
স্পেনে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্পেনের বেনাভিস শহরের প্রায় ২০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। স্থানীয় সময় বুধবার স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া উপকূলের একটি পার্বত্য এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, আন্দালুসিয়া উপকূলে ব্রিটিশ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন স্পট কোস্টা ডেল সোলের ওপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুহেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয়।
আন্দালুসিয়ার স্থানীয় প্রশাসনের প্রেসিডেন্ট জুয়ানমা মোরেনো বলেছেন, ‘দুঃখজনকভাবে আমরা তিনজন ফায়ার সার্ভিসকর্মীর আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের মধ্যে একজনের শরীরের ২৫ ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে। তাঁদের মালাগা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, গ্রীষ্মের তীব্র উষ্ণতা এবং প্রতিকূল বাতাসের কারণে এই দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ শহরটির অধিবাসীদের জন্য প্রায় ৭০০০ মানুষ ধারণক্ষমতা সম্পন্ন বিপুলসংখ্যক তাঁবু প্রস্তুত করেছে। তবে, ওই শহরটির অধিকাংশ বাসিন্দাই তাঁদের কোনো আত্মীয় বা পার্শ্ববর্তী কোনো শহরের আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় ২ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী ১০০ সৈনিক এবং পার্শ্ববর্তী কোস্টা ডেল সোল শহরের ৫০ জন ফায়ার সার্ভিস সদস্যদের একটি যৌথ দল আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। ঘটনা পর্যবেক্ষণে বিমান ব্যবহার করা হচ্ছে।

স্পেনে ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এই ঘটনায় স্পেনের বেনাভিস শহরের প্রায় ২০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩ জন। স্থানীয় সময় বুধবার স্পেনের দক্ষিণাঞ্চলের আন্দালুসিয়া উপকূলের একটি পার্বত্য এলাকায় এই দাবানলের সূত্রপাত হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, আন্দালুসিয়া উপকূলে ব্রিটিশ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পর্যটন স্পট কোস্টা ডেল সোলের ওপরে অবস্থিত সিয়েরা বারমেজার পুহেরা পাহাড়ের ঢালে আগুনের সূত্রপাত হয়।
আন্দালুসিয়ার স্থানীয় প্রশাসনের প্রেসিডেন্ট জুয়ানমা মোরেনো বলেছেন, ‘দুঃখজনকভাবে আমরা তিনজন ফায়ার সার্ভিসকর্মীর আহত হওয়ার খবর পেয়েছি। তাঁদের মধ্যে একজনের শরীরের ২৫ ভাগেরও বেশি অংশ পুড়ে গেছে। তাঁদের মালাগা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
আন্দালুসিয়ার ওয়াইল্ড ফায়ার ডিপার্টমেন্ট আরও জানিয়েছে, গ্রীষ্মের তীব্র উষ্ণতা এবং প্রতিকূল বাতাসের কারণে এই দাবানলের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় কর্তৃপক্ষ শহরটির অধিবাসীদের জন্য প্রায় ৭০০০ মানুষ ধারণক্ষমতা সম্পন্ন বিপুলসংখ্যক তাঁবু প্রস্তুত করেছে। তবে, ওই শহরটির অধিকাংশ বাসিন্দাই তাঁদের কোনো আত্মীয় বা পার্শ্ববর্তী কোনো শহরের আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় ২ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী ১০০ সৈনিক এবং পার্শ্ববর্তী কোস্টা ডেল সোল শহরের ৫০ জন ফায়ার সার্ভিস সদস্যদের একটি যৌথ দল আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন। ঘটনা পর্যবেক্ষণে বিমান ব্যবহার করা হচ্ছে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে