আজকের পত্রিকা ডেস্ক

এক সপ্তাহে দুই দফা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তিন দিনের ব্যবধানে ন্যাটোর আকাশসীমায় দুটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
বিবৃতি অনুযায়ী, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করে রাশিয়ার উড়োজাহাজ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ১৫ এপ্রিল বাল্টিক সাগরের আকাশে দেখা যায় রুশ আইএল-২০এম কুট-এ মডেলের একটি গোয়েন্দা বিমান। সেটি নজরে আসা মাত্রই যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) দুটি টাইফুন জেট ছুটে যায়। টাইফুনের ধাওয়া খেয়ে রুশ আকাশযানটি ন্যাটোর আকাশসীমা ছাড়ে বলে জানানো হয়।
এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইউরোপের দেশ পোল্যান্ড ও লিথুনিয়ার মাঝে অবস্থিত রুশ শহর কালিনিনগ্রাদের আকাশসীমা অতিক্রম করে একটি অজানা আকাশযান। সেটিকেও প্রতিহত করে আরএএফের দুটি টাইফুন জেট। দুই দফায়ই পোল্যান্ডের মালবার্ক বিমানঘাঁটি থেকে অভিযান চালায় রয়্যাল এয়ারফোর্স।
ন্যাটোর বর্ধিত আকাশ প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে এই অভিযান দুটি চালাল যুক্তরাজ্য। মালবার্কে নিজেদের উড়োজাহাজ ও সেনা মোতায়েনের পর এবারই প্রথম রুশ উড়োজাহাজ প্রতিহত করল আরএএফ। ন্যাটোর নতুন সদস্য সুইডেনও এই মিশনের অংশ। যুক্তরাজ্যের নতুন এই মিশনের নাম অপারেশন চেসম্যান।
রুশ উড়োজাহাজ প্রতিহত করতে রয়্যাল এয়ার ফোর্স-এর যুদ্ধবিমানের ব্যবহার এবারই প্রথম নয়। গত বছর, স্কটল্যান্ডের আরএএফ লসিমাউথ ঘাঁটি থেকে দুটি টাইফুন জেট উড়ে যায়, যখন একটি রুশ বেয়ার-এফ বোমারু বিমান উত্তর সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেই সময় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ গোয়েন্দা বিমানটি যুক্তরাজ্যের নজরদারির আওতার মধ্যে শনাক্ত হয়েছিল, তবে এটি যুক্তরাজ্যের সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।
উত্তর সাগরের আকাশসীমায় একটি রুশ বেয়ার এফ বোমারু বিমান শনাক্ত করা হয়। সেসব স্কটল্যান্ডের লসিমাউথ ঘাঁটি থেকে সেটিকে ধাওয়া করে আরএএফের যুদ্ধবিমান। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে লসিমাউথ ঘাঁটি থেকে মোট ৫০টি রুশ বিমান প্রতিহত করে আরএএফ।

এক সপ্তাহে দুই দফা ন্যাটোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। তিন দিনের ব্যবধানে ন্যাটোর আকাশসীমায় দুটি রুশ উড়োজাহাজ শনাক্ত করা হয়েছে। গতকাল রোববার এক বিবৃতিতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করেছে।
বিবৃতি অনুযায়ী, গত মঙ্গলবার (১৫ এপ্রিল) এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ন্যাটোর আকাশসীমায় প্রবেশ করে রাশিয়ার উড়োজাহাজ। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ১৫ এপ্রিল বাল্টিক সাগরের আকাশে দেখা যায় রুশ আইএল-২০এম কুট-এ মডেলের একটি গোয়েন্দা বিমান। সেটি নজরে আসা মাত্রই যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) দুটি টাইফুন জেট ছুটে যায়। টাইফুনের ধাওয়া খেয়ে রুশ আকাশযানটি ন্যাটোর আকাশসীমা ছাড়ে বলে জানানো হয়।
এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইউরোপের দেশ পোল্যান্ড ও লিথুনিয়ার মাঝে অবস্থিত রুশ শহর কালিনিনগ্রাদের আকাশসীমা অতিক্রম করে একটি অজানা আকাশযান। সেটিকেও প্রতিহত করে আরএএফের দুটি টাইফুন জেট। দুই দফায়ই পোল্যান্ডের মালবার্ক বিমানঘাঁটি থেকে অভিযান চালায় রয়্যাল এয়ারফোর্স।
ন্যাটোর বর্ধিত আকাশ প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে এই অভিযান দুটি চালাল যুক্তরাজ্য। মালবার্কে নিজেদের উড়োজাহাজ ও সেনা মোতায়েনের পর এবারই প্রথম রুশ উড়োজাহাজ প্রতিহত করল আরএএফ। ন্যাটোর নতুন সদস্য সুইডেনও এই মিশনের অংশ। যুক্তরাজ্যের নতুন এই মিশনের নাম অপারেশন চেসম্যান।
রুশ উড়োজাহাজ প্রতিহত করতে রয়্যাল এয়ার ফোর্স-এর যুদ্ধবিমানের ব্যবহার এবারই প্রথম নয়। গত বছর, স্কটল্যান্ডের আরএএফ লসিমাউথ ঘাঁটি থেকে দুটি টাইফুন জেট উড়ে যায়, যখন একটি রুশ বেয়ার-এফ বোমারু বিমান উত্তর সাগরের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। সেই সময় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রুশ গোয়েন্দা বিমানটি যুক্তরাজ্যের নজরদারির আওতার মধ্যে শনাক্ত হয়েছিল, তবে এটি যুক্তরাজ্যের সার্বভৌম আকাশসীমায় প্রবেশ করতে পারেনি।
উত্তর সাগরের আকাশসীমায় একটি রুশ বেয়ার এফ বোমারু বিমান শনাক্ত করা হয়। সেসব স্কটল্যান্ডের লসিমাউথ ঘাঁটি থেকে সেটিকে ধাওয়া করে আরএএফের যুদ্ধবিমান। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে লসিমাউথ ঘাঁটি থেকে মোট ৫০টি রুশ বিমান প্রতিহত করে আরএএফ।

পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
২ মিনিট আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
১৮ মিনিট আগে
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে জানিয়েছেন দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা। আজ রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন। তবে ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন।
২৩ মিনিট আগে
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
২ ঘণ্টা আগে