
ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাবাহিনী ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্য তুমুল যুদ্ধ চলছে। কিয়েভের টেলিভিশন টাওয়ারে রুশ সেনাবাহিনীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। ইউক্রেন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে প্রযুক্তিগত স্থাপনাগুলোতে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পরপরই এই হামলা হলো। এর আগে, রুশ সেনাবাহিনী কিয়েভে হামলা চালানোর ঘোষণা দিয়ে নাগরিকদের শহর ত্যাগের আহ্বান জানায়।
এ দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী বেশ কিছু এলাকা থেকে পশ্চাদপসরণ করলেও পরিস্থিতি এখনো সংকটাপন্ন। বিবিসির পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, রাশিয়ান সৈন্যদের মনোবলের ঘাটতি রয়েছে বলে তাঁদের কাছে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও জানান, রুশরা যুদ্ধের ছয় দিনেও ইউক্রেনের আকাশ সীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এমনকি রুশরা মারিউপোল বন্দর দখল করতে পারেনি বলেও জানান তিনি।
পেন্টাগনের ওই যোগ করেন, রাশিয়া প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, তবে সেগুলো ইউক্রেনের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমে বাঁধা পেয়ে ধ্বংস হয়েছে। ইউক্রেনকে ঘিরে থাকা রুশ সৈন্যদের প্রায় ৮০ শতাংশই এখন রাশিয়ার অভ্যন্তরে রয়ে গেছে বলেও জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।
তিনি আরও জানান, কিছু রাশিয়ান ইউনিটের খাদ্য ও জ্বালানি ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ সেনাবাহিনী ও ইউক্রেনের সেনাবাহিনীর মধ্য তুমুল যুদ্ধ চলছে। কিয়েভের টেলিভিশন টাওয়ারে রুশ সেনাবাহিনীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে। ইউক্রেন সরকারের এক উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে প্রযুক্তিগত স্থাপনাগুলোতে হামলা চালানোর নির্দেশ দেওয়ার পরপরই এই হামলা হলো। এর আগে, রুশ সেনাবাহিনী কিয়েভে হামলা চালানোর ঘোষণা দিয়ে নাগরিকদের শহর ত্যাগের আহ্বান জানায়।
এ দিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের এক সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী বেশ কিছু এলাকা থেকে পশ্চাদপসরণ করলেও পরিস্থিতি এখনো সংকটাপন্ন। বিবিসির পৃথক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওই কর্মকর্তা আরও জানান, রাশিয়ান সৈন্যদের মনোবলের ঘাটতি রয়েছে বলে তাঁদের কাছে গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। ওই প্রতিবেদনের বরাত দিয়ে ওই কর্মকর্তা আরও জানান, রুশরা যুদ্ধের ছয় দিনেও ইউক্রেনের আকাশ সীমায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। এমনকি রুশরা মারিউপোল বন্দর দখল করতে পারেনি বলেও জানান তিনি।
পেন্টাগনের ওই যোগ করেন, রাশিয়া প্রায় ৪০০ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে, তবে সেগুলো ইউক্রেনের অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেমে বাঁধা পেয়ে ধ্বংস হয়েছে। ইউক্রেনকে ঘিরে থাকা রুশ সৈন্যদের প্রায় ৮০ শতাংশই এখন রাশিয়ার অভ্যন্তরে রয়ে গেছে বলেও জানিয়েছেন ওই মার্কিন কর্মকর্তা।
তিনি আরও জানান, কিছু রাশিয়ান ইউনিটের খাদ্য ও জ্বালানি ফুরিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের অভিযানের কয়েক মাস আগেই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছিল ট্রাম্প প্রশাসন। অভিযানের পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত একাধিক ব্যক্তি।
২ ঘণ্টা আগে
আল-জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার জানান, খামেনির বক্তব্যে আগের অবস্থান পুনর্ব্যক্ত হলেও একটি গুরুত্বপূর্ণ ও নতুন তথ্য উঠে এসেছে। সেটা হলো, প্রাণহানির সংখ্যা। তিনি বলেন, ‘এই প্রথম খামেনি নিহতের সংখ্যা নিয়ে ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, সহিংস বিক্ষোভকারীরা হাজার হাজার মানুষকে হত্যা করেছে।’
৩ ঘণ্টা আগে
এই ভাষণে প্রথমবারের মতো খামেনি বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যা ‘হাজার হাজার’ বলে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পৃক্তরা এখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং কয়েক হাজার মানুষকে হত্যা করেছে।’
৩ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস জেলায় ১১ জন আরোহী নিয়ে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের (আইএটি) একটি ফ্লাইট নিখোঁজ হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা ১টা ১৭ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়েছিল।
৪ ঘণ্টা আগে