
ইউক্রেনের আরও অনেক অঞ্চলই রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হবে এবং ইউক্রেনের কাছ থেকে ঐতিহাসিক রুশ ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। এমনটাই বলেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। গতকাল শনিবার ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার এক বছর পূর্তির দিনে এই মন্তব্য করেন মেদভেদেভ।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, মেদভেদেভ যোগাযোগমাধ্যম টেলিগ্রামের নিজস্ব চ্যানেলে এসব লেখেন। তিনি বলেন, ‘গত বছর চারটি অঞ্চলের বাসিন্দারা গণভোটে অংশ নেন এবং নিজের পিতৃভূমির সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।’ মেদভেদেভ আরও লেখেন, ‘এই সিদ্ধান্ত কেবল রাশিয়ার জনগণের ব্যাপক ইচ্ছা, ত্যাগ ও ঐক্যের নিদর্শনই নয়, একই সঙ্গে এটি ঐতিহাসিক ন্যায়বিচারের পুনর্জাগরণও।’
মেদভেদেভ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কিয়েভের বর্তমান সরকার ধ্বংস না হয় এবং শত্রুদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ঐতিহাসিক রুশ ভূমি পুনরুদ্ধার না করা সম্ভব হয়, ততক্ষণ পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চলতে থাকবে।’ তিনি আরও বলেন, ‘জয় আমাদের হবেই এবং শিগগিরই রাশিয়ার সঙ্গে আরও নতুন অঞ্চল যুক্ত হবে।’
এর আগে রাশিয়া-সমর্থিত কর্মকর্তারা ২০২২ সালের ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে গণভোট আয়োজনের ঘোষণা করে। এই চার অঞ্চল ইউক্রেন ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ, যা ইউরোপের দেশ হাঙ্গেরির সমান এলাকা। গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতার দাবি করে সেখানকার প্রশাসন।
পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের ওই চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ বলে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সে বছরের অক্টোবরের ৩ তারিখে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত করার চুক্তি অনুমোদন করে রাশিয়ার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য স্টেট ডুমা সর্বসম্মতিক্রমে চুক্তি অনুমোদন করে।

ইউক্রেনের আরও অনেক অঞ্চলই রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়া হবে এবং ইউক্রেনের কাছ থেকে ঐতিহাসিক রুশ ভূমি পুনরুদ্ধার না করা পর্যন্ত যুদ্ধ চলতে থাকবে। এমনটাই বলেছেন, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। গতকাল শনিবার ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেওয়ার এক বছর পূর্তির দিনে এই মন্তব্য করেন মেদভেদেভ।
রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, মেদভেদেভ যোগাযোগমাধ্যম টেলিগ্রামের নিজস্ব চ্যানেলে এসব লেখেন। তিনি বলেন, ‘গত বছর চারটি অঞ্চলের বাসিন্দারা গণভোটে অংশ নেন এবং নিজের পিতৃভূমির সঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।’ মেদভেদেভ আরও লেখেন, ‘এই সিদ্ধান্ত কেবল রাশিয়ার জনগণের ব্যাপক ইচ্ছা, ত্যাগ ও ঐক্যের নিদর্শনই নয়, একই সঙ্গে এটি ঐতিহাসিক ন্যায়বিচারের পুনর্জাগরণও।’
মেদভেদেভ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কিয়েভের বর্তমান সরকার ধ্বংস না হয় এবং শত্রুদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ঐতিহাসিক রুশ ভূমি পুনরুদ্ধার না করা সম্ভব হয়, ততক্ষণ পর্যন্ত বিশেষ সামরিক অভিযান চলতে থাকবে।’ তিনি আরও বলেন, ‘জয় আমাদের হবেই এবং শিগগিরই রাশিয়ার সঙ্গে আরও নতুন অঞ্চল যুক্ত হবে।’
এর আগে রাশিয়া-সমর্থিত কর্মকর্তারা ২০২২ সালের ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে গণভোট আয়োজনের ঘোষণা করে। এই চার অঞ্চল ইউক্রেন ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ, যা ইউরোপের দেশ হাঙ্গেরির সমান এলাকা। গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে বিপুল সংখ্যাগরিষ্ঠতার দাবি করে সেখানকার প্রশাসন।
পরে গত বছরের ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের ওই চার অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ বলে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সে বছরের অক্টোবরের ৩ তারিখে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত করার চুক্তি অনুমোদন করে রাশিয়ার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য স্টেট ডুমা সর্বসম্মতিক্রমে চুক্তি অনুমোদন করে।

সময় তাঁর গায়ে ছিল লম্বা কালো ওভারকোট। ভিডিওতে দেখা যায়, নিচ থেকে কিছু চিৎকার শোনার পর ট্রাম্প কারখানার মেঝেতে থাকা ওই বিক্ষোভকারীর দিকে আঙুল তুলে তাকান। এরপর তিনি বিরক্ত মুখভঙ্গিতে কয়েকটি কড়া শব্দ বলেন এবং মাঝের আঙুল তুলে দেখান। এ সময় তাঁকে ওই ব্যক্তির উদ্দেশে ‘এফ-বম্ব’ তথা ‘ফাক ইউ’ উচ্চারণ করতে
৭ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর ভিসা নীতি এবং বিদেশি শিক্ষার্থীদের ওপর নানাবিধ বিধিনিষেধ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চীনা শিক্ষার্থীদের সংখ্যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যায় বেড়েছে। গত শুক্রবার হার্ভার্ড কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাণিজ্য
১১ মিনিট আগে
গাজায় ভয়াবহ শীতকালীন ঝড়ে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ধসে পড়ে অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া তীব্র ঠান্ডায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ছয় শিশু। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন। একই সঙ্গে তেহরানের দমনপীড়নের মুখে বিক্ষোভকারীদের ‘আপনাদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিন’ বলে আহ্বান জানিয়েছেন। বিক্ষোভকারীদের ‘আশ্বাস দিয়ে’ বলেছেন, ‘সাহায্য আসছে।’
৪ ঘণ্টা আগে