
ইউক্রেন আক্রমণের সব উদ্দেশ্য পূরণের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পুতিন বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অপারেশন একটি সার্বভৌম দেশের নিজেদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত।’ এ সময় পুতিন প্রতিজ্ঞা করেন যে—‘এই বিশেষ সামরিক অভিযানের সকল উদ্দেশ্যেই পূর্ণ করা হবে।’
বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়াকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসে ‘অপারেশন’ চালাতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, ‘এটি কঠিন ছিল, তবে এটি জোরপূর্বক হলেও এর প্রয়োজন ছিল। এটি জাতিসংঘ চার্টারের ভিত্তিতে আমাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই পরিচালিত হয়েছে।’
শুক্রবারে দেওয়া ওই ভাষণে পুতিন আরও বলেন, অবরোধ দিয়ে রাশিয়ার অর্থনীতি ধ্বংস করে রাশিয়াকে শিক্ষা দেওয়া যে পরিকল্পনা পশ্চিমের ছিল তা সফল হয়নি। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি এখনো গতিশীল এবং স্থিতিশীল। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।’
পুতিন আরও বলেন, ‘এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা শেষ হয়ে গেছে।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, তাঁরা তাদের রাজনৈতিক সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে।
এদিকে, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ইউরোপীয় কমিশনের পরামর্শ মোতাবেক ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে তাঁর দেশ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে যাবে।

ইউক্রেন আক্রমণের সব উদ্দেশ্য পূরণের দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার সেন্ট পিটার্সবার্গে একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পুতিন বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অপারেশন একটি সার্বভৌম দেশের নিজেদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে পরিচালিত।’ এ সময় পুতিন প্রতিজ্ঞা করেন যে—‘এই বিশেষ সামরিক অভিযানের সকল উদ্দেশ্যেই পূর্ণ করা হবে।’
বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়াকে ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাসে ‘অপারেশন’ চালাতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, ‘এটি কঠিন ছিল, তবে এটি জোরপূর্বক হলেও এর প্রয়োজন ছিল। এটি জাতিসংঘ চার্টারের ভিত্তিতে আমাদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যেই পরিচালিত হয়েছে।’
শুক্রবারে দেওয়া ওই ভাষণে পুতিন আরও বলেন, অবরোধ দিয়ে রাশিয়ার অর্থনীতি ধ্বংস করে রাশিয়াকে শিক্ষা দেওয়া যে পরিকল্পনা পশ্চিমের ছিল তা সফল হয়নি। তিনি বলেন, ‘আমাদের অর্থনীতি এখনো গতিশীল এবং স্থিতিশীল। আমাদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।’
পুতিন আরও বলেন, ‘এক কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা শেষ হয়ে গেছে।’ এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, তাঁরা তাদের রাজনৈতিক সার্বভৌমত্ব সম্পূর্ণভাবে হারিয়ে ফেলেছে।
এদিকে, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ইউরোপীয় কমিশনের পরামর্শ মোতাবেক ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে তাঁর দেশ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে যাবে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৫ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে