
গত বৃহস্পতিবার ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় হামলাকারীর উদ্দেশ্য হাসিলে বাধা দিয়ে এখন প্রশংসার জোয়ারে ভাসছেন হেনরি নামে এক পর্যটক। ফ্রান্সের গণমাধ্যম তাকে ‘ব্যাকপ্যাক হিরো’ হিসেবে আখ্যায়িত করছে।
ছুরি হামলার ফুটেজে দেখা যায়-২৪ বছর বয়সী হেনরি হামলাকারীর দিকে একটি ভারী ব্যাগ দুলিয়ে তাকে বাধাগ্রস্ত করছেন। পরে ওই লোকটিকে তাড়া করতেও দেখা যায় তাকে।
এ বিষয়ে হেনরি জানান, তিনি তার স্বাভাবিক কাজটাই করেছেন। দুর্বলদের রক্ষার মানসিকতা তাঁকে এ কাজে বাধ্য করেছে। আর এমন মানসিকতা প্রত্যেক ফরাসি ধারণ করেন বলেও জানান তিনি।
বীরত্বের ফলস্বরূপ শুক্রবার বিকেলে অ্যানেসি শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও দেখা হয়ে যায় হেনরির। এ সময় মাখোঁ তাঁর সাহসিকতার জন্য প্রশংসা করেন এবং তাঁর কাজকে ‘আশার আলো’ হিসেবে বর্ণনা করেন।
ছুরিকাঘাতে আহতদের সঙ্গে দেখা করা ছাড়াও হেনরিকে এক নজর দেখার ইচ্ছায়ও অ্যানেসি শহরে এসেছিলেন মাখোঁ।
ঘটনার পর নিজের আসল নাম প্রকাশ করেননি ম্যানেজমেন্টে স্নাতক হেনরি। দাবি করেন, এ ধরনের কাজ কোনো বেসামরিক মানুষ হিসেবে শুধু তিনি একাই করেননি, আরও নজির আছে। এ ছাড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে শুধু তার কৃতিত্বই দেখা গেছে। আসলে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষই নিজ নিজ উপায়ে ঘটনাটি প্রতিরোধের চেষ্টা করছিলেন। পার্কের একজন কর্মী তার হাতে থাকা প্লাস্টিকের একটি কোদাল দিয়ে ওই হামলাকারীকে আঘাতের চেষ্টাও করেছিলেন।
ঘটনার কয়েক দিন আগেই হেনরির সাক্ষাৎকার নিয়েছিল একটি ফরাসি সংবাদপত্র। এ সাক্ষাৎকার থেকে জানা যায়-গত ৯ মাস ধরেই হেঁটে হেঁটে কিংবা পথচলতি যানবাহনে বিনা পয়সায় ভ্রমণ করে ফ্রান্সের ক্যাথেড্রালগুলো ঘুরে ঘুরে দেখছেন হেনরি।

গত বৃহস্পতিবার ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে ছয় শিশুসহ সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে এ ঘটনায় হামলাকারীর উদ্দেশ্য হাসিলে বাধা দিয়ে এখন প্রশংসার জোয়ারে ভাসছেন হেনরি নামে এক পর্যটক। ফ্রান্সের গণমাধ্যম তাকে ‘ব্যাকপ্যাক হিরো’ হিসেবে আখ্যায়িত করছে।
ছুরি হামলার ফুটেজে দেখা যায়-২৪ বছর বয়সী হেনরি হামলাকারীর দিকে একটি ভারী ব্যাগ দুলিয়ে তাকে বাধাগ্রস্ত করছেন। পরে ওই লোকটিকে তাড়া করতেও দেখা যায় তাকে।
এ বিষয়ে হেনরি জানান, তিনি তার স্বাভাবিক কাজটাই করেছেন। দুর্বলদের রক্ষার মানসিকতা তাঁকে এ কাজে বাধ্য করেছে। আর এমন মানসিকতা প্রত্যেক ফরাসি ধারণ করেন বলেও জানান তিনি।
বীরত্বের ফলস্বরূপ শুক্রবার বিকেলে অ্যানেসি শহরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও দেখা হয়ে যায় হেনরির। এ সময় মাখোঁ তাঁর সাহসিকতার জন্য প্রশংসা করেন এবং তাঁর কাজকে ‘আশার আলো’ হিসেবে বর্ণনা করেন।
ছুরিকাঘাতে আহতদের সঙ্গে দেখা করা ছাড়াও হেনরিকে এক নজর দেখার ইচ্ছায়ও অ্যানেসি শহরে এসেছিলেন মাখোঁ।
ঘটনার পর নিজের আসল নাম প্রকাশ করেননি ম্যানেজমেন্টে স্নাতক হেনরি। দাবি করেন, এ ধরনের কাজ কোনো বেসামরিক মানুষ হিসেবে শুধু তিনি একাই করেননি, আরও নজির আছে। এ ছাড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে শুধু তার কৃতিত্বই দেখা গেছে। আসলে সেখানে উপস্থিত প্রত্যেকটি মানুষই নিজ নিজ উপায়ে ঘটনাটি প্রতিরোধের চেষ্টা করছিলেন। পার্কের একজন কর্মী তার হাতে থাকা প্লাস্টিকের একটি কোদাল দিয়ে ওই হামলাকারীকে আঘাতের চেষ্টাও করেছিলেন।
ঘটনার কয়েক দিন আগেই হেনরির সাক্ষাৎকার নিয়েছিল একটি ফরাসি সংবাদপত্র। এ সাক্ষাৎকার থেকে জানা যায়-গত ৯ মাস ধরেই হেঁটে হেঁটে কিংবা পথচলতি যানবাহনে বিনা পয়সায় ভ্রমণ করে ফ্রান্সের ক্যাথেড্রালগুলো ঘুরে ঘুরে দেখছেন হেনরি।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৭ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৭ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
১০ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
১০ ঘণ্টা আগে