ক্রিসমাসের আগে ইংল্যান্ডে বুস্টার ডোজ নিয়ে বেশ তোড়জোড় চলছিল। কিন্তু জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (এনএইচএস) ফাঁস হওয়া একটি মেমো থেকে জানা যাচ্ছে, সাধারণ মানুষের অনাগ্রহের কারণে অনেকগুলো টিকা ফেলে দিতে হয়েছে। ঠিক কত ডোজ টিকা নষ্ট হয়েছে তার সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও একাধিক সূত্রের মতে, এ সংখ্যা কয়েক হাজার তো হবেই।
এনএইচএসের মেমোটি হাতে পেয়েছে হেলথ সার্ভিস জার্নাল (এইচএসজে)। তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত বৃহস্পতিবার এনএইচএস ইংল্যান্ডের টিকাদান দল থেকে সারা দেশের ৩ হাজার টিকাদান জোন পরিচালনাকারী কর্মকর্তাদের কাছে পাঠানো মেমোতে বলা হয়েছে, কিছু টিকা ব্যবহার না হওয়ায় মেয়াদ শেষ হয়ে গেছে। সেগুলো ফেলে দেওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত মানুষকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
মেমোতে বলা হয়েছে, ডিসেম্বরে জানানো হয়েছিল, বুস্টার ডোজ দেওয়ার জন্য কিছু টিকা মজুত আছে। কয়েক সপ্তাহের মধ্যে এগুলোর মেয়াদ শেষ হয়ে যাবে। টিকাদান কর্মসূচিতে এই টিকাগুলো ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ অব্যবহৃত টিকাগুলো সঠিক তাপমাত্রায় ‘উপযুক্ত মেডিকেল ফ্রিজে কোয়ারেন্টিন’ করার নির্দেশনাও মেমোতে উল্লেখ করা হয়েছে।
গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে শুরু হওয়া বুস্টার ক্যাম্পেইনে ফাইজার/বায়োএনটেক এবং মডার্নার মিশ্র ডোজ ব্যবহার করা হচ্ছে।
টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তার বলছেন, প্রাথমিকভাবে তাঁরা মনে করছেন, ৩০ শতাংশ লোক বুস্টার নেওয়ার জন্য নির্ধারিত সময়ে টিকা কেন্দ্রে না আসার কারণে এই অপচয় হয়েছে।
এনএইচএস কনফেডারেশনের প্রাথমিক পরিচর্যার পরিচালক রুথ র্যাঙ্কাইন বলেন, প্রাথমিক পরিচর্যা টিমগুলো ৩ কোটিরও বেশি বুস্টার ডোজ দিয়েছে। তাঁরা সব সময় চেষ্টা করছেন যাতে টিকা নষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি না হয়। এই ঝুঁকি কমানোর জন্য স্থানীয় সাইট এবং কমিশনারদের সেভাবে নির্দেশনা দেওয়া আছে। কিন্তু এনএইচএস কর্মকর্তারা তাঁদের বলছেন, প্রায় ২০ থেকে ৩০ শতাংশ লোকের মধ্যে টিকা নেওয়ার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। এটি একটি সত্যিকারের উদ্বেগের বিষয়।
অবশ্য টিকা নেওয়ার অ্যাপয়েন্টমেন্ট মিস করার একাধিক কারণ থাকতে পারে: যদি ওই ব্যক্তি সেলফ আইসোলেশনে থাকেন বা অতিসম্প্রতি আক্রান্ত হয়েছেন অথবা অন্য কোথাও টিকা নেওয়ার বা বুস্টার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তনের কথা কর্তৃপক্ষকে না জানালে টিকা কর্মীদের কিছু করার থাকে না বলেও উল্লেখ করেন র্যাঙ্কাইন।
বুস্টার ডোজের সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, যুক্তরাজ্যজুড়ে দৈনিক বুস্টার ডোজ গ্রহণকারীর সংখ্যা ২১ ডিসেম্বর ছিল রেকর্ড ৯ লাখ ৬৮ হাজার ৬৬৫। সেটি গত বৃহস্পতিবার কমে ১ লাখ ১১ হাজার ৮৪৯-এ নেমে আসে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
১৫ মিনিট আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
১ ঘণ্টা আগে
সৌদি আরব সোমালিয়া ও মিসরের সঙ্গে এক নতুন সামরিক জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রভাব কমানো।
২ ঘণ্টা আগে