
চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো এক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জি–২০ সম্মেলনে সি ও পুতিনের সশরীরে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জোকো উইদাদো বলেছেন, ‘সি চিন পিং বৈঠকে যোগ দেবেন। প্রেসিডেন্ট পুতিনও যোগ দেবেন বলে আমাকে জানিয়েছেন।’
এদিকে, রাশিয়া সরকারের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, সম্মেলনে সশরীরে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে পুতিনের। তবে সির আসন্ন বালি সফরের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন। রাশিয়ার সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও পুতিনের বালি সফর নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। কারণ, ইউক্রেনের রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে পুতিনের বিদেশ সফর অনেকটাই কমে গিয়েছে। তবে, সি কোভিড–১৯ মহামারির কারণে তাঁর বিদেশ সফর বন্ধ রেখেছেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, চলমান ইউক্রেন এবং তাইওয়ান সংকটের মধ্যে জি–২০ সম্মেলনে সি এবং পুতিনের উপস্থিতির পাশাপাশি বাইডেনের উপস্থিতি এই তিন নেতার মধ্যে একটি আলোচনার দ্বার উন্মুক্ত করতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সম্মেলন থেকে পুতিনকে বাদ দিতে চাপ দিচ্ছিল পশ্চিমা দেশগুলো। এদিকে তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে বিরোধ বেড়েছে যুক্তরাষ্ট্রের।
উল্লেখ্য, আগামী ১৫ ও ১৬ নভেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

চলতি বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় আজ শুক্রবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো এক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে জি–২০ সম্মেলনে সি ও পুতিনের সশরীরে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
জোকো উইদাদো বলেছেন, ‘সি চিন পিং বৈঠকে যোগ দেবেন। প্রেসিডেন্ট পুতিনও যোগ দেবেন বলে আমাকে জানিয়েছেন।’
এদিকে, রাশিয়া সরকারের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, সম্মেলনে সশরীরে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে পুতিনের। তবে সির আসন্ন বালি সফরের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি চীন। রাশিয়ার সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলেও পুতিনের বালি সফর নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। কারণ, ইউক্রেনের রাশিয়ার দাবিকৃত ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে পুতিনের বিদেশ সফর অনেকটাই কমে গিয়েছে। তবে, সি কোভিড–১৯ মহামারির কারণে তাঁর বিদেশ সফর বন্ধ রেখেছেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, চলমান ইউক্রেন এবং তাইওয়ান সংকটের মধ্যে জি–২০ সম্মেলনে সি এবং পুতিনের উপস্থিতির পাশাপাশি বাইডেনের উপস্থিতি এই তিন নেতার মধ্যে একটি আলোচনার দ্বার উন্মুক্ত করতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে সম্মেলন থেকে পুতিনকে বাদ দিতে চাপ দিচ্ছিল পশ্চিমা দেশগুলো। এদিকে তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে বিরোধ বেড়েছে যুক্তরাষ্ট্রের।
উল্লেখ্য, আগামী ১৫ ও ১৬ নভেম্বর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এই মামলাটি করে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে সামরিক হস্তক্ষেপের হুমকি দেওয়ার পর দেশটির নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে ‘আলোচনায় বসতে’ চেয়েছে। তবে তিনি এও বলেছেন যে, আলোচনায় বসার আগেই একটা কিছু করে ফেলতে পারেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের কর্ণাটকের বেঙ্গালুরুতে সপ্তাহখানেক আগে এক নারী সফটওয়্যার প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয় তাঁর ভাড়া বাসায়। উদ্ধারের এক সপ্তাহ পর তদন্তকারীরা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্তার চেষ্টা প্রতিরোধ করায় ১৮ বছর বয়সী এক তরুণ ওই নারীকে হত্যা করেছে।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের জন্য নির্ধারিত হলুদ রেখা আরও গভীরে ঠেলে দিতে চায় ইসরায়েল। উদ্দেশ্য অবরুদ্ধ ছিটমহলটির আরও ভূখণ্ড নিজের কবজায় নেওয়া। এ লক্ষ্যে আগামী মার্চে দখলদার বাহিনী গাজায় ফের আগ্রাসন শুরু করতে চায়।
৬ ঘণ্টা আগে