
গতকাল সোমবার রাতে জঙ্গল থেকে একটি হাতি চলে আসে আসামের তেজপুর শহরে। রাতের অন্ধকারে হাতিটিকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। ওই সব রাস্তার আশপাশের ভবন থেকে অনেকেই হাতিটির চলাফেরা ভিডিও করেছেন। সেরকমই একটি ভিডিও থেকে দেখা গেছে, রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মোটরবাইককে লাথি মারছে হাতিটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইকটিতে লাথি মারার পরপরই বাইকটি ছিটকে দূরে গিয়ে পড়ে। ওই ভিডিওগুলোতে স্থানীয়রা শহরে চলাচলকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানান।
স্থানীয় বন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হাতিটি শহরে প্রবেশের আগে ব্রহ্মপুত্র নদীর উত্তর তীর থেকে সাঁতরে দক্ষিণ তীরে উঠে। পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, হাতিটি প্রথমে চানমারি এলাকার একটি বাড়িতে প্রবেশ করে এবং রান্নাঘরে খাবারের সন্ধান করে। পরে সেখান থেকে তেজপুর জাহাজ বন্দর হয়ে চিত্রলেখা পার্কের দিকে যায়।
এদিকে, শহরের ভেতরে হাতির প্রবেশ এবং বাইকে লাথি মারার ঘটনা শহরে বেশ আতঙ্ক ছড়িয়েছে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, হাতিটি নদীর তীরে অবস্থিত গণেশ মন্দির হয়ে আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন (এএসটিসি) বাস স্ট্যান্ডে চলে যায় এবং সেখানে গিয়েই পার্ক করা বেশ কয়েকটি গাড়ি এবং মোটরবাইকের ক্ষতি করে।
বন কর্মকর্তারা জানিয়েছেন, পরে হাতিটি বাসস্ট্যান্ডের পেছনে থাকা একটি কয়লা খনিতে প্রবেশ করে এবং সেখান থেকে হাতিটিতে রাত তিনটা নাগাদ আবারও বনে ফেরত পাঠানো হবে।
এর আগেও চলতি মাসের শুরুতেই একপাল হাতির আক্রমণে আসামের গোয়ালপাড়া জেলায় শিশুসহ অন্তত ৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া, সম্প্রতি মেঘালয়ের কুরঙ্গ গ্রামেও পাহাড়ি হাতি নেমে এসে বেশ কয়েক দফায় খাবারের সন্ধান চালায়।

গতকাল সোমবার রাতে জঙ্গল থেকে একটি হাতি চলে আসে আসামের তেজপুর শহরে। রাতের অন্ধকারে হাতিটিকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। ওই সব রাস্তার আশপাশের ভবন থেকে অনেকেই হাতিটির চলাফেরা ভিডিও করেছেন। সেরকমই একটি ভিডিও থেকে দেখা গেছে, রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি মোটরবাইককে লাথি মারছে হাতিটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাইকটিতে লাথি মারার পরপরই বাইকটি ছিটকে দূরে গিয়ে পড়ে। ওই ভিডিওগুলোতে স্থানীয়রা শহরে চলাচলকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানান।
স্থানীয় বন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হাতিটি শহরে প্রবেশের আগে ব্রহ্মপুত্র নদীর উত্তর তীর থেকে সাঁতরে দক্ষিণ তীরে উঠে। পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়, হাতিটি প্রথমে চানমারি এলাকার একটি বাড়িতে প্রবেশ করে এবং রান্নাঘরে খাবারের সন্ধান করে। পরে সেখান থেকে তেজপুর জাহাজ বন্দর হয়ে চিত্রলেখা পার্কের দিকে যায়।
এদিকে, শহরের ভেতরে হাতির প্রবেশ এবং বাইকে লাথি মারার ঘটনা শহরে বেশ আতঙ্ক ছড়িয়েছে। পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, হাতিটি নদীর তীরে অবস্থিত গণেশ মন্দির হয়ে আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশন (এএসটিসি) বাস স্ট্যান্ডে চলে যায় এবং সেখানে গিয়েই পার্ক করা বেশ কয়েকটি গাড়ি এবং মোটরবাইকের ক্ষতি করে।
বন কর্মকর্তারা জানিয়েছেন, পরে হাতিটি বাসস্ট্যান্ডের পেছনে থাকা একটি কয়লা খনিতে প্রবেশ করে এবং সেখান থেকে হাতিটিতে রাত তিনটা নাগাদ আবারও বনে ফেরত পাঠানো হবে।
এর আগেও চলতি মাসের শুরুতেই একপাল হাতির আক্রমণে আসামের গোয়ালপাড়া জেলায় শিশুসহ অন্তত ৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া, সম্প্রতি মেঘালয়ের কুরঙ্গ গ্রামেও পাহাড়ি হাতি নেমে এসে বেশ কয়েক দফায় খাবারের সন্ধান চালায়।

ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া টানা ১১ দিনের বিক্ষোভের ধারাবাহিকতায় গতকাল বুধবারও দেশটির বিভিন্ন এলাকায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সহিংস সংঘর্ষ হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লোরদেগানে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে...
১ ঘণ্টা আগে
মিয়ানমারে জান্তা সরকার আয়োজিত তথাকথিত জাতীয় নির্বাচন গত ২৮ ডিসেম্বর শেষ হয়েছে। এই নির্বাচনের পর দেশজুড়ে জান্তাবিরোধী হামলা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাজ্য রাখাইনের রাজধানী সিতওয়ে এবং উপকূলীয় শহর কায়াকফিউতে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে
তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ। দেশটির কিছু এলাকায় ভয়াবহ মাত্রার দাবানল পরিস্থিতি তৈরি হতে পারে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক বলেছেন, এটি ‘ব্ল্যাক সামার’ দাবানলের পর থেকে সবচেয়ে ‘গুরুত্বপূর্ণ’ ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।
২ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার ওপর অতিরিক্ত চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন, যাতে আগামী কয়েক মাসের মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তিতে পৌঁছানো যায়। এ সময় তিনি রসিকতার ছলে চেচেন নেতা রমজান কাদিরভের পরিণতি যেন বন্দী ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর...
৩ ঘণ্টা আগে