
টানা বৃষ্টিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিধসের পর নিহত বেড়ে অন্তত ১৩৬ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিতে শত শত গ্রাম প্লাবিত ও ভূমিধসের আশঙ্কা তৈরি হওয়ায় কর্তৃপক্ষ ঝুঁকিতে থাকা মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, ভূমিধসের পর এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধস ও বন্যায় মহারাষ্ট্রের দুটি গ্রামে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ছোট্ট একটি গ্রামে ভূমিধসের ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সাংবাদিকদের বলেছেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় ভূমিধস হচ্ছে এবং নদীগুলো প্লাবিত হয়ে গেছে। এ নিয়ে গত শুক্রবার (২৩ জুলাই) জরুরি বৈঠকও করেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিধসে প্রাণহানির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী বেশ কয়েক দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত মুম্বাইয়ে একটি সাধারণ ঘটনা। প্রতিবছরই বর্ষাকালে শহরটিতে ভারী বৃষ্টিতে বন্যা দেখা দেয়।

টানা বৃষ্টিতে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে ভূমিধসের পর নিহত বেড়ে অন্তত ১৩৬ জনে দাঁড়িয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিতে শত শত গ্রাম প্লাবিত ও ভূমিধসের আশঙ্কা তৈরি হওয়ায় কর্তৃপক্ষ ঝুঁকিতে থাকা মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে, ভূমিধসের পর এখনো অনেকে নিখোঁজ রয়েছেন।
এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী উদ্ধার অভিযানে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটির পশ্চিম উপকূলীয় এলাকায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার কর্মকর্তারা জানিয়েছেন, ভূমিধস ও বন্যায় মহারাষ্ট্রের দুটি গ্রামে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাই থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ছোট্ট একটি গ্রামে ভূমিধসের ঘটনায় অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছেন তাঁরা।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে সাংবাদিকদের বলেছেন, ‘অনাকাঙ্ক্ষিতভাবে ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় ভূমিধস হচ্ছে এবং নদীগুলো প্লাবিত হয়ে গেছে। এ নিয়ে গত শুক্রবার (২৩ জুলাই) জরুরি বৈঠকও করেছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভূমিধসে প্রাণহানির কারণে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আগামী বেশ কয়েক দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
উল্লেখ্য, ভারী বৃষ্টিপাত মুম্বাইয়ে একটি সাধারণ ঘটনা। প্রতিবছরই বর্ষাকালে শহরটিতে ভারী বৃষ্টিতে বন্যা দেখা দেয়।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৭ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৮ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৯ ঘণ্টা আগে