
ভারতীয় জনপ্রিয় খাবার বাটার চিকেন ও ডাল মাখানি। এই দুই পদের উদ্ভাবকের শিরোপা জেতার লড়াই গড়িয়েছে দিল্লি হাইকোর্টে। দিল্লির দ্য মতিমহল ও দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মধ্যে ‘বাটার চিকেন ও ডাল মাখানির উদ্ভাবক’ ট্যাগলাইন নিয়ে আইনি লড়াই চলছে।
দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মালিকদের বিরুদ্ধে মামলা করেছে মতিমহল। তাদের দাবি, এ ধরনের ট্যাগলাইন ব্যবহার করে তাঁরা মানুষকে বিভ্রান্ত করছে। এতে মনে হচ্ছে যেন দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে।
বার অ্যান্ড বেঞ্চের মতে, মামলায় দাবি করা হয়েছে যে, দরিয়াগঞ্জ মতিমহলের সঙ্গে একটি মিথ্যা সম্পর্ক দেখাচ্ছে। মতিমহলের প্রথম শাখা দরিয়াগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছিল।
মামলার শুনানিতে বিচারপতি সঞ্জিব নারুলা দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মালিককে এক মাসের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলেছেন। দুই রেস্তোরাঁই বহু বছর ধরে দাবি করে আসছে, তারাই বাটার চিকেন ও ডাল মাখানি উদ্ভাবন করেছে।
মতিমহলের দাবি, রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা কুন্দল লাল গুজরাল প্রথম এ খাবারগুলো তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেন এবং তাঁর রন্ধন শৈলীর গুণেই এ খাবারগুলো বিশ্বজুড়ে ভারতীয় খাবারের অপর নাম হয়ে উঠেছে। অবিক্রীত তন্দুরি মুরগি যেন শুকিয়ে না যায় সে জন্য অভিনব এক ধরনের ঝোল তৈরি করেন গুজরাল। এ থেকেই তৈরি হয় বাটার চিকেন।
এদিকে কুন্দল লাল জাগ্গি এ খাবারগুলো তৈরি করেছেন এমন দাবি করে এ মামলাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দরিয়াগঞ্জ রেস্তোরাঁ।
দরিয়াগঞ্জ রেস্টুরেন্টের পক্ষের উকিল বলেন, আসল মতিমহল রেস্তোরাঁটি পাকিস্তানের পেশোয়ারে উভয় পক্ষের পূর্বসূরিদের—মতিমহলের গুজরাল ও দরিয়াগঞ্জের জাগ্গি—যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল।
আগামী ২৯ মে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তত দিন পর্যন্ত ‘কে করেছে বাটার চিকেন আর ডাল মাখানির আবিষ্কার’—এ বিতর্ক চলতে থাকুক!

ভারতীয় জনপ্রিয় খাবার বাটার চিকেন ও ডাল মাখানি। এই দুই পদের উদ্ভাবকের শিরোপা জেতার লড়াই গড়িয়েছে দিল্লি হাইকোর্টে। দিল্লির দ্য মতিমহল ও দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মধ্যে ‘বাটার চিকেন ও ডাল মাখানির উদ্ভাবক’ ট্যাগলাইন নিয়ে আইনি লড়াই চলছে।
দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মালিকদের বিরুদ্ধে মামলা করেছে মতিমহল। তাদের দাবি, এ ধরনের ট্যাগলাইন ব্যবহার করে তাঁরা মানুষকে বিভ্রান্ত করছে। এতে মনে হচ্ছে যেন দুটি প্রতিষ্ঠানের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে।
বার অ্যান্ড বেঞ্চের মতে, মামলায় দাবি করা হয়েছে যে, দরিয়াগঞ্জ মতিমহলের সঙ্গে একটি মিথ্যা সম্পর্ক দেখাচ্ছে। মতিমহলের প্রথম শাখা দরিয়াগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছিল।
মামলার শুনানিতে বিচারপতি সঞ্জিব নারুলা দরিয়াগঞ্জ রেস্তোরাঁর মালিককে এক মাসের মধ্যে লিখিত জবাব জমা দিতে বলেছেন। দুই রেস্তোরাঁই বহু বছর ধরে দাবি করে আসছে, তারাই বাটার চিকেন ও ডাল মাখানি উদ্ভাবন করেছে।
মতিমহলের দাবি, রেস্তোরাঁর প্রতিষ্ঠাতা কুন্দল লাল গুজরাল প্রথম এ খাবারগুলো তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেন এবং তাঁর রন্ধন শৈলীর গুণেই এ খাবারগুলো বিশ্বজুড়ে ভারতীয় খাবারের অপর নাম হয়ে উঠেছে। অবিক্রীত তন্দুরি মুরগি যেন শুকিয়ে না যায় সে জন্য অভিনব এক ধরনের ঝোল তৈরি করেন গুজরাল। এ থেকেই তৈরি হয় বাটার চিকেন।
এদিকে কুন্দল লাল জাগ্গি এ খাবারগুলো তৈরি করেছেন এমন দাবি করে এ মামলাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছে দরিয়াগঞ্জ রেস্তোরাঁ।
দরিয়াগঞ্জ রেস্টুরেন্টের পক্ষের উকিল বলেন, আসল মতিমহল রেস্তোরাঁটি পাকিস্তানের পেশোয়ারে উভয় পক্ষের পূর্বসূরিদের—মতিমহলের গুজরাল ও দরিয়াগঞ্জের জাগ্গি—যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল।
আগামী ২৯ মে এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তত দিন পর্যন্ত ‘কে করেছে বাটার চিকেন আর ডাল মাখানির আবিষ্কার’—এ বিতর্ক চলতে থাকুক!

নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হিসেবে শপথ নেওয়ার পর জোহরান মামদানির হাতে লেখা একটি চিঠি নতুন করে আলোচনায় এনেছে ভারতের কারাবন্দী ছাত্রনেতা ও অধিকারকর্মী উমর খালিদের দীর্ঘ বন্দিত্বের বিষয়টি।
২৫ মিনিট আগে
ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে প্রথমবারের মতো নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে তোলা হচ্ছে। তাঁকে বহনকারী একটি হেলিকপ্টার নিউইয়র্কের আদালতের নিকটবর্তী একটি হেলিপোর্টে কিছুক্ষণ আগে অবতরণ করেছে। আজ সোমবার তাঁকে ওই আদালতে হাজির করার কথা রয়েছে।
৩৪ মিনিট আগে
সব অনিশ্চয়তা ও অমানবিক যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে ভারতের বীরভূমের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনালী খাতুন। গত বছর অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় দিল্লি পুলিশ তাঁকে ‘বাংলাদেশি’ সন্দেহে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছিল।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের দাবিমতো রাশিয়া থেকে তেল কেনা না কমালে ভারতের ওপর শুল্ক বাড়ানো হতে পারে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুমকি দেন তিনি।
৩ ঘণ্টা আগে