
জার্মানিতে ৮৭ বার করোনার টিকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও ফ্রি প্রেসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিকাবিরোধীরা ওই ব্যক্তিকে একের পর এক টিকা নেওয়ার জন্য অর্থ দিয়েছেন। এ জন্য তিনি এতবার টিকা নিয়েছেন।
তবে ওই ব্যক্তির নাম না প্রকাশ করা হলেও প্রতিবেদনে জানানো হয়েছে তাঁর বয়স ৬১ বছর। তিনি জার্মানির স্যাক্সনি এবং কমপক্ষে ভিন্ন ভিন্ন আরও তিনটি প্রদেশ থেকে এসব টিকা নিয়েছেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি প্রতিদিন তিনটি ভিন্ন টিকাকেন্দ্রে যেতেন। সেখানে তিনি তাঁর নাম ও জন্ম তারিখ বলে টিকা নিতেন। কিন্তু তিনি কখনো তাঁর স্বাস্থ্যবীমা কার্ড দেখাতেন না। এ জন্য তিনি এতবার টিকা নিতে পেরেছেন। কারণ স্বাস্থ্য বীমা কার্ডে টিকার পুরো তথ্য থাকে।
ড্রেসডেন এলাকার একটি টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বলে ডয়চে ভেলে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যখন ওই ব্যক্তি লিপজিগের একটি টিকাকেন্দ্রে প্রবেশ করেন, তখন টিকাকেন্দ্রের কর্মীরা পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
রেডক্রস বলছে, ওই ব্যক্তি প্রতিবার টিকা নিয়ে সেখানে আরেকজনের তথ্য দিয়ে তাঁকে সেই সনদ দিতেন। যারা টিকা নিতে আগ্রহী নন, তিনি নিজে টিকা নিয়ে অর্থের বিনিময়ে সেই সনদ অন্যদের দিতেন। এ জন্য রেড ক্রস ওই ব্যক্তির বিরুদ্ধে টিকার সনদ বিক্রির অভিযোগ এনেছে। এ ছাড়া স্যাক্সনি ও অন্যান্য রাজ্যে তাঁর এই অপরাধের তদন্ত চলছে।

জার্মানিতে ৮৭ বার করোনার টিকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও ফ্রি প্রেসের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিকাবিরোধীরা ওই ব্যক্তিকে একের পর এক টিকা নেওয়ার জন্য অর্থ দিয়েছেন। এ জন্য তিনি এতবার টিকা নিয়েছেন।
তবে ওই ব্যক্তির নাম না প্রকাশ করা হলেও প্রতিবেদনে জানানো হয়েছে তাঁর বয়স ৬১ বছর। তিনি জার্মানির স্যাক্সনি এবং কমপক্ষে ভিন্ন ভিন্ন আরও তিনটি প্রদেশ থেকে এসব টিকা নিয়েছেন।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ব্যক্তি প্রতিদিন তিনটি ভিন্ন টিকাকেন্দ্রে যেতেন। সেখানে তিনি তাঁর নাম ও জন্ম তারিখ বলে টিকা নিতেন। কিন্তু তিনি কখনো তাঁর স্বাস্থ্যবীমা কার্ড দেখাতেন না। এ জন্য তিনি এতবার টিকা নিতে পেরেছেন। কারণ স্বাস্থ্য বীমা কার্ডে টিকার পুরো তথ্য থাকে।
ড্রেসডেন এলাকার একটি টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মী ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছেন বলে ডয়চে ভেলে জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যখন ওই ব্যক্তি লিপজিগের একটি টিকাকেন্দ্রে প্রবেশ করেন, তখন টিকাকেন্দ্রের কর্মীরা পুলিশকে জানায়। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
রেডক্রস বলছে, ওই ব্যক্তি প্রতিবার টিকা নিয়ে সেখানে আরেকজনের তথ্য দিয়ে তাঁকে সেই সনদ দিতেন। যারা টিকা নিতে আগ্রহী নন, তিনি নিজে টিকা নিয়ে অর্থের বিনিময়ে সেই সনদ অন্যদের দিতেন। এ জন্য রেড ক্রস ওই ব্যক্তির বিরুদ্ধে টিকার সনদ বিক্রির অভিযোগ এনেছে। এ ছাড়া স্যাক্সনি ও অন্যান্য রাজ্যে তাঁর এই অপরাধের তদন্ত চলছে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৩ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৩ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৫ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগে