতো আজও তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। এ সময় তিনি আরও বলেন, এখন কোথাও দলটির অস্তিত্ব নেই।
কেজরিওয়াল গুজরাটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী এএপি বিষয়টি উল্লেখ করে দলীয় এক আলোচনায় বলেছিলেন, ‘এই রাজ্যে এমনও ভোটার রয়েছেন, যাঁরা বিজেপির শাসন দেখতে চান না এবং তাঁরা কংগ্রেসকেও ভোট দিতে চান না। আমাদের তাঁদের ভোটই পেতে হবে এবং আমরাই রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী।’
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কেউই তোয়াক্কা করে না।’ স্থানীয় সময় আজ মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারণাকালে তিনি কংগ্রেস আনীত এক অভিযোগের জবাবে এই ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া গুজরাট বিধানসভার নির্বাচনের প্রচারণা চালাতে বর্তমানে অরবিন্দ কেজরিওয়াল রাজ্যটিতে অবস্থান করছেন। রাজ্যের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে আলাপকালে তাঁকে সাংবাদিকেরা বিভিন্ন প্রশ্ন করেন।
একজন সাংবাদিক প্রশ্ন করেন, অভিযোগ উঠেছে, পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের কোষাগারে চাকুরেদের বেতন দেওয়ার জন্য যথেষ্ট অর্থ মজুত না থাকলেও এএপি সরকারি তহবিল গুজরাটে নির্বাচনী প্রচারণার কাজ করছে। এটি সত্য কি না? জবাবে কেজরিওয়াল বলেন, ‘কে এই অভিযোগ তুলেছে?’ জবাবে প্রশ্নকারী ওই সাংবাদিক জানান, এই অভিযোগ কংগ্রেসের নেতারা করেছেন। জবাবে তাৎক্ষণিকভাবে কেজরিওয়াল জবাব দেন, ‘কংগ্রেস শেষ হয়ে গেছে। তাদের কাছ থেকে প্রশ্ন নেওয়া বন্ধ করুন। জনগণ এ বিষয়ে সচেতন এবং কেউই তাদের তোয়াক্কা করে না।’
সাম্প্রতিক সময়ে নির্বাচনী প্রচারণাগুলোতে কেজরিওয়াল দাবি করছেন, কংগ্রেস নয়, আম আদমি পার্টিই বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী। অন্যান্য সময়ের মতো আজও তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কংগ্রেসকে ভোট দিয়ে নিজেদের ভোট নষ্ট করবেন না। এ সময় তিনি আরও বলেন, এখন কোথাও দলটির অস্তিত্ব নেই।
কেজরিওয়াল গুজরাটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী এএপি বিষয়টি উল্লেখ করে দলীয় এক আলোচনায় বলেছিলেন, ‘এই রাজ্যে এমনও ভোটার রয়েছেন, যাঁরা বিজেপির শাসন দেখতে চান না এবং তাঁরা কংগ্রেসকেও ভোট দিতে চান না। আমাদের তাঁদের ভোটই পেতে হবে এবং আমরাই রাজ্যে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী।’
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৩ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
৪ ঘণ্টা আগে