
যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স। তাও প্রায় দেড়শ বছর হয়ে গেছে। তবে সম্প্রতি ফরাসি আইনপ্রণেতা রাফায়েল গ্লুকসম্যান সেই উপহার ফেরত চেয়েছেন। কারণ, তাঁর অভিযোগ—যুক্তরাষ্ট্র এখন স্বৈরশাসকদের পাশে দাঁড়াচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফ্রান্স থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুকসম্যান তাঁর মন্তব্যের মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ১৮৮৬ সালে নিউইয়র্কে ফরাসি জনগণের উপহার হিসেবে স্থাপিত স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া উচিত, কারণ যুক্তরাষ্ট্র এখন স্বৈরশাসকদের পাশেই দাঁড়াচ্ছে।
গ্লুকসম্যান দলীয় এক সম্মেলনে বলেন, ‘আমাদের এখন আমেরিকানদের কাছে এটা বলতে হবে, আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দাও। কারণ, তাঁরা স্বৈরশাসকদের পাশে দাঁড়ায়, স্বাধীনতা দাবি করায় গবেষককে চাকরি থেকে বের করে দেয়।’
ফরাসি এই আইনপ্রণেতা বলেন, ‘আমরা এটা তোমাদের উপহার হিসেবে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে তোমরা এটিকে অপমানিত করছ। তাই এটি নিজ বাড়িতে, এখানে (ফ্রান্সে) ভালো থাকবে।’ ফরাসি এই আইনপ্রণেতার মন্তব্য সম্ভবত যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সাহায্য বন্ধ করার সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে করা।
যদিও যুক্তরাষ্ট্র এখন আবারও কিয়েভকে সহায়তা দেওয়া শুরু করেছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রতি কোমল মনোভাব, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য শক্তিশালী স্বৈরশাসকদের প্রশংসা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জনসমক্ষে অপমান ইউরোপজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
আরেকটি মন্তব্যে গ্লুকসম্যান প্রস্তাব করেন যে, যদি আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কারণে চাকরি হারায় এবং তারা যদি অভিবাসন চায়, তবে ফ্রান্স তাদের স্বাগত জানাতে পারে। তিনি বলেন, ‘দ্বিতীয় যে বিষয়টি আমরা আমেরিকানদের বলব—যদি তোমরা সেরা গবেষকদের বের করে দিতে চাও, যদি সব মানুষের চাকরি কেড়ে নিতে চাও তবে যারা তাদের স্বাধীনতা, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তোমাদের দেশকে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত করেছে, আমরা তাদের স্বাগত জানাব।’
গ্লুকসম্যানের মন্তব্যের বিষয়ে গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ফরাসি এই আইনপ্রণেতা ‘নিম্ন-স্তরের রাজনীতিবিদ’ এবং দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জন্যই ‘ফরাসিরা এখন জার্মান ভাষা বলছে না।’

যুক্তরাষ্ট্রকে বন্ধুত্বের নিদর্শন হিসেবে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স। তাও প্রায় দেড়শ বছর হয়ে গেছে। তবে সম্প্রতি ফরাসি আইনপ্রণেতা রাফায়েল গ্লুকসম্যান সেই উপহার ফেরত চেয়েছেন। কারণ, তাঁর অভিযোগ—যুক্তরাষ্ট্র এখন স্বৈরশাসকদের পাশে দাঁড়াচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ফ্রান্স থেকে নির্বাচিত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুকসম্যান তাঁর মন্তব্যের মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, ১৮৮৬ সালে নিউইয়র্কে ফরাসি জনগণের উপহার হিসেবে স্থাপিত স্ট্যাচু অব লিবার্টি ফ্রান্সকে ফিরিয়ে দেওয়া উচিত, কারণ যুক্তরাষ্ট্র এখন স্বৈরশাসকদের পাশেই দাঁড়াচ্ছে।
গ্লুকসম্যান দলীয় এক সম্মেলনে বলেন, ‘আমাদের এখন আমেরিকানদের কাছে এটা বলতে হবে, আমাদের স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দাও। কারণ, তাঁরা স্বৈরশাসকদের পাশে দাঁড়ায়, স্বাধীনতা দাবি করায় গবেষককে চাকরি থেকে বের করে দেয়।’
ফরাসি এই আইনপ্রণেতা বলেন, ‘আমরা এটা তোমাদের উপহার হিসেবে দিয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে তোমরা এটিকে অপমানিত করছ। তাই এটি নিজ বাড়িতে, এখানে (ফ্রান্সে) ভালো থাকবে।’ ফরাসি এই আইনপ্রণেতার মন্তব্য সম্ভবত যুক্তরাষ্ট্রের ইউক্রেনকে সাহায্য বন্ধ করার সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে করা।
যদিও যুক্তরাষ্ট্র এখন আবারও কিয়েভকে সহায়তা দেওয়া শুরু করেছে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাশিয়ার প্রতি কোমল মনোভাব, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য শক্তিশালী স্বৈরশাসকদের প্রশংসা এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জনসমক্ষে অপমান ইউরোপজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।
আরেকটি মন্তব্যে গ্লুকসম্যান প্রস্তাব করেন যে, যদি আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কারণে চাকরি হারায় এবং তারা যদি অভিবাসন চায়, তবে ফ্রান্স তাদের স্বাগত জানাতে পারে। তিনি বলেন, ‘দ্বিতীয় যে বিষয়টি আমরা আমেরিকানদের বলব—যদি তোমরা সেরা গবেষকদের বের করে দিতে চাও, যদি সব মানুষের চাকরি কেড়ে নিতে চাও তবে যারা তাদের স্বাধীনতা, উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে তোমাদের দেশকে বিশ্বের শীর্ষ শক্তিতে পরিণত করেছে, আমরা তাদের স্বাগত জানাব।’
গ্লুকসম্যানের মন্তব্যের বিষয়ে গতকাল সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ফরাসি এই আইনপ্রণেতা ‘নিম্ন-স্তরের রাজনীতিবিদ’ এবং দাবি করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের জন্যই ‘ফরাসিরা এখন জার্মান ভাষা বলছে না।’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৮ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৮ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৯ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১০ ঘণ্টা আগে