কলকাতা প্রতিনিধি

ভারতের কলকাতায় ভয়াবহ আগুনের ঘটনায় এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশিসহ দুজন। আজ শনিবার আগুনের ঘটনাটি ঘটেছে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে।
জানা গেছে, ভারতীয় সময় ভোর ৪টা নাগাদ আগুন লাগে মির্জা গালিব স্ট্রিটের রাহবার গেস্ট হাউসে। সেখানে বেশ কয়েকজন বাংলাদেশি ছিলেন। সবাই এসেছিলেন কলকাতায় চিকিৎসার জন্য। আগুনের ধোঁয়ায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাংলাদেশির নাম সামিমাতুল আরোস (৬০)। বাড়ি বাংলাদেশে। আহত হয়েছেন মেহতাব আলম (৪২) নামের আরও এক বাংলাদেশি। তাঁর চিকিৎসা চলছে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভারতীয় নাগরিক মইনুল হকও (৩৫) আহত হন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নিউমার্কেট থানার মির্জা গালিব স্ট্রিটের এ ঘটনায় মোট ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) রূপেশ কুমার এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
দমকল সূত্রে জানা গেছে, তাদের তিনটা ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলবাহিনী।
কলকাতায় বাংলাদেশি উপদূতাবাস জানিয়েছে, তারা কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সব রকম সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

ভারতের কলকাতায় ভয়াবহ আগুনের ঘটনায় এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বাংলাদেশিসহ দুজন। আজ শনিবার আগুনের ঘটনাটি ঘটেছে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি গেস্ট হাউসে।
জানা গেছে, ভারতীয় সময় ভোর ৪টা নাগাদ আগুন লাগে মির্জা গালিব স্ট্রিটের রাহবার গেস্ট হাউসে। সেখানে বেশ কয়েকজন বাংলাদেশি ছিলেন। সবাই এসেছিলেন কলকাতায় চিকিৎসার জন্য। আগুনের ধোঁয়ায় তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে একজন কলকাতার এসএসকেএম হাসপাতালে মারা যান।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাংলাদেশির নাম সামিমাতুল আরোস (৬০)। বাড়ি বাংলাদেশে। আহত হয়েছেন মেহতাব আলম (৪২) নামের আরও এক বাংলাদেশি। তাঁর চিকিৎসা চলছে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভারতীয় নাগরিক মইনুল হকও (৩৫) আহত হন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নিউমার্কেট থানার মির্জা গালিব স্ট্রিটের এ ঘটনায় মোট ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) রূপেশ কুমার এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
দমকল সূত্রে জানা গেছে, তাদের তিনটা ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকলবাহিনী।
কলকাতায় বাংলাদেশি উপদূতাবাস জানিয়েছে, তারা কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সব রকম সহায়তার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ পরবর্তী গাজার শাসনব্যবস্থা এবং পুনর্গঠন তদারকি করার জন্য ‘বোর্ড অব পিস’ বা শান্তি পরিষদ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোতে যোগ দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করেছে।
১ মিনিট আগে
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত কাশিওয়াজাকি-কারিওয়া জাপানের সাগর উপকূলে নিইগাতা প্রিফেকচারের ৪ দশমিক ২ বর্গকিলোমিটার এলাকাজুড়ে অবস্থিত। সাতটি রিঅ্যাক্টর পুরোপুরি চালু থাকলে কেন্দ্রটি সর্বোচ্চ ৮ দশমিক ২ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা লাখ লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা মেট
২৪ মিনিট আগে
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
৩ ঘণ্টা আগে
সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
৪ ঘণ্টা আগে