কলকাতা সংবাদদাতা

আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারত সরকার। গতকাল শনিবার সকালে দিল্লিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কে রাম মোহন নাইডু ভারতের সব বোয়িং ৭৮৭ বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দেওয়ার কথা জানান।
মন্ত্রী জানান, দেশের যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দেশের সব বোয়িং ৭৮৭ মডেলের বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কার্যকর হওয়ার পর ইতিমধ্যেই ৮টি বোয়িং ৭৮৭ বিমানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
রাম মোহন নাইডু আরও বলেন, ‘যাত্রী নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপস করব না। প্রতিটি বিমান যাচাই করে দেখা হচ্ছে যাতে কোনো কারিগরি ত্রুটি ভবিষ্যতে বিপর্যয়ের কারণ না হয়ে ওঠে।’
বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী নাইডু জানান, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ইতিমধ্যেই ফরেনসিক ও চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্তকারী দল গঠন করেছে। এই দল এখন ফ্লাইট ডেটা, ককপিট রেকর্ডিং, পাইলটের শেষ বার্তা এবং বিমানচালন সংক্রান্ত সব রেকর্ড খতিয়ে দেখছে।
তিনি বলেন, ‘ব্ল্যাক বক্সে সংরক্ষিত তথ্য বলছে, উড্ডয়নের পর বিমান স্বাভাবিক গতি হারাতে শুরু করে। তবে ইঞ্জিনে সদ্য মেরামতির পর কোনো যান্ত্রিক ত্রুটি মেলেনি।’
নাইডু বলেন, ‘যদি তদন্তে কোনো গাফিলতির প্রমাণ মেলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নাইডু আরও জানান, মৃতের সংখ্যা বেড়ে ২৭৯-এ পৌঁছেছে। এরই মধ্যে ১৯ জন মৃত যাত্রীর ডিএনএ পরীক্ষার রিপোর্ট এসেছে, যাঁদের মধ্যে রয়েছেন একাধিক বিদেশি নাগরিক। এই তথ্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দূতাবাস ও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারত সরকার। গতকাল শনিবার সকালে দিল্লিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী কে রাম মোহন নাইডু ভারতের সব বোয়িং ৭৮৭ বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দেওয়ার কথা জানান।
মন্ত্রী জানান, দেশের যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দেশের সব বোয়িং ৭৮৭ মডেলের বিমানে বাড়তি নিরাপত্তা পরিদর্শনের নির্দেশ দিয়েছে। এই নির্দেশ কার্যকর হওয়ার পর ইতিমধ্যেই ৮টি বোয়িং ৭৮৭ বিমানে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে।
রাম মোহন নাইডু আরও বলেন, ‘যাত্রী নিরাপত্তা নিয়ে আমরা কোনো আপস করব না। প্রতিটি বিমান যাচাই করে দেখা হচ্ছে যাতে কোনো কারিগরি ত্রুটি ভবিষ্যতে বিপর্যয়ের কারণ না হয়ে ওঠে।’
বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী নাইডু জানান, এয়ারক্র্যাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) ইতিমধ্যেই ফরেনসিক ও চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি তদন্তকারী দল গঠন করেছে। এই দল এখন ফ্লাইট ডেটা, ককপিট রেকর্ডিং, পাইলটের শেষ বার্তা এবং বিমানচালন সংক্রান্ত সব রেকর্ড খতিয়ে দেখছে।
তিনি বলেন, ‘ব্ল্যাক বক্সে সংরক্ষিত তথ্য বলছে, উড্ডয়নের পর বিমান স্বাভাবিক গতি হারাতে শুরু করে। তবে ইঞ্জিনে সদ্য মেরামতির পর কোনো যান্ত্রিক ত্রুটি মেলেনি।’
নাইডু বলেন, ‘যদি তদন্তে কোনো গাফিলতির প্রমাণ মেলে, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
নাইডু আরও জানান, মৃতের সংখ্যা বেড়ে ২৭৯-এ পৌঁছেছে। এরই মধ্যে ১৯ জন মৃত যাত্রীর ডিএনএ পরীক্ষার রিপোর্ট এসেছে, যাঁদের মধ্যে রয়েছেন একাধিক বিদেশি নাগরিক। এই তথ্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দূতাবাস ও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার দাবির বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের যে হুমকি তিনি দিয়েছেন, তা তিনি ‘শতভাগ’ বাস্তবায়ন করবেন। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে ইউরোপীয় মিত্ররা একযোগে অবস্থান নিয়েছে।
১৩ মিনিট আগে
কানাডা ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ সামরিক কমান্ড নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, শিগগির তাদের বিমান যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে পৌঁছাবে। গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এসব কার্যক্রম আগে থেকেই পরিকল্পিত ছিল।
৩ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেছেন যে, তুরস্ক ও কাতারের কোনো সেনাকে তিনি গাজায় পা রাখতে দেবেন না। এর কয়েক দিন আগেই হোয়াইট হাউস ঘোষণা দেয়, গাজার যুদ্ধ-পরবর্তী শাসনব্যবস্থা তদারকির জন্য গঠিত একটি গুরুত্বপূর্ণ কমিটিতে এই দুই দেশের কর্মকর্তারা থাকবেন।
৪ ঘণ্টা আগে
ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিহারের বিধায়ক নীতিন নবীন। এর আগে, তিনি বিজেপির ভারপ্রাপ্ত জাতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সময় গতকাল সোমবার নীতিন নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন।
৪ ঘণ্টা আগে