
সুদের হার বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপজুড়ে মূল্যস্ফীতি ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। অনুমিত মাত্রার চেয়েও বেশি পরিমাণ সুদের হার বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক–ইসিবি তাঁর মূল সুদের হার দশমিক ৫ শতাংশ বাড়িয়ে সুদের হার শূন্য শতাংশে উন্নীত করেছে। বিগত ১১ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সুদের হার বৃদ্ধি।
সুদের হার বৃদ্ধির পাশাপাশি নীতি নির্ধারকেরা ইউরোজোনভুক্ত ১৯টি দেশকে প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়টিও ঘোষণা করেছে। এ ছাড়া, ইউরোজোনের মধ্যে বেশি ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা ইতালির জন্যও বিশেষ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ সংবাদ সম্মেলনে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিনা লগার্দে বলেন, ‘মূল্যস্ফীতি ক্রমশ একের পর এক সেক্টরে কামড় বসাচ্ছে। এবং এই মূল্যস্ফীতি একটি লম্বা সময় ধরে বজায় থাকবে বলেই মনে হচ্ছে।’ তিনি বলেন, ইসিবির নীতি নির্ধারকেরা মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়ানোর বিষয়টি নিয়ে সর্বসম্মতভাবে ঐকমত্যে পৌঁছেছেন।
এদিকে, ইউক্রেন যুদ্ধের পর থেকেই ইউরোপের দেশগুলোতে বেশ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র গরম এবং দাবদাহ। এই দাবদাহে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ ছাড়া, ফ্রান্স এবং স্পেনের বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় বিপুলসংখ্যক মানুষকে তাদের আবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সুদের হার বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপজুড়ে মূল্যস্ফীতি ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে। অনুমিত মাত্রার চেয়েও বেশি পরিমাণ সুদের হার বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক–ইসিবি তাঁর মূল সুদের হার দশমিক ৫ শতাংশ বাড়িয়ে সুদের হার শূন্য শতাংশে উন্নীত করেছে। বিগত ১১ বছরের মধ্যে এটি সর্বোচ্চ সুদের হার বৃদ্ধি।
সুদের হার বৃদ্ধির পাশাপাশি নীতি নির্ধারকেরা ইউরোজোনভুক্ত ১৯টি দেশকে প্রয়োজনীয় অতিরিক্ত সহায়তা দেওয়ার বিষয়টিও ঘোষণা করেছে। এ ছাড়া, ইউরোজোনের মধ্যে বেশি ঋণগ্রস্ত দেশগুলোর মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা ইতালির জন্যও বিশেষ সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
এ সংবাদ সম্মেলনে ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিনা লগার্দে বলেন, ‘মূল্যস্ফীতি ক্রমশ একের পর এক সেক্টরে কামড় বসাচ্ছে। এবং এই মূল্যস্ফীতি একটি লম্বা সময় ধরে বজায় থাকবে বলেই মনে হচ্ছে।’ তিনি বলেন, ইসিবির নীতি নির্ধারকেরা মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়ানোর বিষয়টি নিয়ে সর্বসম্মতভাবে ঐকমত্যে পৌঁছেছেন।
এদিকে, ইউক্রেন যুদ্ধের পর থেকেই ইউরোপের দেশগুলোতে বেশ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। যুক্তরাজ্যের মূল্যস্ফীতি বিগত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে ইউরোপজুড়ে শুরু হয়েছে তীব্র গরম এবং দাবদাহ। এই দাবদাহে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। এ ছাড়া, ফ্রান্স এবং স্পেনের বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় বিপুলসংখ্যক মানুষকে তাদের আবাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিদলীয় রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ‘সবুজসংকেত’ দিয়েছেন। প্রভাবশালী ডিফেন্স হক হিসেবে পরিচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, রাশিয়ার কাছ থেকে তেল কেনার অপরাধে এই বিলের মাধ্যমে ভারত, চীন ও ব্রাজিলের মতো মস্কোর বাণিজ্যিক অংশীদারদের দণ্ড প্রদান করা
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ দুজনই তাঁর কাছে নতিস্বীকার করেছেন। মোদি তাঁকে বলেছেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি?’ অন্যদিকে যুক্তরাষ্ট্রে ফরাসি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস শহরে অভিবাসন কর্মকর্তার গুলিতে ৩৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্রাম্প প্রশাসনের আত্মরক্ষার দাবি প্রত্যাখ্যান করেছেন স্থানীয় কর্মকর্তারা।
২ ঘণ্টা আগে
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে নির্ধারিত শান্তি আলোচনায় যোগ না দিয়ে সোমালিল্যান্ড হয়ে সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেছেন। এদিকে, রিয়াদে যাওয়া এসটিসির আলোচক দল উধাও হয়ে গেছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে