
সুদের হার বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপজুড়ে মূল্যস্ফীতি ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। অনুমিত মাত্রার চেয়েও বেশি পরিমাণ সুদের হার বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক–ইসিবি তাঁর মূল সুদের হার দশমিক ৫ শতাংশ বাড়িয়ে সুদের হার শূন্য শতাংশে উন্নীত করেছে। বিগত ১১ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সুদের হার বৃদ্ধি।
সুদের হার বৃদ্ধির পাশাপাশি নীতি নির্ধারকেরা ইউরোজোনভুক্ত ১৯টি দেশকে প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়টিও ঘোষণা করেছে। এ ছাড়া, ইউরোজোনের মধ্যে বেশি ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা ইতালির জন্যও বিশেষ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ সংবাদ সম্মেলনে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিনা লগার্দে বলেন, ‘মূল্যস্ফীতি ক্রমশ একের পর এক সেক্টরে কামড় বসাচ্ছে। এবং এই মূল্যস্ফীতি একটি লম্বা সময় ধরে বজায় থাকবে বলেই মনে হচ্ছে।’ তিনি বলেন, ইসিবির নীতি নির্ধারকেরা মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়ানোর বিষয়টি নিয়ে সর্বসম্মতভাবে ঐকমত্যে পৌঁছেছেন।
এদিকে, ইউক্রেন যুদ্ধের পর থেকেই ইউরোপের দেশগুলোতে বেশ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র গরম এবং দাবদাহ। এই দাবদাহে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ ছাড়া, ফ্রান্স এবং স্পেনের বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় বিপুলসংখ্যক মানুষকে তাদের আবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সুদের হার বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপজুড়ে মূল্যস্ফীতি ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। অনুমিত মাত্রার চেয়েও বেশি পরিমাণ সুদের হার বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক–ইসিবি তাঁর মূল সুদের হার দশমিক ৫ শতাংশ বাড়িয়ে সুদের হার শূন্য শতাংশে উন্নীত করেছে। বিগত ১১ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সুদের হার বৃদ্ধি।
সুদের হার বৃদ্ধির পাশাপাশি নীতি নির্ধারকেরা ইউরোজোনভুক্ত ১৯টি দেশকে প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়টিও ঘোষণা করেছে। এ ছাড়া, ইউরোজোনের মধ্যে বেশি ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা ইতালির জন্যও বিশেষ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ সংবাদ সম্মেলনে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিনা লগার্দে বলেন, ‘মূল্যস্ফীতি ক্রমশ একের পর এক সেক্টরে কামড় বসাচ্ছে। এবং এই মূল্যস্ফীতি একটি লম্বা সময় ধরে বজায় থাকবে বলেই মনে হচ্ছে।’ তিনি বলেন, ইসিবির নীতি নির্ধারকেরা মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়ানোর বিষয়টি নিয়ে সর্বসম্মতভাবে ঐকমত্যে পৌঁছেছেন।
এদিকে, ইউক্রেন যুদ্ধের পর থেকেই ইউরোপের দেশগুলোতে বেশ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র গরম এবং দাবদাহ। এই দাবদাহে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ ছাড়া, ফ্রান্স এবং স্পেনের বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় বিপুলসংখ্যক মানুষকে তাদের আবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
১৩ মিনিট আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
২ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৩ ঘণ্টা আগে