
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় বিদ্রোহের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনো প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি অর্জন করতে আমাদের একটু সময় লাগবে।’
কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে দেড় মাস আগে যুক্তরাজ্যের ক্ষমতায় আসেন লিজ ট্রাস। ক্ষমতায় এসেই ‘মিনি বাজেট’ প্রণয়নসহ আরও কিছু অজনপ্রিয় অর্থনৈতিক পদক্ষেপ নেন তিনি। এসব পদক্ষেপের কারণে বিরোধী দল ও নিজ দলের এমপিদের কাছেই বিতর্কিত হয়ে পড়েন। তারা লিজের পদত্যাগ দাবি করেছেন।
এমন পরিস্থিতিতে বিবিসির সাক্ষাৎকারে ক্ষমা চান লিজ ট্রাস। তিনি বলেছেন, ‘ভুল যা কিছু হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। স্বল্প কর, উচ্চ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার।’
লিজ ট্রাস আরও বলেছেন, ‘আমি মনে করি, তিনিই একজন সৎ রাজনীতিক, যিনি বলেন, আমি ভুল করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন ভুলটির সমাধান করার চেষ্টা করছি।’ এ সময় তিনি আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেবেন বলেও জানান।
তবে যুক্তরাজ্যের ছায়া সরকারের অর্থমন্ত্রী জেমস মুরে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি তাঁর ‘মিনি বাজেট’ দেওয়ার পর যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবে না। ক্ষমাপ্রার্থনা করলেই বাস্তবতা পরিবর্তন হবে না। তাঁর ভুলের মূল্য দিতে হচ্ছে কর্মজীবী মানুষকে।’

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় বিদ্রোহের মুখে পড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘আমাদের যে ভুলগুলো হয়েছে, তার জন্য আমি দুঃখিত।’ তবে এ কারণে তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন এবং আগামী নির্বাচনে দলের নেতৃত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এখনো প্রতিশ্রুতিবদ্ধ। তবে এটি অর্জন করতে আমাদের একটু সময় লাগবে।’
কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে দেড় মাস আগে যুক্তরাজ্যের ক্ষমতায় আসেন লিজ ট্রাস। ক্ষমতায় এসেই ‘মিনি বাজেট’ প্রণয়নসহ আরও কিছু অজনপ্রিয় অর্থনৈতিক পদক্ষেপ নেন তিনি। এসব পদক্ষেপের কারণে বিরোধী দল ও নিজ দলের এমপিদের কাছেই বিতর্কিত হয়ে পড়েন। তারা লিজের পদত্যাগ দাবি করেছেন।
এমন পরিস্থিতিতে বিবিসির সাক্ষাৎকারে ক্ষমা চান লিজ ট্রাস। তিনি বলেছেন, ‘ভুল যা কিছু হয়েছে, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। স্বল্প কর, উচ্চ প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাই ছিল আমাদের প্রথম অগ্রাধিকার।’
লিজ ট্রাস আরও বলেছেন, ‘আমি মনে করি, তিনিই একজন সৎ রাজনীতিক, যিনি বলেন, আমি ভুল করেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন ভুলটির সমাধান করার চেষ্টা করছি।’ এ সময় তিনি আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব দেবেন বলেও জানান।
তবে যুক্তরাজ্যের ছায়া সরকারের অর্থমন্ত্রী জেমস মুরে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়ার বিষয়টি তাঁর ‘মিনি বাজেট’ দেওয়ার পর যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে পারবে না। ক্ষমাপ্রার্থনা করলেই বাস্তবতা পরিবর্তন হবে না। তাঁর ভুলের মূল্য দিতে হচ্ছে কর্মজীবী মানুষকে।’

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ হিসেবে দেখানো হয়েছে—এমন একটি উইকিপিডিয়া পাতার স্ক্রিনশট শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি এই ছবি শেয়ার করেন।
৫ মিনিট আগে
জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে