
ঢাকা:পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি পদত্যাগ করেন।
গত ২১ জুন দেশটির সুইডেনের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা ভোট দেওয়ায় সরকারের পতন ঘটল। সুইডিশ ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সংসদের ভোটাভুটিতে হেরে ক্ষমতাচ্যুত হন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় আজ সোমবার পর্যন্ত দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনকে পদত্যাগ করতে হতো অথবা নতুন সরকার গঠনে আগাম নির্বাচন ডাকতে হতো।
এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে লোফভেন বলেন, `আমাকে পদত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা রাজনৈতিক জীবনে এটি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।'
লোফভেন পদত্যাগ করায় এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। এতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে সুইডেনে আগাম নির্বাচন ডাকতে হবে।
আজ সোমবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা লোফভেন বলেন, মহামারির মধ্যে আগাম নির্বাচন সুইডেনের জন্য সর্বোত্তম কিছু নয়।
নবনির্মিত ভবনের ভাড়া কমানোর পরিকল্পনাকে ঘিরে সুইডেনের ক্ষমতাসীন সরকারের ওপর থেকে লেফট পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর জাতীয়তাবাদী সুইডিশ ডেমোক্র্যাটরা পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন। পরে গত ২১ জুন পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের ৩৪৯ আইনপ্রণেতার মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত করতে ১৭৫ ভোটের দরকার হলেও মোট ১৮১ জন স্টেফান নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে ভোট দেন। ভোটদান থেকে বিরত ছিলেন ৫১ জন।
সুইডেনের সোডারটারন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর নিকোলাস আইলট বলেন, লোফভেন আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন, যদি তিনি মধ্য ও বামপন্থীদের সমর্থন পান।

ঢাকা:পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি পদত্যাগ করেন।
গত ২১ জুন দেশটির সুইডেনের পার্লামেন্টে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতা ভোট দেওয়ায় সরকারের পতন ঘটল। সুইডিশ ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী সংসদের ভোটাভুটিতে হেরে ক্ষমতাচ্যুত হন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যাওয়ায় আজ সোমবার পর্যন্ত দেশটির ক্ষমতাসীন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ও প্রধানমন্ত্রী স্টেফান লোফভেনকে পদত্যাগ করতে হতো অথবা নতুন সরকার গঠনে আগাম নির্বাচন ডাকতে হতো।
এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে লোফভেন বলেন, `আমাকে পদত্যাগ করার জন্য অনুরোধ করা হয়েছে। আমরা রাজনৈতিক জীবনে এটি সবচেয়ে কঠিন সিদ্ধান্ত।'
লোফভেন পদত্যাগ করায় এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন স্পিকার আন্দ্রিয়াস নোরলেন। এতে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলে সুইডেনে আগাম নির্বাচন ডাকতে হবে।
আজ সোমবার সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা লোফভেন বলেন, মহামারির মধ্যে আগাম নির্বাচন সুইডেনের জন্য সর্বোত্তম কিছু নয়।
নবনির্মিত ভবনের ভাড়া কমানোর পরিকল্পনাকে ঘিরে সুইডেনের ক্ষমতাসীন সরকারের ওপর থেকে লেফট পার্টি তাদের সমর্থন প্রত্যাহার করে নেওয়ার পর জাতীয়তাবাদী সুইডিশ ডেমোক্র্যাটরা পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দেন। পরে গত ২১ জুন পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের ৩৪৯ আইনপ্রণেতার মধ্যে সরকারকে ক্ষমতাচ্যুত করতে ১৭৫ ভোটের দরকার হলেও মোট ১৮১ জন স্টেফান নেতৃত্বাধীন সরকারের বিপক্ষে ভোট দেন। ভোটদান থেকে বিরত ছিলেন ৫১ জন।
সুইডেনের সোডারটারন বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর নিকোলাস আইলট বলেন, লোফভেন আবারও প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন, যদি তিনি মধ্য ও বামপন্থীদের সমর্থন পান।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৪ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৫ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৬ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৮ ঘণ্টা আগে