
রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। এরই মধ্যে বেশ কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে, শোনা গেছে বিস্ফোরণের শব্দ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার ভোররাতেই দেশটির মধ্যাঞ্চলীয় দিনিপ্রো, ক্রেমেনচুক ও পোলতাভাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণে মাইকোলাইভের পাশাপাশি রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য সম্প্রতি বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেন। কয়েক সপ্তাহ ধরেই পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী বাখমুতের উত্তর-পশ্চিম এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমের চারটি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।
এদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। স্থানীয় সময় বুধবার এ দুই নেতা ফোনালাপ করেন। প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ফোনালাপ সম্পর্কে বেইজিং বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘রাজনৈতিক মীমাংসা’ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে চীন একজন দূতকে কিয়েভে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।
ফোনালাপের পর এক টুইটার পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘চীনের উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে চীনে যদি ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ করা যায়, তবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।’ চীন ও ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনালাপটি প্রায় এক ঘণ্টা দীর্ঘ ছিল। দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে, ফোনালাপটি অর্থবহ হয়েছে।

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে শুক্রবার (২৮ এপ্রিল) ভোরে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। এরই মধ্যে বেশ কয়েকটি শহরে হামলার খবর পাওয়া গেছে, শোনা গেছে বিস্ফোরণের শব্দ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার ভোররাতেই দেশটির মধ্যাঞ্চলীয় দিনিপ্রো, ক্রেমেনচুক ও পোলতাভাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণে মাইকোলাইভের পাশাপাশি রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ চালিয়ে যাচ্ছে। তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়েছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য সম্প্রতি বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেন। কয়েক সপ্তাহ ধরেই পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী বাখমুতের উত্তর-পশ্চিম এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমের চারটি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।
এদিকে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। স্থানীয় সময় বুধবার এ দুই নেতা ফোনালাপ করেন। প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ফোনালাপ সম্পর্কে বেইজিং বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘রাজনৈতিক মীমাংসা’ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে চীন একজন দূতকে কিয়েভে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।
ফোনালাপের পর এক টুইটার পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘চীনের উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে চীনে যদি ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ করা যায়, তবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।’ চীন ও ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনালাপটি প্রায় এক ঘণ্টা দীর্ঘ ছিল। দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে, ফোনালাপটি অর্থবহ হয়েছে।

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৫ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
৬ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
৭ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
৯ ঘণ্টা আগে